X
শুক্রবার, ০৩ মে ২০২৪
১৯ বৈশাখ ১৪৩১

ইরাকি বাহিনীর বিমান হামলায় ৫৫ বেসামরিক নিহত

বিদেশ ডেস্ক
০৮ ডিসেম্বর ২০১৬, ০৯:১৪আপডেট : ০৮ ডিসেম্বর ২০১৬, ০৯:২৩
image

ইরাকের আইএস নিয়ন্ত্রিত আল-কায়েম শহরে চালানো বিমান হামলায় অন্তত ৫৫ জন বেসামরিক মানুষ নিহত হয়েছেন বলে স্থানীয় হাসপাতাল কর্তৃপক্ষ নিশ্চিত করেছে। ইরাকি কর্তৃপক্ষ দাবি করেছে, ‘ভুল করে’ বেসামরিক এলাকায় তারা ওই হামলা চালিয়েছে। 

ইরাকি বাহিনীর যুদ্ধবিমান

বুধবার শহরের একটি বাজারে বেতন নেওয়ার জন্য জড়ো হয়েছিলেন কিছু মানুষ। সেখানেই হামলা চালায় ইরাকি বাহিনী। ওই হামলায় নিহত ৫৫ জনের মধ্যে বেশ কয়েকজন নারী ও শিশু রয়েছে। হামলায় বেশ কয়েকজন আহত হয়েছেন বলে কর্তৃপক্ষের বরাত দিয়ে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা জানিয়েছে।

ইরাকের আনবার প্রদেশের জ্যেষ্ঠ রাজনীতিক আহমেদ আল-সালমানি এবং হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, ওই বিমান হামলায় অন্তত ৫৫ জন নিহত হয়েছেন।

আনবার প্রদেশের পার্লামেন্ট সদস্য মোহাম্মদ আল-কারবোলি তার ফেসবুক পেইজে এক বিবৃতিতে বলেছেন, বেসামরিক মানুষদের ওপর ইরাকি বাহিনীর হামলার ঘটনা এবারই প্রথম নয়।

ইরাকি বাহিনীর বিমান হামলায় বিধ্বস্ত ভবন

তিনি আরও বলেন, ‘আমরা বেসামরিকদের ওপর বারংবার চালানো এসব হামলায় জড়িতদের পেছেনে কারা রয়েছেন, তা খুঁজে বের করতে একটি কমিশন গঠনের আহ্বান জানাই। ভুলবশত চালানো এসব হামলায় আমাদের বাহিনী প্রশ্নবিদ্ধ হয়েছে।’

কারবোলি মনে করেন, বেসামরিক নাগরিকদের ওপর চালানো হামলা মধ্যপ্রাচ্যভিত্তিক জঙ্গি সংগঠন ইসলামিক স্টেট (আইএস)-কে তাদের প্রপাগান্ডা চালানোর সুযোগ করে দেয়।

এদিকে, আইএস-এর কথিত বার্তাসংস্থা আমাক-এ দাবি করা হয়, ইরাকি বাহিনীর বিমান হামলায় অন্তত ৬০ জন নিহত হয়েছেন।

সূত্র: আল-জাজিরা।

/এসএ/ 

সম্পর্কিত
চুক্তি হোক বা না হোক রাফাহতে ইসরায়েলি অভিযান চলবে: নেতানিয়াহু
হামাসকে ইসরায়েলের যুদ্ধবিরতি প্রস্তাব মেনে নেওয়ার আহ্বান ব্লিঙ্কেনের
গাজায় যুদ্ধবিরতি নাকি রাফাহতে হামলারাজনৈতিক সংশয়ের মুখোমুখি নেতানিয়াহু
সর্বশেষ খবর
ম্যানচেস্টার ইউনাইটেডে সকার স্কুলের বাছাইয়ে ৩ বাংলাদেশি কিশোর
ম্যানচেস্টার ইউনাইটেডে সকার স্কুলের বাছাইয়ে ৩ বাংলাদেশি কিশোর
দীর্ঘ অপেক্ষার পর ঢাকায় স্বস্তির বৃষ্টি, কমলো তাপমাত্রা
দীর্ঘ অপেক্ষার পর ঢাকায় স্বস্তির বৃষ্টি, কমলো তাপমাত্রা
রোমাঞ্চকর ম্যাচে ১ রানের নাটকীয় জয় হায়দরাবাদের 
রোমাঞ্চকর ম্যাচে ১ রানের নাটকীয় জয় হায়দরাবাদের 
মামুনুল হকের জন্য কাশিমপুর কারাগারের সামনে ভক্তদের ভিড়
মামুনুল হকের জন্য কাশিমপুর কারাগারের সামনে ভক্তদের ভিড়
সর্বাধিক পঠিত
পদ্মা নদীতে চুবানো নিয়ে যা বললেন ড. ইউনূস
পদ্মা নদীতে চুবানো নিয়ে যা বললেন ড. ইউনূস
পরীক্ষা-নিরীক্ষা শেষ, খুলনা-মোংলায় শুরু হচ্ছে ট্রেন চলাচল
পরীক্ষা-নিরীক্ষা শেষ, খুলনা-মোংলায় শুরু হচ্ছে ট্রেন চলাচল
আরও কমলো সোনার দাম
আরও কমলো সোনার দাম
অষ্টম শ্রেণি পর্যন্ত শিক্ষা অবৈতনিক হচ্ছে
অষ্টম শ্রেণি পর্যন্ত শিক্ষা অবৈতনিক হচ্ছে
লাউ খেলে মিলবে এই ৮ উপকারিতা
লাউ খেলে মিলবে এই ৮ উপকারিতা