X
বুধবার, ০৮ মে ২০২৪
২৫ বৈশাখ ১৪৩১

জঙ্গি-বিরোধী অভিযান সম্প্রচারের দায়ে ৯ নভেম্বর বন্ধ থাকবে এনডিটিভি

বিদেশ ডেস্ক
০৪ নভেম্বর ২০১৬, ১২:৪৮আপডেট : ০৪ নভেম্বর ২০১৬, ১২:৫৬
image

ভারতের পাঠানকোটে জঙ্গি হামলা এবং পরে নিরাপত্তাবাহিনীর অভিযান সরাসরি সম্প্রচারের দায়ে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি-র কার্যক্রম ২৪ ঘণ্টা বন্ধ রাখার নির্দেশ দিয়েছে দেশটির কেন্দ্রীয় সরকার। তথ্য এবং সম্প্রচার মন্ত্রণালয়ের আদেশ অনুযায়ী, ৯ নভেম্বর রাত ১২টা ১ মিনিট থেকে ১০ তারিখ রাত ১২টা ১ মিনিট পর্যন্ত এনডিটিভি-র সব রকমের সম্প্রচার বন্ধ থাকবে।

জঙ্গি-বিরোধী অভিযান সম্প্রচারের দায়ে ৯ নভেম্বর বন্ধ থাকবে এনডিটিভি

উল্লেখ্য, চলতি বছরের ২ জানুয়ারি দিবাগত রাতে পাঠানকোটের বিমানঘাঁটিতে হামলা চালায় বন্দুকধারীরা। ওই ঘটনায় ৬ হামলাকারী আর নিরাপত্তা বাহিনীর ৭ সদস্য নিহত হন। ঘটনার পর থেকেই হামলার পেছনে পাকিস্তানে নিষিদ্ধ ঘোষিত সশস্ত্র সংগঠন জয়েশ-ই-মোহাম্মদকেই দায়ী করে আসছে ভারত। তবে বেশ কয়েকটি সশস্ত্র সংগঠন নিয়ে গঠিত ‘দি ইউনাইটেড জিহাদ কাউন্সিল’ এ হামলার দায় স্বীকার করে।

ভারতের তথ্য এবং সম্প্রচার মন্ত্রণালয় জানিয়েছে, ‘এনডিটিভি চলতি বছরের জানুয়ারিতে পাঠানকোট বিমান ঘাঁটিতে হামলার স্পর্শকাতর তথ্য প্রকাশ করেছে। এজন্য তাদের কার্যক্রম এক দিন বন্ধ রাখার নির্দেশ দেয়া হয়েছে। ৯ নভেম্বর রাত ১২টা ১ মিনিট থেকে ১০ তারিখ রাত ১২টা ১ মিনিট পর্যন্ত এনডিটিভি-র সব রকমের সম্প্রচার বন্ধ থাকবে।’

তবে এনডিটিভি কর্তৃপক্ষ এসব অভিযোগ অস্বীকার করেছে। তাদের দাবি, এনডিটিভি সঠিকভাবেই ওই ঘটনার খবর সম্প্রচার করেছে।

পাঠানকোটে ভারতীয় সেনাদের সতর্ক অবস্থান (ফাইল ফটো)

এক বিবৃতিতে এনডিটিভি জানিয়েছে, ‘তথ্য এবং সম্প্রচার মন্ত্রণালয়ের আদেশ আমরা পেয়েছি। এটা খুবই হতাশাজনক যে, অন্যান্য সকল চ্যানেল ওই অভিযানের একই রকম কভারেজ দেওয়ার পরেও শুধু এনডিটিভি-কেই এজন্য শাস্তি দেওয়া হচ্ছে। এনডিটিভি এই আদেশের বিরুদ্ধে কি করা যায়, তা খতিয়ে দেখছে।’

মন্ত্রণালয়ের সূত্রের বরাত দিয়ে ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেস জানিয়েছে, একটি অন্তবর্তীকালীন কমিটি এই সিদ্ধান্ত নিয়েছে। সেখানে বলা হয়েছে, পাঠানকোটে জঙ্গি হামলার পর জঙ্গি-বিরোধী অভিযানের খবর সম্প্রচার করা হয় ওই চ্যানেলে। এর ফলে ভারতের কিছু স্পর্শকাতর কৌশলগত তথ্য প্রকাশ্যে চলে আসে। এ কারণেই এমন ব্যবস্থা নেওয়া হয়েছে। এবারই প্রথম ভারতীয় কোনও ভারতীয় গণমাধ্যমকে এ ধরনের শাস্তি দেওয়া হলো।

সূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস।

/এসএ/

সম্পর্কিত
নিজ্জার হত্যা: কানাডার আদালতে হাজির অভিযুক্ত তিন ভারতীয়
কাঁটাতার পেরিয়ে ভোট দিলেন তারা
আমি মুসলিম ও ইসলামবিরোধী নই: মোদি
সর্বশেষ খবর
দুবাইতে মুদ্রার উল্টো পিঠও দেখলেন ফাহাদ
দুবাইতে মুদ্রার উল্টো পিঠও দেখলেন ফাহাদ
মহাখালী বাস টার্মিনাল এলাকায় অবৈধ দোকান উচ্ছেদ
মহাখালী বাস টার্মিনাল এলাকায় অবৈধ দোকান উচ্ছেদ
এক ঝড়ে বঙ্গোপসাগরে একসঙ্গে ডুবলো ২০ ট্রলার
এক ঝড়ে বঙ্গোপসাগরে একসঙ্গে ডুবলো ২০ ট্রলার
২৫ মে বিশ্ব ফুটবল দিবস
২৫ মে বিশ্ব ফুটবল দিবস
সর্বাধিক পঠিত
ব্যারিস্টার সুমনকে একহাত নিলেন চুন্নু
ব্যারিস্টার সুমনকে একহাত নিলেন চুন্নু
গ্রাম আদালত বিল পাস, জরিমানা বাড়লো চার গুণ
গ্রাম আদালত বিল পাস, জরিমানা বাড়লো চার গুণ
শনিবারে স্কুল খোলা: আন্দোলন করলে বাতিল হতে পারে এমপিও
শনিবারে স্কুল খোলা: আন্দোলন করলে বাতিল হতে পারে এমপিও
শেখ হাসিনাই হচ্ছেন ভারতে নতুন সরকারের প্রথম বিদেশি অতিথি
শেখ হাসিনাই হচ্ছেন ভারতে নতুন সরকারের প্রথম বিদেশি অতিথি
প্রথম ধাপের উপজেলা নির্বাচন আজ
প্রথম ধাপের উপজেলা নির্বাচন আজ