X
মঙ্গলবার, ০৭ মে ২০২৪
২৪ বৈশাখ ১৪৩১

মসুল অভিযানে শিয়া মিলিশিয়াদের নতুন ফ্রন্ট

বিদেশ ডেস্ক
৩০ অক্টোবর ২০১৬, ১১:০৬আপডেট : ৩০ অক্টোবর ২০১৬, ১১:১৩
image

ইরাকের মসুল নগরী মধ্যপ্রাচ্যভিত্তিক জঙ্গি সংগঠন ইসলামিক স্টেট (আইএস)-এর দখল থেকে মুক্ত করার অভিযানে এখনও পর্যন্ত শিয়া মিলিশিয়ারা বড় কোনও ভূমিকা রাখেননি। তবে এবার ইরাকি শিয়া মিলিশিয়াদের জোট পপুলার মবিলাইজেশন ইউনিটস মসুলের পশ্চিমাঞ্চলে যুদ্ধের নতুন ফ্রন্টে নেতৃত্ব দিচ্ছে বলে সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে।

যুদ্ধের নতুন ফ্রন্টে শিয়া মিলিশিয়ারা

উল্লেখ্য, ২০১৪ সালের জুনে আইএস জঙ্গিরা মসুল নগরী দখল করে নেয়। ইরাকের দ্বিতীয় বৃহত্তম এই নগরীতে এখনও প্রায় ১৫ লাখ মানুষ রয়েছেন বলে ধারণা করা হচ্ছে। ১৭ অক্টোবর ভোরে রাষ্ট্রীয় টেলিভিশনে দেওয়া এক ভাষণে আনুষ্ঠানিকভাবে মসুল পুনরুদ্ধার অভিযান শুরুর ঘোষণা দেন ইরাকি প্রধানমন্ত্রী হায়দার আল-আবাদি। এরপর ইরাকি সেনা ও পুলিশ বাহিনী, শিয়া মিলিশিয়া এবং কুর্দি বাহিনী যৌথভাবে মসুল পুনরুদ্ধারের অভিযান শুরু করে।

শিয়া মিলিশিয়ারা জানিয়েছেন, তারা আইএস-এর বিরুদ্ধে যুদ্ধে মসুলের পশ্চিমে বড় মাত্রার অভিযান শুরু করেছেন। শনিবার থেকে শুরু হওয়া যুদ্ধের এই নতুন ফ্রন্টে বড় ভূমিকা রাখছেন তারা।

পপুলার মবিলাইজেশন ইউনিটস-এর মুখপাত্র আহমেদ আল-আসাদি সংবাদ সম্মেলনে জানিয়েছেন, নতুন ফ্রন্টে অভিযান শুরুর সাত ঘন্টার মধ্যেই ১০টি গ্রাম আইএস-মুক্ত হয়েছে।

তিনি আরও বলেন, ‘এই করিডোর দিয়েই ইরাকের মসুল আইএস-এর অপর শক্তিশালী ঘাঁটি রাক্কার সঙ্গে সংযুক্ত হয়।’ রাক্কাকে আইএস-এর কথিত রাজধানীও বলা হয়।    

এদিকে, ইরাকি সেনাবাহিনী এবং কুর্দি পেশমেরগা বাহিনী ইতোমধ্যে মসুলের নিকটবর্তী অনেক শহর ও গ্রাম আইএস-মুক্ত করেছে। ধারণা করা হচ্ছে, ১২ দিনের মধ্যেই মসুল নগরীতে মূল অভিযান শুরু হবে।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার প্রতিনিধি এল শায়াদ জানিয়েছেন, ‘মসুলের পশ্চিমে শিয়া মিলিশিয়াদের অভিযান শুরুর মূল কারণ হলো, এখনও পর্যন্ত মসুলের পশ্চিমে অভিযান চালানো হয়নি। আবার এটি সম্ভবত সবচেয়ে গুরুত্বপূর্ণ ফ্রন্ট, কারণ তা সিরিয়া যাওয়ার পথ।’

তিনি আরও জানান, এই অভিযানের মূল উদ্দেশ্য হলো, মসুলের সঙ্গে সিরিয়ার সংযোগ বন্ধ করে দেওয়া, যেন মূল অভিযানের সময় আইএস সিরিয়া থেকে রসদ সরবরাহ না করতে পারে।

পূর্ব সিদ্ধান্ত অনুযায়ী, মসুল নগরীতে শিয়া এবং কুর্দি বাহিনী অভিযান চালাবে না। ধর্মীয় বিভক্তির কারণে সুন্নি মুসলিমরা শিয়া মুসলিম ও কুর্দিদের বিরোধী।

সূত্র: আল-জাজিরা।

/এসএ/

সম্পর্কিত
চুক্তি হোক বা না হোক রাফাহতে ইসরায়েলি অভিযান চলবে: নেতানিয়াহু
হামাসকে ইসরায়েলের যুদ্ধবিরতি প্রস্তাব মেনে নেওয়ার আহ্বান ব্লিঙ্কেনের
গাজায় যুদ্ধবিরতি নাকি রাফাহতে হামলারাজনৈতিক সংশয়ের মুখোমুখি নেতানিয়াহু
সর্বশেষ খবর
বাংলাদেশের কৃষির পরিবর্তনে বৈশ্বিক অংশীদারত্বের সহযোগিতা করার অঙ্গীকার
বাংলাদেশের কৃষির পরিবর্তনে বৈশ্বিক অংশীদারত্বের সহযোগিতা করার অঙ্গীকার
সড়ক সম্প্রসারণকাজে ৩৪৩ গাছের মৃত্যু, জনমনে ক্ষোভ
সড়ক সম্প্রসারণকাজে ৩৪৩ গাছের মৃত্যু, জনমনে ক্ষোভ
ভারতে আজ তৃতীয় দফার ভোটগ্রহণ চলছে
ভারতে আজ তৃতীয় দফার ভোটগ্রহণ চলছে
বৃষ্টিতেই কাটলো ওয়াসার পানির সংকট
বৃষ্টিতেই কাটলো ওয়াসার পানির সংকট
সর্বাধিক পঠিত
মিল্টনের আশ্রমের দায়িত্ব যার হাতে গেলো
মিল্টনের আশ্রমের দায়িত্ব যার হাতে গেলো
চাসিভ ইয়ার ঘিরে হাজার হাজার সেনা জড়ো করছে রাশিয়া
চাসিভ ইয়ার ঘিরে হাজার হাজার সেনা জড়ো করছে রাশিয়া
যে শিশুকে পাচারের অভিযোগে মিল্টনের বিরুদ্ধে মামলা
যে শিশুকে পাচারের অভিযোগে মিল্টনের বিরুদ্ধে মামলা
যেভাবে অপহরণকারীদের কাছ থেকে পালিয়ে এলো স্কুলছাত্র
যেভাবে অপহরণকারীদের কাছ থেকে পালিয়ে এলো স্কুলছাত্র
আজও ঝোড়ো হাওয়াসহ শিলাবৃষ্টির আভাস
আজও ঝোড়ো হাওয়াসহ শিলাবৃষ্টির আভাস