X
রবিবার, ০৫ মে ২০২৪
২২ বৈশাখ ১৪৩১

সিজোফ্রেনিয়াকে মানসিক বিকৃতি বলতে নারাজ পাকিস্তানের সুপ্রিম কোর্ট

বিদেশ ডেস্ক
২২ অক্টোবর ২০১৬, ১৪:২০আপডেট : ২২ অক্টোবর ২০১৬, ১৪:২৬
image

পাকিস্তানের সুপ্রিম কোর্ট সিজোফ্রেনিয়া মানসিক বিকৃতি নয়, পাকিস্তানের সুপ্রিম কোর্টের আলোচিত এক মামলার রায়ে এই আদেশ দেওয়া হয়েছে।
উল্লেখ্য, মানসিক বিকারগ্রস্তদের ক্ষেত্রে মৃত্যুদণ্ড কার্যকরে বাধা রয়েছে। তবে পাকিস্তানে ইমদাদ নামের সিজোফ্রেনিয়া আক্রান্ত এক ব্যক্তির মৃত্যুদণ্ড কার্যকরে বাধা নেই বলে আদেশ দেয় পাকিস্তানের সর্বোচ্চ আদালত। সব দিক বিবেচনা করার দাবি জানিয়ে সর্বোচ্চ আদালত সিজোফ্রেনিয়াকে আরোগ্যযোগ্য রোগ বলে উল্লেখ করে। যদিও ‘আমেরিকান সাইকোলোজিক্যাল অ্যাসোসিয়েশন’ সিজোফ্রেনিয়াকে ‘একটি গুরুতর মানসিক অসুস্থতা’ বলে বর্ণনা করেছে।
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি’র খবরে বলা হয়, ২০০২ সালে একজন ধর্মীয় নেতাকে হত্যার অভিযোগে মৃত্যুদণ্ড দেওয়া হয় ইমদাদকে। ২০১২ সালে সরকারি চিকিৎসরা ইমদাদ সিজোফ্রেনিয়ার আক্রান্ত বলে সনদ দেয়।তার স্ত্রী শাফিয়া বানু সুপ্রিম কোর্টে আবেদন করেন, তার স্বামী মানসিক বিকারগ্রস্ত, আর সুস্থ হওয়ার আগে যেন তার মৃত্যুদণ্ড কার্যকর না করা হয়। শুক্রবার সুপ্রিম কোর্ট সাফিয়া বানুর আপিল আবেদন বাতিল করে দিয়ে বলেন, “সিজোফ্রেনিয়া স্থায়ী মানসিক অসুস্থতা নয়।”
আরেক ব্রিটিশ সংবাদমাধ্যম গার্ডিয়ান জানায়, ওই আবেদনের পরিপ্রেক্ষিতে প্রধান বিচারপতি আনোয়ার জহির জামালীর নেতৃত্বাধীন তিন সদস্যের একটি বেঞ্চ ১১ পৃষ্ঠার এক রায়ে বলেন, ‘ওষুধ এবং অনেক ধরনের শারীরিক ও সামাজিক ব্যবস্থা এবং পুনর্বাসনের মাধ্যমে সিজোফ্রেনিয়ার আক্রান্ত ব্যক্তিদের আরোগ্যলাভের সম্ভাবনা অনেক বেড়ে গেছে। এটি এখন এমন অসুস্থতায় পরিণত হয়েছে যা থেকে আরোগ্যলাভ সম্ভব। ফলে কোনও দিক দিয়েই এটি আর মানসিক অসুস্থতার পর্যায়ে পড়ে না আমাদের মতে, মানসিক অসুস্থতা সম্পর্কিত আদেশ অনুযায়ী, অভিযুক্তকে যে মৃত্যুদণ্ডের আদেশ দেওয়া হয়েছে, তা বিলম্বিত হওয়ার আওতায় পড়ে না।’

ইমদাদের আইনজীবী সারাহ বেলার সাংবাদিকদের বলেন, তার মক্কেলের অপরাধ বা শাস্তি কিছুই বোঝার ক্ষমতা নেই। ‘তিনি সিজোফ্রেনিয়ায় আক্রান্ত বলে চিকিৎসকরা যে সনদ দিয়েছেন ২০১৬ সালের আগে সেটি কখনওই আদালতে উপস্থাপন করা হয়নি।’ বলে ন ইমদাদের আইনজীবী।

ইমদাদের স্ত্রী সাফিয়া বানু রয়টার্সকে বলেন, “তিনি সব সময়ই পুরোপুরি ভ্রমের মধ্যে থাকেন।”

এদিকে জাতিসংঘের পক্ষ থেকে বলা হয়েছে, যদি ইমদাদের মৃত্যুদণ্ড কার্যকর হয় তবে তা আন্তর্জাতিক আইনের লঙ্ঘন হবে। 

পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের দক্ষিণাঞ্চলীয় বুরেওয়ালা জেলার অধিবাসী ইমদাদকে ২০০২ সালে নিম্ন আদালতে মৃত্যুদণ্ডের আদেশ দেওয়া হয়। পরে হাই কোর্ট এবং সুপ্রিম কোর্টেও সেই রায় বহাল থাকে। পাকিস্তানের প্রেসিডেন্টও ক্ষমা প্রার্থনার আবেদন খারিজ করেছেন।

চলতি বছরের ২৬ জুলাই ইমদাদের স্ত্রী মুলতান হাই কোর্টে একটি রিট পিটিশন দাখিল করেন। সেখানে বলা হয়, তার স্বামী মানসিক বিকারগ্রস্ত, তার সুস্থতার আগে যেন মৃত্যুদণ্ড কার্যকর না করা হয়। হাই কোর্ট গত ২৩ আগস্ট ওই আবেদন খারিজ করেন।

এরপর ইমদাদের স্ত্রী শাফিয়া সুপ্রিম কোর্টের দারস্থ হন। প্রধান বিচারপতির নেতৃত্বে তিন বিচারপতির একটি বেঞ্চ গত ২৭ সেপ্টেম্বর এক আদেশে ইমদাদের মৃত্যুদণ্ড সাময়িকভাবে স্থগিত করেন। বৃহস্পতিবার (২০ অক্টোবর) ওই আবেদনেরই পূর্ণাঙ্গ রায় প্রদান করা হয়।

সুপ্রিম কোর্টের রায়ে সিজোফ্রেনিয়াকে মানসিক বিকৃতি বলে স্বীকৃতি দেওয়া হয়নি। ওই রায়ে বলা হয়, ‘সিজোফ্রেনিয়া কোনও স্থায়ী মানসিক বিকৃতি নয়, এর মাত্রা মানসিক চাপের ওপর নির্ভর করে বাড়তেও পারে, কমতেও পারে।’

২০০১ সালের মানসিক স্বাস্থ্য আইন-এর কথা উল্লেখ করে ওই রায়ে বলা হয়, ‘সিজোফ্রেনিয়া থেকে আরোগ্য সম্ভব। কিন্তু স্থায়ী মানসিক বিকৃতি তাকেই বলে, যার আরোগ্য সম্ভব নয়।’

সুপ্রিম কোর্টের রায়ে রেফারেন্স হিসেবে ১৯৭৭ সালে ভারতের সুপ্রিম কোর্টের ভীষণ গুপ্ত মামলার কথা উল্লেখ করা হয়েছে। যেখানে অভিযুক্তের মা দিল্লি হাই কোর্টে অনুরূপ একটি পিটিশন দাখিল করেছিলেন।

/এসএ/বিএ/ 

সম্পর্কিত
তাইওয়ান প্রণালিতে আবারও চীনা সামরিক বিমান শনাক্ত
চীনের দক্ষিণাঞ্চলে সড়ক ধসে নিহত ৩৬
লাইয়ের অভিষেক পরবর্তী চীনা সামরিক মহড়া নিয়ে সতর্ক অবস্থানে তাইওয়ান
সর্বশেষ খবর
মন্ত্রী-এমপির স্বজনদের বিরত রাখা নীতিগত সিদ্ধান্ত, আইনি নয়: কাদের
মন্ত্রী-এমপির স্বজনদের বিরত রাখা নীতিগত সিদ্ধান্ত, আইনি নয়: কাদের
আইপিএলের সময়ে হবে পিএসএল!
আইপিএলের সময়ে হবে পিএসএল!
বাড়ি ফেরার পথে বজ্রাঘাতে বাবুর্চির মৃত্যু, সারা রাত রাস্তায় পড়ে ছিল লাশ
বাড়ি ফেরার পথে বজ্রাঘাতে বাবুর্চির মৃত্যু, সারা রাত রাস্তায় পড়ে ছিল লাশ
বাড়িতে বিস্ফোরণে আহত স্কুলছাত্রী মারা গেছে
বাড়িতে বিস্ফোরণে আহত স্কুলছাত্রী মারা গেছে
সর্বাধিক পঠিত
মাঠ প্রশাসনে বিতর্কিত কর্মকর্তাদের লাগাম টানবে সরকার
মাঠ প্রশাসনে বিতর্কিত কর্মকর্তাদের লাগাম টানবে সরকার
রবিবার থেকে স্কুল-কলেজ খোলা, শনিবারও চলবে ক্লাস
রবিবার থেকে স্কুল-কলেজ খোলা, শনিবারও চলবে ক্লাস
জাল দলিলে ৫০ কোটি টাকা ব্যাংক ঋণ!
জাল দলিলে ৫০ কোটি টাকা ব্যাংক ঋণ!
মিল্টন সমাদ্দারের তিন মামলার বাদীরই মুখে কুলুপ
মিল্টন সমাদ্দারের তিন মামলার বাদীরই মুখে কুলুপ
স্বর্ণের ভরিতে বাড়লো ১ হাজার টাকার বেশি
স্বর্ণের ভরিতে বাড়লো ১ হাজার টাকার বেশি