X
শনিবার, ২৭ এপ্রিল ২০২৪
১৪ বৈশাখ ১৪৩১

শীর্ষ দুই হোয়াইট হাউস কর্মকর্তার নিয়োগ চূড়ান্ত করলেন ট্রাম্প

বিদেশ ডেস্ক
১৪ নভেম্বর ২০১৬, ১০:১৮আপডেট : ১৪ নভেম্বর ২০১৬, ১০:১৮
image





শীর্ষ দুই হোয়াইট হাউস কর্মকর্তার নিয়োগ চূড়ান্ত করলেন ট্রাম্প সরকারের শীর্ষ দুই পদে নিয়োগ চূড়ান্ত করেছেন নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বিভিন্ন আন্তর্জাতিক সংবাদমাধ্যম জানিয়েছে, ট্রাম্প প্রশাসনের শীর্ষ দুই সহযোগী হিসেবে রিপাবলিকান পার্টির এক শীর্ষ কর্মকর্তা এবং একটি রক্ষণশীল মিডিয়ার প্রধান ব্যক্তিকে নিয়োগ দেওয়ার সিদ্ধান্ত চূড়ান্ত করেছেন ট্রাম্প।



রবিবার এক বিবৃতিতে এই দুই শীর্ষ ব্যক্তির নিয়োগ সম্পর্কে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়।
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির খবরে বলা হয়েছে, রিপাবলিকান ন্যাশনাল কমিটি –আরএনসির চেয়ারম্যান রেইন্স পায়ারবাসকে চিপ অব স্টাফ হিসেবে নিয়োগ দেওয়ার সিদ্ধান্ত চূড়ান্ত করেছেন ট্রাম্প। উল্লেখ্য, চিফ অব স্টাফ পদটি হোয়াইট হাউসের সর্বোচ্চ কর্মকর্তার পদ। প্রেসিডেন্টের ব্যক্তিগত সচিবের (পার্সোনাল সেক্রেটারি) মতো কাজ করেন ওই পদে থাকা ব্যক্তি। এই পদে নিয়োগ পাওয়া রেইন্স পায়ারবাস হাউস স্পিকার পল রায়ানের ঘনিষ্ঠ এবং রিপাবলিকান দলের বহু পুরনো বিশ্বস্ত সঙ্গী।
এদিকে ট্রাম্পের মুখ্য স্ট্র্যাটেজিক কর্মকর্তা ও সিনিয়র কাউন্সেলর হিসেবে কাজ করবেন তীব্র রক্ষণশীল সংবাদমাধ্যম ব্রিটবার্ট নিউজ নেটওয়ার্কের স্টিভ বেনন। তিনি ট্রাম্পের প্রচারণা দলের প্রধান হিসেবে কাজ করেছেন। তবে পদাধিকারে বেনন রেইন্সের সমমর্যাদার না হলেও তিনি ট্রাম্পের কাছে বেশি গুরুত্ব পাবেন বলে আভাস পাওয়া গেছে।
গার্ডিয়ানের খবরে বলা হয়েছে, বেনানের পদটি সুস্পষ্ট না হলেও তার নামই আগে ঘোষণা করা হয়। বলা হয়, যৌথ অংশীদারত্বের ভিত্তিতে কাজ করবেন চিপ অব স্টাফ রেইন্স পায়ারবাস এবং চিফ স্ট্র্যাটেজিক অফিসার ও সিনিয়র কাউন্সেলর হিসেবে কাজ করবেন তীব্র রক্ষণশীল সংবাদমাধ্যম ব্রিটবার্ট নিউজ নেটওয়ার্কের স্টিভ বেনন।
/বিএ/

সম্পর্কিত
তাইওয়ানের কাছাকাছি আবারও সামরিক কার্যকলাপ চালালো চীন
লোহিত সাগরে আরেক তেলবাহী জাহাজে হুথিদের ক্ষেপণাস্ত্র হামলা
যুক্তরাষ্ট্রে ইসরায়েলবিরোধী বিক্ষোভস্নাতক অনুষ্ঠান বাতিল করলো ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়
সর্বশেষ খবর
ঘামে ভেজা চুলের যত্নে কী করবেন
ঘামে ভেজা চুলের যত্নে কী করবেন
ইউক্রেনের তিনটি অঞ্চলের জ্বালানি স্থাপনায় রুশ হামলা
ইউক্রেনের তিনটি অঞ্চলের জ্বালানি স্থাপনায় রুশ হামলা
সাম্প্রদায়িক সম্প্রীতিকে সুসংহত করতে হবে: ধর্মমন্ত্রী
সাম্প্রদায়িক সম্প্রীতিকে সুসংহত করতে হবে: ধর্মমন্ত্রী
কেন ধর্ষণের মতো অপরাধে জড়াচ্ছে কিশোররা?
কেন ধর্ষণের মতো অপরাধে জড়াচ্ছে কিশোররা?
সর্বাধিক পঠিত
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
কুষ্টিয়ায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
কুষ্টিয়ায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
দক্ষিণে ‘ডায়াবেটিক ধানের’ প্রথম চাষেই বাম্পার ফলন, বীজ পাবেন কই?
দক্ষিণে ‘ডায়াবেটিক ধানের’ প্রথম চাষেই বাম্পার ফলন, বীজ পাবেন কই?
আজকের আবহাওয়া: দুই বিভাগ ছাড়া কোথাও বৃষ্টির আভাস নেই
আজকের আবহাওয়া: দুই বিভাগ ছাড়া কোথাও বৃষ্টির আভাস নেই