X
বৃহস্পতিবার, ০২ মে ২০২৪
১৯ বৈশাখ ১৪৩১

ট্রাম্পের মিত্রতা প্রত্যাশা করছেন আসাদ

বিদেশ ডেস্ক
১৬ নভেম্বর ২০১৬, ০৯:১১আপডেট : ১৬ নভেম্বর ২০১৬, ০৯:২৭
image

সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদ মার্কিন নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মিত্রতা প্রত্যাশা করছেন। এক সাক্ষাৎকারে আসাদ বলেছেন, ট্রাম্পের নির্বাচনি প্রতিশ্রুতি অনুযায়ী সন্ত্রাসের বিরুদ্ধে যুদ্ধ অভিযান চালিয়ে গেলে তিনি সিরিয়ার ‘স্বাভাবিক মিত্রে’ পরিণত হতে পারেন।

সাক্ষাৎকারে আসাদ

পর্তুগালের রাষ্ট্র নিয়ন্ত্রিত আরটিপি টেলিভিশন নেটওয়ার্ককে দেওয়া সাক্ষাৎকারে আসাদ এসব কথা বলেন।

আসাদ বলেন, ‘ট্রাম্প সামনে কি করবেন, সে সম্পর্কে আমরা এখনও নিশ্চিত নয়। কিন্তু তিনি যদি সন্ত্রাসীদের বিরুদ্ধে যুদ্ধ চালিয়ে যান, তাহলে তিনি আমাদের স্বাভাবিক মিত্রে পরিণত হবেন। রাশিয়া ও ইরানসহ আরও অনেক দেশ যেমন সন্ত্রাস বিরোধী যুদ্ধে আমাদের মিত্রে পরিণত হয়েছে। তেমনি তিনিও আমাদের মিত্র হতে পারেন।’

ওই সাক্ষাৎকারে আসাদ আরও বলেন, ‘মধ্যপ্রাচ্যভিত্তিক জঙ্গি সংগঠন ইসলামিক স্টেট (আইএস)-এর বিরুদ্ধে যুদ্ধ করবেন বলে নির্বাচনি প্রচারাভিযানে ট্রাম্প যে প্রতিশ্রুতি দিয়েছেন, তা উৎসাহব্যাঞ্জক। কিন্তু মার্কিন প্রশাসন ও সংবাদমাধ্যমের প্রচারণাকে তিনি কিভাবে সামলাবেন, সে সম্পর্কে আমরা এখনও নিশ্চিত নয়। এজন্য তার সম্পর্কে এখনই নিশ্চিত কোনও সিদ্ধান্তে পৌঁছানো যাচ্ছে না।’

মার্কিন সংবাদমাধ্যম ওয়াল স্ট্রিটকে দেওয়া এক সাক্ষাৎকারে ডোনাল্ড ট্রাম্প বলেছেন, আসাদকে উৎখাত করার চেয়ে সিরিয়ায় আইএসকে পরাজিত করার ওপর বেশি গুরুত্ব দেবে তার প্রশাসন। ওয়াল স্ট্রিটকে ট্রাম্প বলেছিলেন, ‘সিরিয়া ইস্যুতে অনেক মানুষের চেয়ে আমার ভিন্ন মত রয়েছে। আমার দৃষ্টিভঙ্গি হচ্ছে, ‘আপনারা সিরিয়ার সঙ্গে লড়াই করছেন, সিরিয়া আইএস-এর সঙ্গে লড়াই করছে, আপনাদেরকে আইএস থেকে মুক্তি পেতে হবে। রাশিয়া সিরিয়ার সঙ্গে পুরোপুরি যুক্ত হয়ে গেছে। এখন ইরান ক্ষমতাশালী হচ্ছে। এ দেশটিও সিরিয়ার সঙ্গে বন্ধুত্ব গড়েছে। এখন আমরা সিরিয়ার বিদ্রোহীদের সমর্থন দিচ্ছি এবং আমাদের কোনও ধারণা নেই যে এ লোকগুলো কারা।’

রাশিয়ার সঙ্গে আসাদের মিত্রতা এবং নির্বাচনি প্রচারণার সময় পুতিন ও সিরিয়ার যুদ্ধ সম্পর্কে ট্রাম্পের বক্তব্য থেকেই আসাদ এমন মন্তব্য করেছেন বলে মনে করা হচ্ছে।

ওই সাক্ষাৎকারে আসাদ মার্কিন পররাষ্ট্রনীতির সমালোচনা করে বলেন, ‘তারা মনে করছে, তারাই বিশ্বের পুলিশ, তারাই বিচারক। কিন্তু তারা তা নন।’

তিনি তুর্কি প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোয়ানকে ‘অসুস্থ’ উল্লেখ করে বলেছেন, ‘তিনি মানসিক অসুস্থতায় ভুগছেন। বাস্তবতার ধারে কাছেও তিনি নেই।’

সিরিয়ান অবজারভেটরি তাদের নিজস্ব পর্যবেক্ষণ সূত্রে সিরিয়ার গৃহযুদ্ধে চার লাখেরও বেশি মানুষের মৃত্যুর আশঙ্কার কথা জানিয়েছে। এর আগে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স-এর খবরে বলা হয়, ২০১১ সালের ১৮ মার্চ গৃহযুদ্ধ শুরুর পর থেকে এ পর্যন্ত তারা তিন লাখ ১ হাজার ৭৮১ জনের প্রাণহানি সম্পর্কে নিশ্চিত হয়েছেন। তবে নিহতের প্রকৃত সংখ্যা এর চেয়েও অনেক বেশি হবে বলে দাবি করেছেন তারা। সিরিয়ান অবজারভেটরি বলছে, ওই যুদ্ধে এখন পর্যন্ত প্রাণহানির সংখ্যা চার লাখ ৩০ হাজারের কাছাকাছি হবে।

সিরিয়ার চলমান সংকট নিয়ে রাশিয়া ও যুক্তরাষ্ট্রের বর্তমান অবস্থান বিপরীতমুখী। বর্তমান প্রেসিডেন্ট বাশার আল-আসাদকে ক্ষমতাচ্যুত করতে চায় যুক্তরাষ্ট্র। এ জন্য তারা আসাদ সরকারের বিদ্রোহ ঘোষণাকারী সশস্ত্র গোষ্ঠীগুলোকে সামরিক সহযোগিতা করছে। অভিযোগ রয়েছে, তারা মধ্যপ্রাচ্যভিত্তিক জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেটের (আইএস) বিরুদ্ধে বিমান হামলার নামে সরকারি বাহিনীর ওপর হামলা চালাচ্ছে। আর রাশিয়া বাশার আল-আসাদকেই ক্ষমতায় দেখতে চায়। তারা আসাদ সরকারের সমর্থনে আইএস ও বিদ্রোহীদের বিরুদ্ধে বিমান হামলা চালাচ্ছে বলেও অভিযোগ রয়েছে। সিরিয়ার গৃহযুদ্ধকে মার্কিন-রুশ ‘ছায়াযুদ্ধ’ বলেও মনে করছেন অনেকে।

তবে মার্কিন নির্বাচনে ট্রাম্প নির্বাচিত হওয়ার পর সিরিয়া যুদ্ধে নতুন মোড় আসতে পারে বলে ধারণা করা হচ্ছে। জানুয়ারির ২০ তারিখ শপথ গ্রহণ করতে যাচ্ছেন ডোনাল্ড ট্রাম্প।

সূত্র: বিবিসি।

/এসএ/

সম্পর্কিত
মার্কিন ও ব্রিটিশ কর্মকর্তাদের ওপর ইরানের নিষেধাজ্ঞা
উ. কোরিয়ার হুমকির মুখে কূটনৈতিক সতর্কতা বাড়ালো দ. কোরিয়া
‘যুক্তরাষ্ট্রে ৯০০ শিক্ষার্থী গ্রেফতারের ঘটনা বিএনপির অত্যাচারের কথা মনে করিয়ে দেয়’
সর্বশেষ খবর
গাজায় যুদ্ধ বন্ধে যুক্তরাজ্যকে পাশে চায় বাংলাদেশ
গাজায় যুদ্ধ বন্ধে যুক্তরাজ্যকে পাশে চায় বাংলাদেশ
গাজীপুরে রাস্তার পাশে পড়ে ছিল পোশাকশ্রমিকের লাশ
গাজীপুরে রাস্তার পাশে পড়ে ছিল পোশাকশ্রমিকের লাশ
আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতা নিশ্চিতে কাজ করছে সেনাবাহিনী
আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতা নিশ্চিতে কাজ করছে সেনাবাহিনী
বেল পাড়া নিয়ে সংঘর্ষে স্বেচ্ছাসেবক লীগ নেতা নিহত
বেল পাড়া নিয়ে সংঘর্ষে স্বেচ্ছাসেবক লীগ নেতা নিহত
সর্বাধিক পঠিত
মিল্টন সমাদ্দার আটক
মিল্টন সমাদ্দার আটক
পরীক্ষা-নিরীক্ষা শেষ, খুলনা-মোংলায় শুরু হচ্ছে ট্রেন চলাচল
পরীক্ষা-নিরীক্ষা শেষ, খুলনা-মোংলায় শুরু হচ্ছে ট্রেন চলাচল
তীব্র তাপপ্রবাহ যেখানে আশীর্বাদ
তীব্র তাপপ্রবাহ যেখানে আশীর্বাদ
মিল্টন সমাদ্দারের বিরুদ্ধে যেসব অভিযোগ তদন্ত করবে ডিবি
মিল্টন সমাদ্দারের বিরুদ্ধে যেসব অভিযোগ তদন্ত করবে ডিবি
পদ্মা নদীতে চুবানো নিয়ে যা বললেন ড. ইউনূস
পদ্মা নদীতে চুবানো নিয়ে যা বললেন ড. ইউনূস