X
শনিবার, ০৪ মে ২০২৪
২০ বৈশাখ ১৪৩১

ফের সার্জিক্যাল স্ট্রাইকের হুমকি ভারতীয় সেনাপ্রধানের

বিদেশ ডেস্ক
০৪ জানুয়ারি ২০১৭, ১৭:৩০আপডেট : ০৪ জানুয়ারি ২০১৭, ১৭:৩৩

জেনারেল বিপিন রাওয়াত পাকিস্তানের মাটিতে নতুন করে সার্জিক্যাল স্ট্রাইকের হুমকি দিয়েছেন ভারতের নবনিযুক্ত সেনাপ্রধান জেনারেল বিপিন রাওয়াত। তার ভাষায়, পাকিস্তানের ভেতরে সার্জিক্যাল স্ট্রাইকের মাধ্যমে কিছু বার্তা দেওয়া হয়েছে। এমন কিছু বার্তা দেওয়া হয়েছে যা প্রয়োজনীয় ছিল। ভারতের বেসরকারি টেলিভিশন চ্যানেল এনডিটিভি-কে দেওয়া এক সাক্ষাৎকারে এমন মন্তব্য করেন দেশ জেনারেল বিপিন রাওয়াত।
ভারতীয় সেনাপ্রধান বলেন, ভবিষ্যতে এ ধরনের আরও সার্জিক্যাল স্টাইকের সম্ভাবনা উড়িয়ে দেয়া যায় না। তিনি বলেন, ‘যদি সীমান্তে সন্ত্রাসী ঘাঁটির তৎপরতা থাকে এবং নিয়ন্ত্রণ রেখা বরাবর পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায় তাহলে সন্ত্রাসীদের বিরুদ্ধে আমাদের ব্যবস্থা নেওয়ার অধিকার রয়েছে।’

সাক্ষাৎকারে ভারতীয় সেনাপ্রধান সীমান্তে গেরিলাদের বিরুদ্ধে লড়াইয়ের বিষয়ে নতুন পরিকল্পনা ও কৌশলের ইঙ্গিত দেন। তিনি দাবি করেন, ‘সার্জিক্যাল স্ট্রাইক ছিল এ ধরনের একটি ব্যবস্থা। আমরা আরও কিছু পদ্ধতি নিয়ে কাজ করছি।’

প্রয়োজন হলে  ভারতের সামরিক বাহিনী পাকিস্তানের বিরুদ্ধে পেশিশক্তি প্রয়োগ করতেও কুণ্ঠাবোধ করবে না বলে মন্তব্য করার একদিন পর জেনারেল বিপিন মঙ্গলবার নতুন করে এসব কথা বলেন। ২০১৬ সালের ২৯ সেপ্টেম্বর পাকিস্তানের বিরুদ্ধে চালানো ভারতের সার্জিক্যাল স্ট্রাইকও ‘সুপরিকল্পিত’ ছিল বলে মন্তব্য করেন নবনিযুক্ত ভারতীয় সেনাপ্রধান। ভাইস চিফ অব আর্মি স্টাফ হিসেবে তিনি ওই অপারেশন পর্যবেক্ষণ করেন।

জেনারেল বিপিন রাওয়াত বলেন, ব্যাপক প্রস্তুতির সার্জিক্যাল স্ট্রাইকের বিষয়টি বাস্তবায়ন করা হয়।

উল্লেখ্য, গত সপ্তাহে ভারতের ২৭তম সেনাপ্রধান হিসেবে দায়িত্ব গ্রহণ করেন জেনারেল বিপিন রাওয়াত।

/এমপি/

সম্পর্কিত
তাইওয়ান প্রণালিতে আবারও চীনা সামরিক বিমান শনাক্ত
‘বাংলাদেশ ও ভারত একই লক্ষ্যে এগোচ্ছে’
ভারতের ভোটে বিজেপির পক্ষে কি ‘৪০০ পেরোনো’ আদৌ সম্ভব?  
সর্বশেষ খবর
অনেক নার্ভাস ছিলেন সাইফউদ্দিন
অনেক নার্ভাস ছিলেন সাইফউদ্দিন
বকশিবাজার মোড়ে বাসের ধাক্কায় পথচারী নিহত
বকশিবাজার মোড়ে বাসের ধাক্কায় পথচারী নিহত
১২ বছর পর মুম্বাইয়ের মাঠে কলকাতার জয়
১২ বছর পর মুম্বাইয়ের মাঠে কলকাতার জয়
বেড়িবাঁধে উন্নত নিরাপত্তা ও গতিশীলতা: মেয়র আতিকের কাছে ইউল্যাবের আবেদন
বেড়িবাঁধে উন্নত নিরাপত্তা ও গতিশীলতা: মেয়র আতিকের কাছে ইউল্যাবের আবেদন
সর্বাধিক পঠিত
মুক্তি পেলেন মামুনুল হক
মুক্তি পেলেন মামুনুল হক
যশোরে আজ সর্বোচ্চ তাপমাত্রা
যশোরে আজ সর্বোচ্চ তাপমাত্রা
২৫ জেলার সব মাধ্যমিক স্কুল-কলেজ-মাদ্রাসা শনিবার বন্ধ
২৫ জেলার সব মাধ্যমিক স্কুল-কলেজ-মাদ্রাসা শনিবার বন্ধ
কেমন থাকবে আগামী কয়েকদিনের আবহাওয়া?
কেমন থাকবে আগামী কয়েকদিনের আবহাওয়া?
নদীতে ধরা পড়ছে না ইলিশ, কারণ জানালেন মৎস্য কর্মকর্তা
নদীতে ধরা পড়ছে না ইলিশ, কারণ জানালেন মৎস্য কর্মকর্তা