X
মঙ্গলবার, ০৭ মে ২০২৪
২৪ বৈশাখ ১৪৩১

ইস্তানবুলের নাইট ক্লাবে হামলার প্রধান সন্দেহভাজন আটক

বিদেশ ডেস্ক
১৭ জানুয়ারি ২০১৭, ০৬:০১আপডেট : ১৭ জানুয়ারি ২০১৭, ০৬:০৪
image

সন্দেহভাজন হামলাকারী আবদুলকাদির মাশারিপভ নতুন বছরের রাতে তুরস্কের ইস্তানবুল শহরের নাইট ক্লাবে জঙ্গি হামলার প্রধান সন্দেহভাজন আবদুলকাদির মাশারিপভকে আটক করা হয়েছে।

৩১ ডিসেম্বর দিবাগত রাত সোয়া ১টার দিকে ইস্তানবুলের বেসিকতাস এলাকার জনপ্রিয় রেইনা নাইট ক্লাবে চালানো ওই ভয়াবহ হামলায় নিহত হন ৩৯ জন। আহত হন অন্তত ৬৯ জন। হতাহতদের মধ্যে বিদেশি পর্যটকও ছিলেন। ধারণা করা হয়, হামলাকারীরা ভাড়া করা ট্যাক্সিতে করে ওই নাইট ক্লাবে পৌঁছায়।

সন্দেহভাজন আবদুলকাদির একজন উজবেক নাগরিক। তাকে ইস্তানবুলের ইসেনিউর্ট জেলা থেকে আটক করা হয়েছে। পুলিশ জানিয়েছে, আটক করার সময় আবদুলকাদির এক কিরগিজ বন্ধুর বাসায় ছিলেন। সঙ্গে তার চার বছর বয়সী ছেলেও ছিল। 

তুর্কি সংবাদপত্র হুরিয়েত জানিয়েছে, আবদুলকাদিরকে জিজ্ঞাসাবাদের আগে তার স্বাস্থ্য পরীক্ষা করা হচ্ছে। ওই সন্দেহভাজনকে মপধ্যপ্রাচ্যভিত্তিক জঙ্গি সংগঠন ইসলামিক স্টেট (আইএস)-এর সদস্য উল্লেখ করে সংবাদপত্রটি আরও জানিয়েছে, ২০১৬ সালের শুরুর দিকে এই উজবেক নাগরিক তুরস্কে পৌঁছায়। তখন তার সম্ভাব্য নাম ছিল ইবু মুহাম্মদ হোরাসানি। এই ব্যক্তি মধ্য তুরস্কের কোনিয়া শহরে তার স্ত্রী ও দুই সন্তান নিয়ে একটি ভাড়া বাসায় থাকতো। নিরাপত্তা বাহিনীর বরাত দিয়ে হুরিয়েত জানাচ্ছে, গত ১৫ ডিসেম্বর ইস্তানবুল পৌঁছায় আবদুলকাদির।

উল্লেখ্য, জঙ্গি হামলা চালানোর সময় ওই ক্লাবে প্রায় ৭০০ মানুষ উপস্থিত ছিলেন। হামলাকারীদের একজন সান্তা ক্লজের বেশে ছিল। হামলার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় পুলিশের অতিরিক্ত গাড়ি এবং বেশকিছু অ্যাম্বুলেন্স। হামলার পর আহত অবস্থায় অন্তত ৪০ জনকে উদ্ধার করা হয়।

ওই  হামলার দায় স্বীকার করে মধ্যপ্রাচ্যভিত্তিক জঙ্গি সংগঠন ইসলামিক স্টেট (আইএস) একটি বিবৃতি দিয়েছে। ওই বিবৃতিতে বলা হয়, ‘তুরস্কে ক্রুশের সুরক্ষাকারীদের বিরুদ্ধে আইএস পরিচালিত পবিত্র অভিযানের ধারাবাহিকতায় ইস্তানবুল হামলা চালানো হয়েছে। খিলাফতের একজন বীর সৈনিক এমন এক সুবিখ্যাত নাইট ক্লাবে হামলা চালিয়েছে, যেখানে খ্রিস্টানরা ইসলামবিরোধী ছুটির দিন কাটায়।’  

সূত্র: বিবিসি।

/এসএ/

সম্পর্কিত
এই বর্ষায় নির্ধারিত হবে মিয়ানমার জান্তা ও বিদ্রোহীদের পরিণতি?
লাদাখ সীমান্তে বিরোধচীনের সঙ্গে আলোচনায় আশাবাদী রাজনাথ সিং
তাইওয়ান প্রণালিতে আবারও চীনা সামরিক বিমান শনাক্ত
সর্বশেষ খবর
অসময়ে দৌলতদিয়া ফেরিঘাটে ভাঙন, আতঙ্কে এলাকাবাসী
অসময়ে দৌলতদিয়া ফেরিঘাটে ভাঙন, আতঙ্কে এলাকাবাসী
গাজা ইস্যুতে আবারও কায়রোতে ইসরায়েলি প্রতিনিধিরা, এবার চুক্তি হবে?
গাজা ইস্যুতে আবারও কায়রোতে ইসরায়েলি প্রতিনিধিরা, এবার চুক্তি হবে?
এই বর্ষায় নির্ধারিত হবে মিয়ানমার জান্তা ও বিদ্রোহীদের পরিণতি?
এই বর্ষায় নির্ধারিত হবে মিয়ানমার জান্তা ও বিদ্রোহীদের পরিণতি?
শেখ হাসিনাই হচ্ছেন ভারতে নতুন সরকারের প্রথম বিদেশি অতিথি
শেখ হাসিনাই হচ্ছেন ভারতে নতুন সরকারের প্রথম বিদেশি অতিথি
সর্বাধিক পঠিত
ভিটামিন ডি কমে গেলে কীভাবে বুঝবেন?
ভিটামিন ডি কমে গেলে কীভাবে বুঝবেন?
ছুড়ে দেওয়া সব তীর সাদরে গ্রহণ করলাম: ভাবনা
ছুড়ে দেওয়া সব তীর সাদরে গ্রহণ করলাম: ভাবনা
যুদ্ধবিরতির প্রস্তাবে রাজি হামাস, অগ্রহণযোগ্য বলছে ইসরায়েল
যুদ্ধবিরতির প্রস্তাবে রাজি হামাস, অগ্রহণযোগ্য বলছে ইসরায়েল
শনিবার স্কুল খোলা রাখার প্রতিবাদে শিক্ষকদের কর্মবিরতি ঘোষণা
শনিবার স্কুল খোলা রাখার প্রতিবাদে শিক্ষকদের কর্মবিরতি ঘোষণা
আসছে ব্যয় কমানোর বাজেট
আসছে ব্যয় কমানোর বাজেট