X
সোমবার, ২৯ এপ্রিল ২০২৪
১৬ বৈশাখ ১৪৩১

ফ্লোরিডা হামলার সন্দেহভাজনের বিরুদ্ধে অভিযোগ গঠন

বিদেশ ডেস্ক
০৮ জানুয়ারি ২০১৭, ০৯:২২আপডেট : ০৮ জানুয়ারি ২০১৭, ১১:০২
image

ইস্তেবান সান্তিয়াগো এবং হামলায় ব্যবহৃত বন্দুক যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যের ফোর্ট লডারডেল আন্তর্জাতিক বিমানবন্দরে হামলায় সন্দেহভাজন ইস্তেবান সান্তিয়াগোর বিরুদ্ধে অভিযোগ গঠন করেছেন আইনজীবীরা।

২৬ বছর বয়সী এই সাবেক মার্কিন ন্যাশনাল গার্ডের সদস্যের বিরুদ্ধে অভিযোগ, তিনি স্থানীয় সময় শুক্রবার (৬ জানুয়ারি) দুপুরে বিমানবন্দরের ২ নম্বর টার্মিনালে লাগেজ খালাসের এলাকায় এলোপাতাড়ি গুলিবর্ষণ শুরু করে। এতে পাঁচজন নিহত হন। আহত হন আরও ছয়জন। হামলার পরপরই ইস্তেবানকে আটক করা হয়।  

ইস্তেবান সান্তিয়াগোর বিরুদ্ধে আন্তর্জাতিক বিমানবন্দরে সহিংসতা চালিয়ে হত্যার অভিযোগ আনা হয়েছে। আদালতে দোষী সাব্যস্ত হলে তার মৃত্যুদণ্ডের শাস্তিও দেওয়া হতে পারে। তার বিরুদ্ধে অস্ত্র আইনেও মামলা করা হয়েছে। কর্তৃপক্ষ জানিয়েছে, ইস্তেবান একটি সেমি-অটোমেটিক বন্দুক দিয়ে ওই হামলা চালান।  

আদালতের নথি থেকে জানা যায়, হামলায় নিজের সংশ্লিষ্টতার কথা স্বীকার করেছেন ইস্তেবান। জিজ্ঞাসাবাদে তিনি কর্মকর্তাদের জানিয়েছেন, তিনি নিজেই ওই হামলার পরিকল্পনা করেন এবং ফ্লোরিডার ফোর্ট লডারডেলে যাওয়ার টিকেট কেনেন।

কর্তৃপক্ষ জানিয়েছে, ওই হামলা কেন চালানো হয়েছে, সে সম্পর্কে এখনও নিশ্চিত হওয়া যায়নি। তবে জঙ্গিবাদের সংশ্লিষ্টতা বিষয়টি এখনই তারা খারিজ করছেন না।

মার্কিন অ্যাটর্নি উইফ্রেডো ফেরার বলেন, ‘আজকের এই অভিযোগ গঠনই অবস্থার গভীরতাকে নির্দেশ করে। সেই সঙ্গে ফেডারেল, রাজ্য এবং স্থানীয় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা জনগণের সুরক্ষার জন্য কতোটা প্রতিশ্রুতিবদ্ধ, তাও ফুটে উঠেছে।’

ইস্তেবান কোনও মানসিক সমস্যায় ভুগছেন কিনা, সে বিষয়টিও কর্তৃপক্ষ খতিয়ে দেখছে। এফবিআই তার মানসিক অবস্থা সম্পর্কে জানতে তার ওপর স্নায়ুবিক পরীক্ষা চালাবে। গত নভেম্বরে তিনি অসংলগ্ন অবস্থায় আলাস্কার এফবিআই দফতরে এসেছিলেন বলে স্থানীয় পুলিশ ও এফবিআই জানিয়েছে।

উল্লেখ্য, ইস্তেবান সান্তিয়াগো মার্কিন ন্যাশনাল গার্ডের সদস্য ছিলেন। ইরাকে ইঞ্জিনিয়ার ব্যাটলিয়নের হয়ে প্রায় এক বছর কাজ করেন তিনি। ২০১৬ সালের আগস্টে তিনি চাকরিচ্যুত হন।   

সূত্র: বিবিসি।

/এসএ/

সম্পর্কিত
মেক্সিকোতে সড়ক দুর্ঘটনায় নিহত অন্তত ১৮
নিউ ইয়র্কে দুই বাংলাদেশি হত্যায় সন্দেহভাজন যুবক গ্রেফতার
সৌদি আরব পৌঁছেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী
সর্বশেষ খবর
বাংলাদেশের আম নিতে চায় চীন
বাংলাদেশের আম নিতে চায় চীন
গাজীপুর-নীলফামারীর দুই হাসপাতালে দুদকের অভিযান
গাজীপুর-নীলফামারীর দুই হাসপাতালে দুদকের অভিযান
এলপিএলের ড্রাফটে চার বাংলাদেশি
এলপিএলের ড্রাফটে চার বাংলাদেশি
মাদ্রাসা ক্যাম্পাস সবুজায়নের নির্দেশ
তীব্র তাপপ্রবাহমাদ্রাসা ক্যাম্পাস সবুজায়নের নির্দেশ
সর্বাধিক পঠিত
থেমে যেতে পারে ব্যাংকের একীভূত প্রক্রিয়া
থেমে যেতে পারে ব্যাংকের একীভূত প্রক্রিয়া
‘পুলিশ’ স্টিকার লাগানো গাড়িতে অভিযান চালাবে পুলিশ
‘পুলিশ’ স্টিকার লাগানো গাড়িতে অভিযান চালাবে পুলিশ
শরীরের তাপ কমায় এই ৮ খাবার
শরীরের তাপ কমায় এই ৮ খাবার
ভেসে আসা ‘টর্পেডো’ উদ্ধারে কাজ করছে নৌবাহিনী ও কোস্টগার্ড
ভেসে আসা ‘টর্পেডো’ উদ্ধারে কাজ করছে নৌবাহিনী ও কোস্টগার্ড
প্রাথমিক বাদে সোমবার ৫ জেলার সব স্কুল-কলেজ-মাদ্রাসা বন্ধ
প্রাথমিক বাদে সোমবার ৫ জেলার সব স্কুল-কলেজ-মাদ্রাসা বন্ধ