X
রবিবার, ২৮ এপ্রিল ২০২৪
১৫ বৈশাখ ১৪৩১

রাশিয়া-তুরস্কের মধ্যস্থতায় সিরিয়ার অস্ত্রবিরতি চুক্তি কার্যকর

বিদেশ ডেস্ক
৩০ ডিসেম্বর ২০১৬, ১০:৫৩আপডেট : ৩০ ডিসেম্বর ২০১৬, ১০:৫৫
image

সিরিয়ায় অস্ত্রবিরতি চুক্তি কার্যকর সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদের অনুগত বাহিনী ও বিদ্রোহীদের মধ্যে অস্ত্রবিরতি কার্যকর হয়েছে। ওই অস্ত্রবিরতিতে মধ্যস্থতা করে রাশিয়া ও তুরস্ক।  

স্থানীয় সময় বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) মধ্যরাত থেকে কার্যকর হওয়া ওই অস্ত্রবিরতি চুক্তিতে মধ্যপ্রাচ্যভিত্তিক জঙ্গি সংগঠন ইসলামিক স্টেট (আইএস), আন্তর্জাতিক জঙ্গি সংগঠন আল-কায়েদা সংশ্লিষ্ট জাবাথ ফাতেহ আল-শাম এবং কুর্দি ওয়াইপিজি বিদ্রোহীরা বাদে অন্যান্য সিরীয় সশস্ত্র বিদ্রোহী সংগঠন অংশ নিয়েছে বলে জানা গেছে।

এই যুদ্ধ বিরতির ‍আওতায় প্রেসিডেন্ট বাশার আল-আসাদের সরকারি বাহিনী ৬২ হাজার বিদ্রোহীর ওপর আর কোনও হামলা চালাবে না। অপরদিকে, বিদ্রোহীরাও সরকারি বাহিনী বা সরকার নিয়ন্ত্রিত অঞ্চলে কোনও হামলা চালাবে না।

সিরিয়ার বেশিরভাগ এলাকায় বুধবার থেকেই অস্ত্রববিরতি কার্যকর হয়। আর যদি তা পরবর্তীতেও কার্যকর থাকে, তাহলে এক মাসের মধ্যেই উভয় পক্ষের মধ্যে শুরু হবে শান্তি আলোচনা। আর অনুষ্ঠিত হবে ‍কাজাখস্তানের রাজধানী আস্তানায়।

যুক্তরাজ্যভিত্তিক মানবাধিকার পর্যবেক্ষক সংগঠন সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানিয়েছে, অস্ত্রবিরতির প্রথম কয়েক ঘণ্টায় কোনও গোলাগুলির শব্দ পাওয়া যায়নি। তবে পরে হামা প্রদেশে সরকার ও বিদ্রোহীদের মধ্যে সংঘর্ষের খবর পাওয়া গেছে।

সিরিয়ার গৃহযুদ্ধে রাশিয়া আসাদের মিত্র হিসেবে ভূমিকা রেখে এলেও, তুরস্ক বরাবরই আসাদ-বিরোধী বিদ্রোহীদের মদদ দিয়ে এসেছে। কিন্তু চলতি বছরের জুলাইয়ে ব্যর্থ সেনা অভ্যুত্থানকে কেন্দ্র করে মার্কিন কর্তৃপক্ষের সঙ্গে তুর্কি প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোয়ানের সম্পর্কের অবনতি ঘটে। তুরস্ক ওই সেনা অভ্যুত্থান চেষ্টার জন্য যুক্তরাষ্ট্রের নির্বাসিন ইসলামি তাত্ত্বিক ফেতুল্লাহ গুলেনকে দায়ী করে আসছে। আর মার্কিন প্রশাসনের সঙ্গে সম্পর্কের অবনতিতে দামেস্ক-আঙ্কারা-মস্কোর হিসাব-নিকাশেই পরিবর্তন আসে। আগে যেখানে আসাদের পতনের পর রাজনৈতিক সমাধানের কথা বলতো তুর্কি সরকার, সেখানে এখন তারা আসাদকে নিয়েই সিরিয়া সংঘাতের শান্তিপূর্ণ রাজনৈতিক সমাধান চাইছে।

২০১১ সালে শুরু হওয়া সিরিয়ার গৃহযুদ্ধে চার লাখেরও বেশি মানুষ নিহত হয়েছেন বলে ধারণা করা হয়। তবে প্রকৃত নিহতের হিসাব এখনও নির্দিষ্ট করা সম্ভব হয়নি। গৃহযুদ্ধে লাখ লাখ মানুষ ঘরহারা হয়ে প্রাণ বাঁচাতে পার্শ্ববর্তী দেশগুলোতে আশ্রয় নিয়েছে।   

সূত্র: রয়টার্স।

/এসএ/

সম্পর্কিত
ইসরায়েলের আকরে শহরে হামলার দাবি করলো হিজবুল্লাহ
গাজার হাসপাতালে গণকবর, আতঙ্কিত জাতিসংঘ মানবাধিকার প্রধান
ইংলিশ চ্যানেল পাড়ি দিতে গিয়ে অন্তত ৫ অভিবাসী নিহত
সর্বশেষ খবর
বার্সেলোনার ‘প্রতিশোধ’ মাদ্রিদ ওপেনে নিলেন নাদাল
বার্সেলোনার ‘প্রতিশোধ’ মাদ্রিদ ওপেনে নিলেন নাদাল
অস্ত্র ও গুলিসহ ৫ রোহিঙ্গা সন্ত্রাসী আটক
অস্ত্র ও গুলিসহ ৫ রোহিঙ্গা সন্ত্রাসী আটক
পরীমণির মাদক মামলায় সাক্ষ্যগ্রহণ পেছালো
পরীমণির মাদক মামলায় সাক্ষ্যগ্রহণ পেছালো
রুমায় জঙ্গলে পড়ে ছিল গুলিবিদ্ধ দুই মরদেহ
রুমায় জঙ্গলে পড়ে ছিল গুলিবিদ্ধ দুই মরদেহ
সর্বাধিক পঠিত
ইমিগ্রেশনেই খারাপ অভিজ্ঞতা বিদেশি পর্যটকদের
ইমিগ্রেশনেই খারাপ অভিজ্ঞতা বিদেশি পর্যটকদের
এমন আবহাওয়া আগে দেখেনি ময়মনসিংহের মানুষ
এমন আবহাওয়া আগে দেখেনি ময়মনসিংহের মানুষ
তাপপ্রবাহে যেভাবে চলবে শ্রেণি কার্যক্রম
প্রাক-প্রাথমিক বন্ধই থাকছেতাপপ্রবাহে যেভাবে চলবে শ্রেণি কার্যক্রম
বিক্রি না করে মজুত, গুদামে পচে যাচ্ছে আলু
বিক্রি না করে মজুত, গুদামে পচে যাচ্ছে আলু
ভূমি ব্যবস্থাপনায় চলছে জরিপ, যেসব কাগজ প্রস্তুত রাখতে হবে
ভূমি ব্যবস্থাপনায় চলছে জরিপ, যেসব কাগজ প্রস্তুত রাখতে হবে