X
মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪
১৬ বৈশাখ ১৪৩১

মুসলিম নারীকে প্রধানমন্ত্রী বানাতে নারাজ রোমানিয়ার প্রেসিডেন্ট

বিদেশ ডেস্ক
২৭ ডিসেম্বর ২০১৬, ২২:২৭আপডেট : ২৭ ডিসেম্বর ২০১৬, ২২:২৭
image

সেভিল শাইদেহ রোমানিয়ার প্রেসিডেন্ট দেশটির প্রধানমন্ত্রী পদের জন্য সোশ্যাল ডেমোক্র্যাটিক পার্টির (পিএসডি) এক মুসলিম নারী প্রার্থীর আবেদনকে খারিজ করে দিয়েছেন। এই আবেদন খারিজ না হলে তিনি হতেন দেশটির প্রথম নারী এবং প্রথম মুসলিম প্রধানমন্ত্রী।  

নির্বাচনে জয়ী হওয়ার পর পিএসডি-র পক্ষ থেকে সেভিল শাইদেহকে প্রধানমন্ত্রী পদের জন্য মনোনীত করা হয়। আর তা মনোনয়নের জন্য পাঠানো হয় প্রেসিডেন্টের কাছে। কিন্তু কোনও সুনির্দিষ্ট কারণ না দেখিয়েই রোমানিয়ার প্রেসিডেন্ট ক্লস আইওহানিস প্রধানমন্ত্রী পদের জন্য শাইদেহর আবেদন খারিজ করেন।

ধারণা করা হচ্ছে, স্বামীর জাতিগত পরিচয়ের কারণেই সেভিল শাইদেহর আবেদনকে খারিজ করা হয়েছে। তার স্বামী একজন সিরীয় ব্যবসায়ী। উল্লেখ্য, শাইদেহ জাতিগতভাবে তুর্কি। রোমানিয়াতে প্রায় ৬৫ হাজার তুর্কি মুসলিম রয়েছেন।  

ক্লস আইওহানিস টেলিভিশনে দেওয়া এক বিবৃতিতে বলেন, ‘আমি ওই আবেদনের পক্ষ-বিপক্ষের সকল যুক্তি-তর্ক শোনার পর তা বিশ্লেষণ করে এই সিদ্ধান্ত নিয়েছি। আমি পিএসডি-কে অন্য কোনও প্রার্থীর নাম প্রস্তাব করার আহ্বান জানিয়েছি।’ তবে তিনি বিবৃতিতে তার সিদ্ধান্তের পেছনে কোনও যুক্তি দেখাননি।

উল্লেখ্য, গত ১১ ডিসেম্বর অনুষ্ঠিত নির্বাচনে পিএসডি ৪৫ শতাংশ ভোট পেয়ে জয়ী হয়। পিএসডি নেতৃত্বাধীন জোট পার্লামেন্টের ৪৬৫ আসনের মধ্যে ২৫০টিরও বেশি আসনে জয়ী হয়। কিন্তু দলটির শীর্ষ নেতা লিভিউ ড্রাগনিয়া তার ওপর ভোট কারচুপির অভিযোগে দুই বছরের জন্য প্রধানমন্ত্রী পদের জন্য নিষিদ্ধ হন। তাই তিনি তার আস্থাভাজন সেভিল শাইদেহর নাম প্রধানমন্ত্রী পদের জন্য প্রস্তাব করেন।

সূত্র: দ্য গার্ডিয়ান।

/এসএ/

সম্পর্কিত
ইংলিশ চ্যানেল পাড়ি দিতে গিয়ে অন্তত ৫ অভিবাসী নিহত
ইউরোপে স্বাস্থ্যের জন্য ক্ষতিকর তাপমাত্রা বাড়ছে
রুশ বিদ্যুৎকেন্দ্রে ইউক্রেনের হামলা, ৫০টি ড্রোন ভূপাতিতের দাবি মস্কোর
সর্বশেষ খবর
স্বর্ণপামে ৯ বিচারক: সর্বকনিষ্ঠ আদিবাসী লিলি, আছেন বন্ডকন্যাও
কান উৎসব ২০২৪স্বর্ণপামে ৯ বিচারক: সর্বকনিষ্ঠ আদিবাসী লিলি, আছেন বন্ডকন্যাও
‘“সুলতান পদক” পেয়ে আমি গর্বিত ও ধন্য’
‘“সুলতান পদক” পেয়ে আমি গর্বিত ও ধন্য’
বুয়েটকে হিজবুত তাহরীর-মুক্ত করতে ৬ শিক্ষার্থীর স্মারকলিপি
বুয়েটকে হিজবুত তাহরীর-মুক্ত করতে ৬ শিক্ষার্থীর স্মারকলিপি
বরুণের স্পিনের পর সল্ট ঝড়ে দিল্লিকে হারালো কলকাতা
বরুণের স্পিনের পর সল্ট ঝড়ে দিল্লিকে হারালো কলকাতা
সর্বাধিক পঠিত
‘পুলিশ’ স্টিকার লাগানো গাড়িতে অভিযান চালাবে পুলিশ
‘পুলিশ’ স্টিকার লাগানো গাড়িতে অভিযান চালাবে পুলিশ
শরীরের তাপ কমায় এই ৮ খাবার
শরীরের তাপ কমায় এই ৮ খাবার
আজ কি বৃষ্টি হবে?
আজ কি বৃষ্টি হবে?
জালিয়াতির মামলায় সাবেক ব্যাংক কর্মকর্তার ২৬ বছরের কারাদণ্ড
জালিয়াতির মামলায় সাবেক ব্যাংক কর্মকর্তার ২৬ বছরের কারাদণ্ড
মঙ্গলবার দুই বিভাগের সব, তিন বিভাগের আংশিক শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে
মঙ্গলবার দুই বিভাগের সব, তিন বিভাগের আংশিক শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে