X
শুক্রবার, ০৩ মে ২০২৪
২০ বৈশাখ ১৪৩১

মাদুরোর বিরুদ্ধে গণভোট স্থগিত

বিদেশ ডেস্ক
২১ অক্টোবর ২০১৬, ১৮:৩৬আপডেট : ২১ অক্টোবর ২০১৬, ১৮:৩৮

মাদুরোর বিরুদ্ধে গণভোট স্থগিত

ভেনেজুয়েলার নির্বাচনি কাউন্সিল প্রেসিডেন্ট মাদুরোর বিরুদ্ধে গণভোটের প্রস্তাব নাকচ করে দিয়েছে। কাউন্সিল জানিয়েছে, আদালতে প্রমাণ হয়েছে গণভোটের দাবিতে করা ওই প্রচারণায় কারচুপি হয়েছিলো।

এর প্রতিক্রিয়ায় বিরোধী দল তীব্র প্রতিবাদ জানিয়ে বলেছে, এতে রাজনৈতিক সংকট আরও বাড়বে।

এদিকে, আট বিরোধী দলীয় নেতার দেশত্যাগ করায় নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

নির্বাচনি কাউন্সিলের এক বিবৃতিতে বলা হয়, ‘সংবিধান অনুযায়ী জাতীয় নির্বাচন কাউন্সিলকে সিদ্ধান্ত দিয়েছে ট্রাইব্যুনাল, সেই মোতাবেক নির্দেশনাও পাঠিয়েছে। পরবর্তী নির্দেশ না পাওয়া পর্যন্ত স্বাক্ষর গ্রহণ স্থগিত থাকবে।’

অন্তত চারটি রাজ্যের আঞ্চলিক আদালত এই মর্মে রায় দিয়েছে যে, বিরোধী দলের স্বাক্ষর গ্রহণে কারচুপি ঘটেছে। ভোটারদের অন্তত ২০ শতাংশ এতে স্বাক্ষর করলে তবেই গণভোট অনুষ্ঠিত হতে পারবে।

উল্লেখ্য, ভেনেজুয়েলার এ গণভোটের সময়সূচি দুই পক্ষের জন্যই জরুরি। বিরোধীরা চাইছে গণভোট যেন আগে আগে হয়ে যায়। কেননা ২০১৭ সালের ১০ জানুয়ারির মধ্যে যদি গণভোট হয় এবং মাদুরো হেরে যান তবে নতুন নির্বাচনের ডাক দেওয়া হবে। কিন্তু গণভোট আয়োজনের ক্ষেত্রে সে সময়সীমা পার হয়ে গেলে এবং গণভোটের রায় মাদুরোর বিপক্ষে গেলে তার ভাইস প্রেসিডেন্টই প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করবেন। ২০১৯ সালের জানুয়ারি পর্যন্ত দায়িত্বে থাকবেন তিনি। অর্থাৎ সরকারের মেয়াদ শেষ না হওয়া পর্যন্ত বর্তমান ভাইস প্রেসিডেন্টই প্রেসিডেন্ট হিসেবে নিয়োজিত থাকবেন।

সূত্র: বিবিসি

/ইউআর/     

সম্পর্কিত
বিশ্ববিদ্যালয়ে ফিলিস্তিনপন্থি বিক্ষোভ নিয়ে মুখ খুললেন বাইডেন
মার্কিন ও ব্রিটিশ কর্মকর্তাদের ওপর ইরানের নিষেধাজ্ঞা
উ. কোরিয়ার হুমকির মুখে কূটনৈতিক সতর্কতা বাড়ালো দ. কোরিয়া
সর্বশেষ খবর
অপহৃত ১০ বাংলাদেশিকে ফেরত দিয়েছে আরাকান আর্মি
অপহৃত ১০ বাংলাদেশিকে ফেরত দিয়েছে আরাকান আর্মি
ধানমন্ডিতে ছাদ থেকে পড়ে গৃহকর্মী আহত 
ধানমন্ডিতে ছাদ থেকে পড়ে গৃহকর্মী আহত 
ম্যানচেস্টার ইউনাইটেডে সকার স্কুলের বাছাইয়ে ৩ বাংলাদেশি কিশোর
ম্যানচেস্টার ইউনাইটেডে সকার স্কুলের বাছাইয়ে ৩ বাংলাদেশি কিশোর
দীর্ঘ অপেক্ষার পর ঢাকায় স্বস্তির বৃষ্টি, কমলো তাপমাত্রা
দীর্ঘ অপেক্ষার পর ঢাকায় স্বস্তির বৃষ্টি, কমলো তাপমাত্রা
সর্বাধিক পঠিত
পদ্মা নদীতে চুবানো নিয়ে যা বললেন ড. ইউনূস
পদ্মা নদীতে চুবানো নিয়ে যা বললেন ড. ইউনূস
পরীক্ষা-নিরীক্ষা শেষ, খুলনা-মোংলায় শুরু হচ্ছে ট্রেন চলাচল
পরীক্ষা-নিরীক্ষা শেষ, খুলনা-মোংলায় শুরু হচ্ছে ট্রেন চলাচল
আরও কমলো সোনার দাম
আরও কমলো সোনার দাম
অষ্টম শ্রেণি পর্যন্ত শিক্ষা অবৈতনিক হচ্ছে
অষ্টম শ্রেণি পর্যন্ত শিক্ষা অবৈতনিক হচ্ছে
লাউ খেলে মিলবে এই ৮ উপকারিতা
লাউ খেলে মিলবে এই ৮ উপকারিতা