X
সোমবার, ২৯ এপ্রিল ২০২৪
১৬ বৈশাখ ১৪৩১

ফেসবুক লাইভে হামলা: বিদ্বেষমূলক অপরাধে অভিযুক্ত চার কৃষ্ণাঙ্গ

বিদেশ ডেস্ক
০৬ জানুয়ারি ২০১৭, ০৯:৫১আপডেট : ০৬ জানুয়ারি ২০১৭, ০৯:৫১
image

গ্রেফতার হওয়া চার কৃষ্ণাঙ্গ যুক্তরাষ্ট্রের শিকাগোতে এক শ্বেতাঙ্গ প্রতিবন্ধী ব্যক্তিকে নির্যাতন এবং তা ফেসবুক লাইভে সম্প্রচারের অভিযোগে গ্রেফতার চার কৃষ্ণাঙ্গের বিরুদ্ধে বিদ্বেষমূলক অপরাধ ও অপহরণের অভিযোগ দায়ের করা হয়েছে। শুক্রবার (৬ জানুয়ারি) তাদেরকে শিকাগোর একটি আদালতের সামনে হাজির করার কথা রয়েছে। শিকাগো পুলিশের বরাত দিয়ে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি খবরটি জানিয়েছে।

পুলিশ জানায়, মঙ্গলবার পশ্চিম শিকাগোর একটি ফ্ল্যাটে এক মানসিক প্রতিবন্ধীর ওপর হামলা চালানো হয় এবং ফেসবুক লাইভে তা সম্প্রচার করা হয়। পরে এই ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে দুই পুরুষ এবং দুই নারীকে গ্রেফতার করার কথা জানায় পুলিশ। গ্রেফতার হওয়া ব্যক্তিদের নাম জর্ডান হিল, ব্রিটানি কভিংটন, তেসফায়ে কুপার এবং তানিশিয়া কভিংটন। এদের মধ্যে তানিশিয়ার বয়স ২৪ এবং বাকিদের সবার বয়স ১৮।  হিলের বিরুদ্ধে আলাদা করে ডাকাতি ও একটি মোটরগাড়ি চুরি করে নিজের কাছে রাখার অভিযোগ দায়ের করা হয়েছে। তানিশিয়া ছাড়া বাকি তিনজনের বিরুদ্ধে বাড়িতে সিঁধ কেটে অভিযোগও আনা হয়েছে।

গ্রেফতার হওয়া ব্যক্তিরা মার্কিন প্রেসিডেন্ট নির্বাচিত ডোনাল্ড ট্রাম্প এবং শ্বেতাঙ্গ বিদ্বেষী বক্তব্য দিচ্ছিলো বলে পুলিশ জানিয়েছে।   

ফেসবুক লাইভে প্রকাশিত ওই ভিডিওতে দেখা যায়, হামলাকারীরা ওই ব্যক্তির পরা কাপড় কেটে ফেলছে, তার শরীরে সিগারেটের ছাঁই ফেলছে, তার মাথায় লাথি দিচ্ছে, তার চুল কেটে ফেলছে। ঘটনাস্থলে অনেক মানুষকে হাসতে এবং ধূমপান করতে দেখা যায়।

ভিডিওর এক জায়গায় দেখা যায়, হামলাকারীরা ছুরি দিয়ে ওই ব্যক্তির মাথার একাংশ কেটে নিচ্ছে।

শিকাগো পুলিশ এই ঘটনাকে ‘অসুস্থ’ ঘৃণাজনিত অপরাধ বলে বর্ণনা করেছে। টুইটারে প্রচারিত এক সংবাদ সম্মেলনে শিকাগোর পুলিশ সুপার এডি জনসন বলেন, ‘কোনও ব্যক্তি কারও সঙ্গে এমন আচরণও করতে পারে,তা দেখে আপনাদের অবাক হতে হবে।’

তিনি আরও বলেন, ‘২৮ বছরের পুলিশের চাকরিতে আমি এমন অনেক কিছুই দেখেছি, যা আপনারা বাস্তবে কখনও দেখেননি। কিন্তু এর পরেও এই ঘটনা আমাকে হতবাক করেছে।’

পুলিশ জানিয়েছে, ওই প্রতিবন্ধী ব্যক্তি একজন শ্বেতাঙ্গ এবং তিনি হামলাকারীদের কারও পূর্বপরিচিত। তাকে ওই ভিডিও প্রকাশের ৪৮ ঘণ্টা আগে অপহরণ করা হয়। চিকিৎসার পর হামলার শিকার ব্যক্তিকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে।

/এফইউ/

সম্পর্কিত
মেক্সিকোতে সড়ক দুর্ঘটনায় নিহত অন্তত ১৮
নিউ ইয়র্কে দুই বাংলাদেশি হত্যায় সন্দেহভাজন যুবক গ্রেফতার
সৌদি আরব পৌঁছেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী
সর্বশেষ খবর
চাকরি স্থায়ীর দাবিতে বিটিসিএল কর্মচারীদের ‘লাগাতার অবস্থান’
চাকরি স্থায়ীর দাবিতে বিটিসিএল কর্মচারীদের ‘লাগাতার অবস্থান’
জনবল ও অর্থ সংকটে ধুঁকছে দেশের প্রথম কৃষি কল সেন্টার
জনবল ও অর্থ সংকটে ধুঁকছে দেশের প্রথম কৃষি কল সেন্টার
মহিলা দলের নেত্রী আসমা আজিজের বাবা মারা গেছেন
মহিলা দলের নেত্রী আসমা আজিজের বাবা মারা গেছেন
কেএনএফ’র বিরুদ্ধে যৌথ বাহিনীর অভিযানে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ
কেএনএফ’র বিরুদ্ধে যৌথ বাহিনীর অভিযানে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ
সর্বাধিক পঠিত
থেমে যেতে পারে ব্যাংকের একীভূত প্রক্রিয়া
থেমে যেতে পারে ব্যাংকের একীভূত প্রক্রিয়া
‘পুলিশ’ স্টিকার লাগানো গাড়িতে অভিযান চালাবে পুলিশ
‘পুলিশ’ স্টিকার লাগানো গাড়িতে অভিযান চালাবে পুলিশ
শরীরের তাপ কমায় এই ৮ খাবার
শরীরের তাপ কমায় এই ৮ খাবার
ভেসে আসা ‘টর্পেডো’ উদ্ধারে কাজ করছে নৌবাহিনী ও কোস্টগার্ড
ভেসে আসা ‘টর্পেডো’ উদ্ধারে কাজ করছে নৌবাহিনী ও কোস্টগার্ড
প্রাথমিক বাদে সোমবার ৫ জেলার সব স্কুল-কলেজ-মাদ্রাসা বন্ধ
প্রাথমিক বাদে সোমবার ৫ জেলার সব স্কুল-কলেজ-মাদ্রাসা বন্ধ