X
শুক্রবার, ০৩ মে ২০২৪
২০ বৈশাখ ১৪৩১

ট্রাম্পের আচরণকে ‘যৌন হয়রানি’ বললেন সম্ভাব্য মার্কিন শিক্ষামন্ত্রী

বিদেশ ডেস্ক
১৯ জানুয়ারি ২০১৭, ১২:২০আপডেট : ১৯ জানুয়ারি ২০১৭, ১২:২৭
image

ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বেস্টি ডিভোস মার্কিন প্রেসিডেন্ট নির্বাচিত ডোনাল্ড ট্রাম্পের আচরণকে আপনি যৌন হয়রানি বলে মনে করেন কিনা, এমন প্রশ্নের সঙ্গে সঙ্গেই ট্রাম্প প্রশাসনের সম্ভাব্য শিক্ষামন্ত্রী বেস্টি ডিভোস উত্তর দেন – ‘হ্যাঁ’।

২০০৫ সালে উপস্থাপক বিলি বুশের সঙ্গে ট্রাম্পের কথোপকথনের একটি ভিডিও ফুটেজ গতবছর ফাঁস হওয়ার পর দেখা যায়, সেখানে ২০ জানুয়ারি ক্ষমতা গ্রহণ করতে যাওয়া প্রেসিডেন্ট ট্রাম্প নারী বিদ্বেষী ও যৌন হয়রানিমূলক অনেক মন্তব্য করেছেন।

রিপাবলিকান পার্টির সহযোগী বেস্টি ডিভোস, যাকে ট্রাম্প সম্প্রতি তার প্রশাসনের শিক্ষামন্ত্রী হিসেবে মনোনীত করেছেন, তিনি ট্রাম্পের ওই আচরণকে ‘যৌন হয়রানি’ বলে মনে করেন।

মঙ্গলবার সিনেট শুনানিতে এক প্রশ্নের জবাবে ডিভোস এসব কথা বলেন। তিনি আরও বলেন, ‘কোনও নারীর ইচ্ছার বিরুদ্ধে তাকে স্পর্শ করা বা চুমু দেওয়াকে’ তিনি যৌন হয়রানি বলে মনে করেন। তিনি শিক্ষামন্ত্রী হিসেবে মনোনীত হলে স্কুল-কলেজে এমন আচরণের বিষয়ে খুব কাছ থেকে লক্ষ্য রাখবেন বলে জানান। 

সিনেটের অনুমোদন নেওয়ার পরই ডিভোস শিক্ষামন্ত্রী হিসেবে নিয়োগ পাবেন।

উল্লেখ্য, ১১ বছর আগে দেওয়া একটি নারীবিদ্বেষী বক্তব্য গতবছর ৭ অক্টোবর ফাঁস হওয়ার পর তুমুল সমালোচনার মুখে পড়েন ট্রাম্প। ২০০৫ সালে ধারণ করা ভিডিও সাক্ষাৎকারটি মার্কিন সংবাদমাধ্যম ওয়াশিংটন পোস্ট ফাঁস করে। মার্কিন টেলিভিশন চ্যানেল এনবিসি-র উপস্থাপক বিলি বুশকে টেলিফোনে ওই ‘বিতর্কিত’ সাক্ষাৎকারটি দিয়েছিলেন এই রিপাবলিকান। ফাঁস হওয়া সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, ‘তারকারা নারীদের নিয়ে যা খুশি করতে পারে আর এতে ওই নারীরাও বাধা দেবে না।’ সাক্ষাৎকারে ট্রাম্প এক বিবাহিত অভিনেত্রীর সঙ্গে যৌন সম্পর্ক স্থাপনে তার আগ্রহের কথাও জানান। মিস ইউনিভার্সসহ কয়েকটি সৌন্দর্য প্রতিযোগিতার অন্যতম আয়োজক ট্রাম্প সুন্দরী নারীদের সঙ্গে যৌন সম্পর্ক স্থাপনের আকাঙ্ক্ষাও জানিয়েছিলেন। সেই অডিও ফাঁসের পর ট্রাম্পের বিরুদ্ধে আরও বেশ কয়েকজন নারী নতুন নতুন যৌন হয়রানির অভিযোগ প্রকাশ করেন।

সূত্র: দ্য ইন্ডিপেন্ডেন্ট। 

/এসএ/

সম্পর্কিত
বিশ্ববিদ্যালয়ে ফিলিস্তিনপন্থি বিক্ষোভ নিয়ে মুখ খুললেন বাইডেন
মার্কিন ও ব্রিটিশ কর্মকর্তাদের ওপর ইরানের নিষেধাজ্ঞা
উ. কোরিয়ার হুমকির মুখে কূটনৈতিক সতর্কতা বাড়ালো দ. কোরিয়া
সর্বশেষ খবর
জাতিসংঘে বাংলাদেশের ‘শান্তির সংস্কৃতি’ রেজুলেশন গৃহীত
জাতিসংঘে বাংলাদেশের ‘শান্তির সংস্কৃতি’ রেজুলেশন গৃহীত
‘তীব্র গরমে’ মারা যাচ্ছে মুরগি, অর্ধেকে নেমেছে ডিম উৎপাদন
‘তীব্র গরমে’ মারা যাচ্ছে মুরগি, অর্ধেকে নেমেছে ডিম উৎপাদন
ইসরায়েলের সঙ্গে সব ধরনের বাণিজ্য বন্ধ করলো তুরস্ক
ইসরায়েলের সঙ্গে সব ধরনের বাণিজ্য বন্ধ করলো তুরস্ক
রোমাকে হারিয়ে ফাইনালে এক পা লেভারকুসেনের
ইউরোপা লিগরোমাকে হারিয়ে ফাইনালে এক পা লেভারকুসেনের
সর্বাধিক পঠিত
পদ্মা নদীতে চুবানো নিয়ে যা বললেন ড. ইউনূস
পদ্মা নদীতে চুবানো নিয়ে যা বললেন ড. ইউনূস
কুমিল্লায় বজ্রাঘাতে ৪ জনের মৃত্যু
কুমিল্লায় বজ্রাঘাতে ৪ জনের মৃত্যু
আরও কমলো সোনার দাম
আরও কমলো সোনার দাম
কামরাঙ্গীরচরে নতুন ভবন নির্মাণের অনুমতি দিলো ডিএসসিসি
কামরাঙ্গীরচরে নতুন ভবন নির্মাণের অনুমতি দিলো ডিএসসিসি
শিগগিরই শুরু হচ্ছে উন্মুক্ত কারাগার তৈরির কাজ: স্বরাষ্ট্রমন্ত্রী
শিগগিরই শুরু হচ্ছে উন্মুক্ত কারাগার তৈরির কাজ: স্বরাষ্ট্রমন্ত্রী