X
বুধবার, ০১ মে ২০২৪
১৮ বৈশাখ ১৪৩১

ব্রিটেনে রাশিয়ার রাষ্ট্রীয় টেলিভিশন ‘আরটি’র সম্প্রচার হুমকির মুখে

বিদেশ ডেস্ক
২২ অক্টোবর ২০১৬, ২২:২১আপডেট : ২২ অক্টোবর ২০১৬, ২২:২১
image

রয়্যাল ব্যাংক অফ স্কটল্যাণ্ডের সহযোগী প্রতিষ্ঠান ন্যাটওয়েষ্ট ব্যাংকে থাকা ব্রিটেনে রাষ্ট্রীয় রুশ সম্প্রচার মাধ্যম আরটি’র (রাশিয়া টুডে) হিসাব বন্ধ করে দিয়েছে ক’দিন আগেই। সঙ্গে চলছে  গার্ডিয়ানের মতো প্রভাবশালী ব্রিটিশ সংবাদমাধ্যমগুলোর আরটিবিরোধী তৎপরতা। আলেপ্পোতে সরকারি বাহিনীর বোমা হামলায় রুশ মদদ থাকার অভিযোগের প্রেক্ষাপটে পশ্চিমা দেশগুলো যখন রাশিয়াতে অবরোধ আরোপের হুমকি দিয়ে যাচ্ছে, তখন শিশুদের নিয়ে কাজ করা এক বেসরকারী সংস্থা এই সংবাদমাধ্যম থেকে তাদের বিজ্ঞাপন তুলে নেওয়ার কথা জানিয়েছে। সবমিলে ব্রিটেনে আরটি’র সম্প্রচার চালু রাখা যাবে কিনা, তা নিয়ে সংশয় দেখা দিয়েছে।

ব্রিটেনে রাশিয়ার রাষ্ট্রীয় টেলিভিশন ‘আরটি’র সম্প্রচার হুমকির মুখে

সম্প্রতি আরটি জানায়, ব্রিটেনে তাদের ব্যাংক এ্যাকাউন্ট কোন নোটিশ, আলোচনা বা ব্যাখ্যা ছাড়াই বন্ধ করে দেয়া হয়েছে। চ্যানেলের প্রধান সম্পাদক মার্গারিটা সিমোনিয়াম সে সময় ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসিকে জানান, ‘ব্রিটেন দেশটিতে আমাদের সব এ্যাকাউন্ট বন্ধ করে দিয়েছে এবং ন্যাটওয়েস্ট ব্যাংকের পক্ষ থেকে বলে দেয়া হয়েছে যে এই সিদ্ধান্ত চূড়ান্ত। এ নিয়ে তারা কোন আলোচনা করবেন না।’ বিদ্রূপের সুরে মার্গারিটা মন্তব্য করেন, ‘মতপ্রকাশের স্বাধীনতার জয় হোক’।

অবশ্য ন্যাটওয়েষ্ট ব্যাংক এর ওয়েব সাইটে একটি চিঠি প্রকাশ করা হয়েছে যেখানে বলা হয়েছে, ‘রাশিয়া টুডে’র (RT) এ্যাকাউন্ট এখনই বন্ধ করা হয়নি। ১২ ডিসেম্বর থেকে বন্ধ হবে।’ তবে ওই সংবাদমাধ্যমের পরিচালক মার্গারিটা সিমোনিয়াম বলেন, ‘সারা ব্রিটেন জুড়ে ন্যাটওয়েষ্ট ব্যাংক এর মাতৃসংস্থা রয়্যাল ব্যাংক অফ স্কটল্যাণ্ড ও তার সকল সহযোগী প্রতিষ্ঠান আমাদের সেবা দিতে এখনই অস্বীকার করছে।’

ন্যাটওয়েস্ট ব্যাংকের শাখা

এখানেই শেষ নয়। আরটির প্রচারণা রুখতে বিজ্ঞাপন বন্ধেরও আভাস মিলেছে। গ্রেট অরমন্ড স্ট্রিট হসপিটাল চিলড্রেন চ্যারিটি নামের এক বিজ্ঞাপনী প্রতিষ্ঠান আরটি থেকে তাদের বিজ্ঞাপন প্রত্যাহারের ঘোষণা দিয়েছে বলে গার্ডিয়ানের এক প্রতিবেদনে জানানো হয়েছে। গ্রেট অরমন্ড স্ট্রিট হসপিটাল চিলড্রেন চ্যারিটি নামের ওই বিজ্ঞাপনী প্রতিষ্ঠান আরটিতে বিজ্ঞাপন দিয়ে আসছিলো বহুদিন ধরেই। তবে গার্ডিয়ানের কথাতেই সরে আসার চেষ্টা করে তারা। ওই চ্যারিটির একজন মুখপাত্র গার্ডিয়ানকে বলেন, ‘এটা আমাদের জন্য খুবই জুররি বিষয়। আমরা তাদের সঙ্গে সম্পর্ক ছিন্ন করেছি এবং যতো দ্রুত সম্ভব আমাদের দেওয়া বিজ্ঞাপনটি বন্ধ করতে বলেছি।’

প্রভাবশালী ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান নিজেই জানিয়েছে, আরটির বিজ্ঞাপনাদাতাদের তথ্য তাদের কাছে রয়েছে। সেভ দ্য চিলড্রেন, প্ল্যান ইন্টারন্যাশনালএবং প্রোক্টার অ্যান্ড গ্যাম্বল-এর মতো শীর্ষ প্রতিষ্ঠানগুলোও এই তালিকায় রয়েছে বলে তারা জানিয়েছে। এদের যে ধরে ধরে আরটিতে বিজ্ঞাপন দেওয়া সম্পর্কে জানতে চাওয়া হয়, গার্ডিয়ান নিজেই তা বলে দিয়েছে পরোক্ষভাবে।  সেভ দ্য চিলড্রেন কিংবা প্ল্যান ইন্টারন্যাশনালের মতো এমন ৪৯ টি প্রতিষ্ঠানই আরটির ৪৯ শতাংশ বিজ্ঞাপন নিয়ে আসে। তবে আলেপ্পোতে আসাদ সরকারের দ্বারা যুদ্ধাপরাধ সংঘটিত হওয়ার কথা বলে অর্থ দিতে অস্বীকৃতি জানানো হয়েছে।

ব্রিটেনে রাশিয়ার রাষ্ট্রীয় টেলিভিশন ‘আরটি’র সম্প্রচার হুমকির মুখে

রাশিয়ায় পার্লামেন্টের উচ্চ কক্ষের একজন সদস্য ইগর মোরোজভ এর ‘পাল্টা ব্যবস্থা হিসেবে’ রাশিয়ায় বিবিসির একাউন্ট বন্ধ করে দেবার আহ্বান জানিয়েছেন। এদিকে পার্লামেন্টের সের্গেই ঝেলেজনিয়াক বলেছেন, এ পরিস্থিতির বিষয়ে তারা ব্রিটিশ কর্তৃপক্ষের কাছে একটি ব্যাখ্যা দাবি করবেন।

'ইউক্রেন এবং সিরিয়া বিষয়ে বিভ্রান্তিকর ও পক্ষপাতদুষ্ট রিপোর্ট করার অভিযোগে' রাশিয়া টুডে-র ওপর এর আগেও ব্রিটেনের সম্প্রচার নিয়ন্ত্রক কর্তৃপক্ষ অফকম বিধিনিষেধ আরোপ করেছিল। তবে এবার ব্রিটেনের সরকার অবশ্য বলছে, তারা উদ্দেশ্যপ্রণোদিতভাবে কিছুই করেনি। ব্রিটিশ প্রধানমন্ত্রীর একজন মুখপাত্র বলেছেন, ‘এটি ন্যাটওয়েস্ট ব্যাংকের ব্যাপার। তারাই ঝুঁকি বিবেচনা করে ঠিক করবেন তারা কাকে সেবা দেবেন বা দেবেন না।’ ব্রিটিশ কেন্দ্রীয় ব্যাংকের একজন কর্মকর্তা বলেন, ‘২০১৫ সালের ফেব্রুয়ারী মাসের পর রাশিয়া বা দেশটির কোন ব্যাংকের উপর নিষেধাজ্ঞা জারি করা হয়ানি।’

ব্রিটেনে রাশিয়ার রাষ্ট্রীয় টেলিভিশন ‘আরটি’র সম্প্রচার হুমকির মুখে

আরটির পরিচালক মার্গারিটা সিমোনিয়াম গার্ডিয়ানকে বলেন, আরটির বিরুদ্ধে নেওয়া এইসব অবস্থানের নেপথ্যে সিরিয়া প্রশ্নে পশ্চিমা বিশ্ব ও রাশিয়ার দ্বন্দ্বের সম্পর্ক থাকতে পারে। তবে তারা হাল ছেড়ে দেবেন না এবং অন্য পথে ব্রিটেনে সম্প্রচার অব্যাহত রাখার চেষ্টা করবেন।

/বিএ/

সম্পর্কিত
একাধিক রুশ অঞ্চলে ইউক্রেনের ড্রোন হামলা
ক্যানারি দ্বীপে নৌকাডুবি, ৫০ জনের মৃত্যুর আশঙ্কা
রাশিয়ার বিরুদ্ধে আন্তর্জাতিক আকাশসীমার নিয়ম লঙ্ঘনের অভিযোগ এস্তোনিয়ার
সর্বশেষ খবর
শিশু ঝুমুরকে ধর্ষণ ও হত্যার বর্ণনা দিতে গিয়ে চোখ মুছলেন র‌্যাব কর্মকর্তা
শিশু ঝুমুরকে ধর্ষণ ও হত্যার বর্ণনা দিতে গিয়ে চোখ মুছলেন র‌্যাব কর্মকর্তা
একজন অপরাধীর গল্প বলতে চেয়েছিলেন তিশা
একজন অপরাধীর গল্প বলতে চেয়েছিলেন তিশা
নাটবল্টুর সঙ্গেই কাটছে শৈশব-কৈশোর
নাটবল্টুর সঙ্গেই কাটছে শৈশব-কৈশোর
ডর্টমুন্ডের দুর্গে ইতিহাস গড়তে পারবে পিএসজি? 
ডর্টমুন্ডের দুর্গে ইতিহাস গড়তে পারবে পিএসজি? 
সর্বাধিক পঠিত
চকরিয়ার সেই সমাজসেবা কর্মকর্তা ও অফিস সহকারী বরখাস্ত
চকরিয়ার সেই সমাজসেবা কর্মকর্তা ও অফিস সহকারী বরখাস্ত
চুয়াডাঙ্গা জেলায় ইতিহাসের সর্বোচ্চ তাপমাত্রা
চুয়াডাঙ্গা জেলায় ইতিহাসের সর্বোচ্চ তাপমাত্রা
সাতক্ষীরার ইতিহাসে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড 
সাতক্ষীরার ইতিহাসে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড 
কালবৈশাখী ঝড়ের সঙ্গে শিলাবৃষ্টিতে ভেঙেছে ঘরবাড়ি, ধানের ক্ষতি
কালবৈশাখী ঝড়ের সঙ্গে শিলাবৃষ্টিতে ভেঙেছে ঘরবাড়ি, ধানের ক্ষতি
‘মানুষের কত ফ্রেন্ড, কাউকে পাশে পাইলে আমার এমন মৃত্যু হইতো না’
‘মানুষের কত ফ্রেন্ড, কাউকে পাশে পাইলে আমার এমন মৃত্যু হইতো না’