X
রবিবার, ১৯ মে ২০২৪
৫ জ্যৈষ্ঠ ১৪৩১

ইস্তানবুল হামলায় নিহত বেড়ে ৩৯, বিদেশি নাগরিক অন্তত ১৫ জন

বিদেশ ডেস্ক
০১ জানুয়ারি ২০১৭, ১৪:৩১আপডেট : ০১ জানুয়ারি ২০১৭, ১৬:১৯

ইস্তানবুল হামলায় নিহত বেড়ে ৩৯, বিদেশি নাগরিক অন্তত ১৫ জন ইস্তানবুলের ওরকাটয় এলাকায় রেইনা নৈশক্লাবের হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৯ জনে দাঁড়িয়েছে। হামলাকারীর খোঁজে অভিযান শুরু হয়েছে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে। রয়টার্স এবং প্রভাবশালী ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান জানিয়েছে,  

ওরকাটয় এলাকায় রেইনা নৈশক্লাবে শনিবার দিবাগত রাত ১টার পরপর এ হামলা চালায় সন্ত্রাসীরা।

ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে জানানো হয়, স্থানীয় সময় গতকাল শনিবার দিবাগত রাত সোয়া একটার দিকে এই হামলা হয়। দূরপাল্লার আগ্নেয়াস্ত্র নিয়ে একজন সন্ত্রাসী নির্মমভাবে নববর্ষ উদযাপনরত নিরীহ লোকজনের ওপর গুলি চালায়।’

ইস্তানবুলের গভর্নর ভ্যাসিপ শাহিন প্রাথমিকভাবে জানান, বন্দুকধারীর গুলিতে কমপক্ষে ৩৫ জন নিহত হওয়ার পাশাপাশি আহত হয়েছে কমপক্ষে ৪০ জন।পরে রয়টার্স এবং গার্ডিয়ান পুলিশ সূত্রের বরাত দিয়ে  ৩৯ জনের প্রাণহানির খবর নিশ্চিত করে। তুরস্কের স্বরাষ্ট্র মন্ত্রীর বরাত দিয়ে নিহতদের মধ্যে ১৫ থেকে ১৬ জন বিদেশি নাগরিক থাকার কথা জানিয়েছে রয়টার্স। আর পুলিশ সূত্রের বরাত দিয়ে সুনির্দিষ্ট করে গার্ডিয়ান নিহতদের মধ্যে ১৫ জন বিদেশি নাগরিক থাকার কথা জানিয়েছে।

তুরস্কের স্বরাষ্ট্রমন্ত্রী সুলেয়মান সয়লু আরও জানিয়েছেন. হাসপাতালে ভর্তি রয়েছেন ৬৯ জন। এদের মধ্যে ৪ জনের অবস্থা আশঙ্কাজনক। হামলাকারীর খোঁজে অভিযান শুরু হওয়ার কথাও জানিয়েছেন তিনি। সুলেয়মান সয়লু সাংবাদিকদের বলেন, ‘হামলাকারীকে খোঁজা শুরু হয়েছে। পুলিশ সন্দেহভাজনদের ধরতে অভিযান পরিচালনা করছে। আশা করি শিগগির হামলাকারী ধরা পড়বে।’

ইস্তানবুল হামলায় নিহত বেড়ে ৩৯, বিদেশি নাগরিক অন্তত ১৫ জন

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে বিভিন্ন আন্তর্জাতিক সংবাদমাধ্যম জানিয়েছে, বর্ষবরণের অনুষ্ঠান চলাকালে তুরস্কের ইস্তানবুল নগরীর নৈশ ক্লাবে হামলা চালানো ব্যক্তি সান্তা ক্লজের পোশাক পড়ে ঘটনাস্থলে এসেছিলেন। শনিবার দিবাগত রাত ১টার পরপর এ হামলা চালায় সন্ত্রাসীরা। 

তুর্কি এনটিভির প্রতিবেদনে বলা হয়েছে, ইংরেজি নতুন বছরের পার্টি শুরুর প্রাক্কালে ইস্তাম্বুলের অভিজাত এলাকা ওরটাকয়ের রেইনা নাইটক্লাবে সশস্ত্র হামলা চালানো হয়।

ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে জানানো হয়, স্থানীয় সময় গতকাল শনিবার দিবাগত রাত সোয়া একটার দিকে এই হামলা হয়। দূরপাল্লার আগ্নেয়াস্ত্র নিয়ে একজন সন্ত্রাসী নির্মমভাবে নববর্ষ উদযাপনরত নিরীহ লোকজনের ওপর গুলি চালায়।’ ইস্তানবুলের গভর্নর ভ্যাসিপ শাহিন নৈশ ক্লাবে গুলির এই ঘটনাকে ‘সন্ত্রাসী হামলা’ হিসেবে বর্ণনা করেছেন প্রাদেশিক গভর্নর। গভর্নর বলছেন, এক ব্যক্তি এই হামলা চালিয়েছে।

ইস্তানবুল হামলায় নিহত বেড়ে ৩৯, বিদেশি নাগরিক অন্তত ১৫ জন

তবে প্রত্যক্ষদর্শীদের কেউ কেউ একাধিক হামলাকারী ছিল বলে দাবি করেছেন।

ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য ইন্ডিপেনডেন্ট বলছেঠ, তুরস্কের সম্প্রচার মাধ্যমে এ ঘটনার সিসিটিভি ফুটেজ প্রচার করা হয়েছে। ওই ফুটেজে সান্তা ক্লজের পোশাক পড়া এক ব্যক্তিকে দেখা গেছে। এদিকে মার্কিন সংবাদমাধ্যম সিএনএন তুর্ক প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে বলছে, হামলাকারী সান্তা ক্লজের পোশাকে ছিল।

এ ঘটনায় বিশ্বনেতা হিসেবে দেওয়া প্রথম বিবৃতিতে হামলায় নিরীহ মানুষের প্রাণহানিতে শোক জানিয়েছেন ওবামা। হোয়াইট হাউসের একজন মুখপাত্র এক বিবৃতিতে জানান, মার্কিন প্রেসিডেন্ট ইস্তানবুলের জঙ্গি হামলায় ঘটনায় গভীর শোক জানিয়েছেন। প্রয়োজন অনুযায়ী তুর্কি কর্তৃপক্ষকে যথাযথ সহায়তা দেওয়ার নির্দেশ দিয়েছেন তিনি। ঘটনার প্রতিটি অগ্রগতি জানতে চেয়েছেন।


ইস্তানবুল হামলায় নিহত বেড়ে ৩৯, বিদেশি নাগরিক অন্তত ১৫ জন

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে আন্তর্জাতিক সংবাদমাধ্যম জানায়, হামলার সময় নৈশক্লাবে প্রায় ৭০০ লোক ছিল। এদের মধ্যে অনেকেই নদীতে ঝাঁপ দিয়ে প্রাণ রক্ষা করে।

সম্প্রতি ধারাবাহিক জঙ্গি হামলার কবলে পড়েছে তুরস্ক। হামলার আশঙ্কায় এরই মধ্যে প্রায় ১৭ হাজার পুলিশ দায়িত্বে নিয়োজিত ছিল। ইস্তানবুলে ছিল উচ্চ সতর্কতা। তারপরও এই হামলা সংঘটিত হলো। এর মাত্র কিছুদিন আগেই আঙ্কারায় রাশিয়ার রাষ্ট্রদূত আন্দ্রেই কারলভকে গুলি করে হত্যা করেন পুলিশ কর্মকর্তা মেভলুত মের্ত আলতিনতাস।

/বিএ/



সম্পর্কিত
চীন সফর: শি’র মন জয়ের চেষ্টায় ব্যস্ত ছিলেন পুতিন
দৃঢ় প্রতিরোধ হামাসেরজাবালিয়ায় ট্যাংক-বুলডোজার নিয়ে ঢুকেছে ইসরায়েলি সেনারা
জাবালিয়ায় হামাসের শক্ত ঘাঁটিতে প্রবেশ ইসরায়েলের, অগ্রগতি নেই রাফায়
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা (১৯ মে, ২০২৪)
টিভিতে আজকের খেলা (১৯ মে, ২০২৪)
উত্তরা ইউনিভার্সিটিতে রিসার্চ অ্যান্ড পাবলিকেশন অ্যাওয়ার্ড অনুষ্ঠিত
উত্তরা ইউনিভার্সিটিতে রিসার্চ অ্যান্ড পাবলিকেশন অ্যাওয়ার্ড অনুষ্ঠিত
চট্টগ্রামে লরি চাপায় মৃত্যু বেড়ে তিন
চট্টগ্রামে লরি চাপায় মৃত্যু বেড়ে তিন
রাজধানীতে রিকশাচালকের হাত-পা বাঁধা লাশ উদ্ধার
রাজধানীতে রিকশাচালকের হাত-পা বাঁধা লাশ উদ্ধার
সর্বাধিক পঠিত
মামুনুল হক ডিবিতে
মামুনুল হক ডিবিতে
৩০ শতাংশ বেতন বৃদ্ধির দাবি তৃতীয় শ্রেণির সরকারি কর্মচারীদের
৩০ শতাংশ বেতন বৃদ্ধির দাবি তৃতীয় শ্রেণির সরকারি কর্মচারীদের
আমেরিকা যাচ্ছেন ৩০ ব্যাংকের এমডি
আমেরিকা যাচ্ছেন ৩০ ব্যাংকের এমডি
নির্মাণের উদ্দেশ্যে ভালো সড়ক কেটে ২ বছর ধরে খাল বানিয়ে রেখেছে
নির্মাণের উদ্দেশ্যে ভালো সড়ক কেটে ২ বছর ধরে খাল বানিয়ে রেখেছে
মোবাইল আনতে ডিবি কার্যালয়ে মামুনুল হক
মোবাইল আনতে ডিবি কার্যালয়ে মামুনুল হক