X
শুক্রবার, ০৩ মে ২০২৪
২০ বৈশাখ ১৪৩১

সপরিবারে মসুল ছেড়ে পালাচ্ছে আইএস নেতারা

বিদেশ ডেস্ক
২০ অক্টোবর ২০১৬, ১০:০৭আপডেট : ২০ অক্টোবর ২০১৬, ১৪:১২

সপরিবারে মসুল ছেড়ে পালাচ্ছে আইএস নেতারা আইএসের হাত থেকে ইরাকের উত্তরাঞ্চলীয় মসুল শহর পুনরুদ্ধারের লক্ষ্যে সেনাবাহিনী পরিচালিত সাঁড়াশি অভিযানে সফলতা আসতে শুরু করছে। অভিযান শুরুর পর থেকেই আইএস নেতারা সপরিবারে শহর ছেড়ে পালিয়ে যাচ্ছে বলে দাবি করেছে ইরাকে মোতায়েন মার্কিন বাহিনী। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এই খবর জানিয়েছে।

এক ভিডিও কনফারেন্সের আইএস নেতাদের মসুল ছেড়ে পালানোর বিষয়ে কথা বলেছেন মার্কিন নেতৃত্বাধীন সামরিক জোটের স্থলবাহিনীর কমান্ডার মেজর জেনারেল গ্যারি ভোলেস্কি। তিনি বলেন, আমরা দায়েশ (আইএস) জঙ্গিদের এই বার্তা দিতে চাই যে, তাদেরকে বিপদের মুখে রেখে তাদের নেতারা জীবন বাঁচাতে নগরী ছেড়ে পালিয়ে যাচ্ছে। আমরা দায়েশ নেতাদের মসুল ছেড়ে পালাতে দেখছি।

মসুলের বড় ধরনের সামরিক অভিযান শুরুর তিনদিনের মাথায় এ খবর দিলেন মার্কিন জেনারেল। তিনি বলেন, দায়েশের স্থানীয় সদস্যরা সাধারণ মানুষের সঙ্গে মিশে গিয়ে পালিয়ে যেতে পারলেও মসুলে আটকে পড়া বিদেশি জঙ্গিরা কোনও অবস্থাতেই পালাতে পারবে না।

এর কারণ হিসেবে তিনি বলেন, চেহারা, গায়ের রঙ এবং ভাষাগত কারণে বিদেশি জঙ্গিরা মসুলের সাধারণ মানুষের সঙ্গে মিশে যেতে পারবে না। ফলে তাদেরকে ধরা পড়তেই হবে।

ইরাক ও সিরিয়ায় তৎপর বিদেশি মদদপুষ্ট জঙ্গি গোষ্ঠীগুলোতে উল্লেখযোগ্য সংখ্যক বিদেশি সন্ত্রাসী যোগ দিয়েছে। মসুল নগরীতেও এরকম শত শত বিদেশি জঙ্গি থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।

১৭ অক্টোবর ২০১৬ সোমবার ভোরে রাষ্ট্রীয় টেলিভিশনে দেওয়া এক ভাষণে আনুষ্ঠানিকভাবে এ অভিযান শুরুর ঘোষণা দেন ইরাকের প্রধানমন্ত্রী হায়দার আল আবাদি। ওইদিনই আইএস জঙ্গিদের দখল থেকে ইরাকের মসুল শহর পুনরুদ্ধারের লড়াই শুরু হয়। যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন জোটের সঙ্গে ইরাকের সেনাবাহিনী ও দেশটির কুর্দিপন্থী গেরিলারা এই লড়াইয়ে অংশ নিচ্ছে।

ইরাকের দ্বিতীয় বৃহত্তম এই নগরী আইএসের হাত থেকে মুক্ত করার জন্য গত কয়েক মাস ধরে প্রস্তুতি চলছিল। ২০১৪ সালের জুন মাসে জঙ্গিদের হাতে নগরীটির পতন হয়।

টেলিভিশনে জাতির উদ্দেশে ভাষণ দিচ্ছেন ইরাকের প্রধানমন্ত্রী ইরাকের প্রধানমন্ত্রী হায়দার আল আবাদি

টেলিভিশনে জাতির উদ্দেশে দেওয়া ভাষণে ইরাকের প্রধানমন্ত্রী বলেন, “বিজয়ের মুহূর্ত অত্যাসন্ন। মসুল মুক্ত করার অভিযান শুরু হয়েছে। আজ আমি দায়েশের (আইএস) সহিংসতা ও সন্ত্রাসবাদ থেকে আপনাদের মুক্ত করার অভিযান শুরু করার কথা ঘোষণা করছি। অভিযানে নেতৃত্ব দেবে সাহসী ইরাকি সেনাবাহিনী ও জাতীয় পুলিশ।”

এর আগেও প্রধানমন্ত্রী এবাদি একাধিকবার বলেছেন, মসুল পুনরুদ্ধার অভিযানে ইরাকি সেনারা অংশ নেবে। কোনও বিদেশি সেনা সেখানে থাকবে না। মার্কিন নেতৃত্বাধীন সেনারা অভিযানকে পৃষ্ঠপোষকতা দেবে।

ইরাকের উত্তরাঞ্চলীয় নেইনাভা প্রদেশের রাজধানী মসুল পুনর্দখলের ক্ষেত্র সৃষ্টির জন্য গত আগস্টে নগরী থেকে ৬০ কিলোমিটার দক্ষিণে অবস্থিত কৌশলগত কাইয়ারা শহর দখল করে সরকারি বাহিনী। ইরাকে সেনা কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল হায়দার ফাজলি বলেছেন, মসুল পুনরুদ্ধারের অভিযানে অন্তত ২৫ হাজার সেনা অংশ নিচ্ছে।

ইরাকে মসুল হচ্ছে আইএসের সবচেয়ে বড় ঘাঁটি। এই নগরী দখলের পরই আইএস-এর প্রধান আবু বকর আল-বাগদাদি ‘খেলাফত’ প্রতিষ্ঠার ঘোষণা দিয়েছিল। কর্মকর্তারা বলছেন, যদি মসুল থেকে আইএসকে পরাজিত করা সম্ভব হয় তাহলে তা হবে আইএসের জন্য একটি বড় ধাক্কা।

সোমবার টেলিভিশনে দেওয়া ভাষণে ইরাকের প্রধানমন্ত্রী বলেন, “ইনশাআল্লাহ দায়েশের হাত থেকে আপনাদের মুক্তি উদযাপন করতে আমরা শিগগিরই মসুলে মিলিত হবো। সব ধর্মের মানুষ মিলে দায়েশকে পরাজিত করে আমরা প্রিয় শহর মসুলের পুনর্গঠন করবো।”

এদিকে এই লড়াইয়ের মানবিক প্রভাব ব্যাপক হতে পারে বলে সতর্ক করে দিয়েছে জাতিসংঘ। সংস্থাটি বলছে, এতে অন্তত ১ দশমিক ২ মিলিয়ন বা ১২ লাখ মানুষ ক্ষতিগ্রস্ত হতে পারেন।

/এমপি/বিএ/

সম্পর্কিত
তাইওয়ান প্রণালিতে আবারও চীনা সামরিক বিমান শনাক্ত
চীনের দক্ষিণাঞ্চলে সড়ক ধসে নিহত ৩৬
লাইয়ের অভিষেক পরবর্তী চীনা সামরিক মহড়া নিয়ে সতর্ক অবস্থানে তাইওয়ান
সর্বশেষ খবর
৩২ কুর্দি সদস্যকে হত্যার দাবি তুরস্কের
৩২ কুর্দি সদস্যকে হত্যার দাবি তুরস্কের
পিকআপ চাপায় র‌্যাব সদস্যের মৃত্যুর ঘটনায় চালক গ্রেফতার
পিকআপ চাপায় র‌্যাব সদস্যের মৃত্যুর ঘটনায় চালক গ্রেফতার
মোটরসাইকেলে ট্রেনের ধাক্কায় পুলিশের এসআই নিহত
মোটরসাইকেলে ট্রেনের ধাক্কায় পুলিশের এসআই নিহত
যে গল্পের জন্ম ওষুধের দোকান থেকে!
যে গল্পের জন্ম ওষুধের দোকান থেকে!
সর্বাধিক পঠিত
মুক্তি পেলেন মামুনুল হক
মুক্তি পেলেন মামুনুল হক
কামরাঙ্গীরচরে নতুন ভবন নির্মাণের অনুমতি দিলো ডিএসসিসি
কামরাঙ্গীরচরে নতুন ভবন নির্মাণের অনুমতি দিলো ডিএসসিসি
কুমিল্লায় বজ্রাঘাতে ৪ জনের মৃত্যু
কুমিল্লায় বজ্রাঘাতে ৪ জনের মৃত্যু
আরও কমলো সোনার দাম
আরও কমলো সোনার দাম
ব্যর্থতার অভিযোগে শিক্ষামন্ত্রীর পদত্যাগ চেয়ে আইনি নোটিশ
ব্যর্থতার অভিযোগে শিক্ষামন্ত্রীর পদত্যাগ চেয়ে আইনি নোটিশ