X
বুধবার, ০৮ মে ২০২৪
২৫ বৈশাখ ১৪৩১

জেরুজালেমে দূতাবাস স্থানান্তর বিষয়ে জানতে ‘সঙ্গে থাকুন’: ট্রাম্প মুখপাত্র

বাংলা ট্রিবিউন ডেস্ক
২০ জানুয়ারি ২০১৭, ০৫:২৯আপডেট : ২০ জানুয়ারি ২০১৭, ০৫:৪৭

জেরুজালেম

যুক্তরাষ্ট্রের নির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইসরায়েলের তেলআবিব থেকে মার্কিন দূতাবাস জেরুজালেমে স্থানান্তর করার প্রতিশ্রুতি দিয়েছিলেন। তাই এ বিষয়ে বৃহস্পতিবার একটি স্পষ্ট ঘোষণা আসতে পারে বলে জানিয়েছেন ডোনাল্ড ট্রাম্পের মুখপাত্র সেন স্পিসার। আন্তর্জাতিক গণমাধ্যম রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

প্রতিবেদনে বলা হয়, বুধবার এক সংবাদ সম্মেলনে সাংবাদিকরা বিষয়টি জানতে চাইলে হোয়াইট হাউজের সম্ভাব্য এ মুখপাত্র জানান, ‘‘বিষয়টি সম্পর্কে জানতে ‘সঙ্গে থাকুন’। বৃহস্পতিবার এ বিষয়ে আরও স্পষ্ট ঘোষণা আসতে পারে।’’

নির্বাচনি প্রচারণার সময় ডোনাল্ড ট্রাম্প তেলআবিবে অবস্থিত ৬৪ বছরের পুরাতন মার্কিন দূতাবাস জেরুজালেমে স্থানান্তরের ঘোষণা দেন। এ ঘোষণায় ফিলিস্তিন ও এর প্রতিবেশী মুসলিম রাষ্ট্রগুলোর মধ্যে বেশ হৈচৈ পড়ে গিয়েছিল। তারা বলেছিল, এ ধরনের প্রস্তাব ফিলিস্তিনের শান্তি প্রস্তাবের সম্ভবনাকে হত্যা করবে।

ফিলিস্তিনের অধিকাংশ অধিবাসী পূর্ব জেরুজালেমকে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের রাজধানী হিসেবে বিবেচনা করেন। এমনকি ইসরায়েল-ফিলিস্তিন দ্বন্দ্বে জেরুজালেমের স্ট্যাটাস খুবই স্পর্শকাতর বিষয়।

তবে মার্কিন যুক্তরাষ্ট্র ও অন্য দেশগুলো জেরুজালেমকে ইসরায়েলের রাজধানী হিসেবে বিবেচনা করে না। ইসরায়েলে অন্য দেশগুলোর দূতাবাস তেলআবিবে অবস্থিত। তবে ১৯৬৭ সালে আরব যুদ্ধে জেরুজালেম দখলের পরও সেটা ইসরায়েলের অংশ হিসেবে বিবেচনা করে না কোনও দেশই।

এদিকে, যুক্তরাষ্ট্রের দীর্ঘদিনের মিত্র ইসরায়েলের সঙ্গে যথেষ্ট বন্ধত্বপূর্ণ আচরণ না করায় ট্রাম্প ইতোমধ্যে ওবামা প্রশাসনের তীব্র সমালোচনা করেছেন। যদিও ওবামা প্রশাসন পূর্ব ও পশ্চিম জেরুজালেমে ইসরায়েলের বসতি নির্মাণের বিষয়ে বেশ কঠোর ছিল। ফিলিস্তিন পূর্ব ও পশ্চিম জেরুজালেমকে তাদের ভূখণ্ড বলে মনে করে। তাই অধিকাংশ দেশ ফিলিস্তিন ভূখণ্ড দখল করে ইসরায়েলের বসতি স্থাপনকে অবৈধ মনে করে। এ সময়ে ট্রাম্প প্রশাসনের এমন ঘোষণা ওই অঞ্চলের শান্তি প্রতিষ্ঠার সম্ভাবনাকে নস্যাৎ করবে বলেই আশঙ্কা করছে ফিলিস্তিন।

ট্রাম্পের মুখপাত্র স্পিসার সাংবাদিকদের বলেন, ‘গত আট বছরে ইসরায়েল দাবিদার হওয়া সত্ত্বেও যুক্তরাষ্ট্রের কাছ থেকে যথাযথ সম্মান পায়নি। তাই ট্রাম্প মধ্যপ্রাচ্যের বিষয়ে ইসরায়েলকে যথাযথ সম্মান দেখাতে চান।’

/এসএনএইচ/টিএন/

সম্পর্কিত
রাফাহতে হামলার আশঙ্কা, ইসরায়েলে অস্ত্রের চালান স্থগিত যুক্তরাষ্ট্রের
হামাসের সংশোধিত প্রস্তাব গাজায় যুদ্ধবিরতি অচলাবস্থা ভাঙতে পারে: যুক্তরাষ্ট্র
ঢাকা আসছেন মার্কিন অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ডোনাল্ড লু
সর্বশেষ খবর
রবীন্দ্র চেতনায় প্রভাবিত হয়ে বঙ্গবন্ধু আমাদেরকে স্বাধীন জাতিরাষ্ট্র উপহার দিয়েছেন: ঢাবি উপাচার্য
রবীন্দ্র চেতনায় প্রভাবিত হয়ে বঙ্গবন্ধু আমাদেরকে স্বাধীন জাতিরাষ্ট্র উপহার দিয়েছেন: ঢাবি উপাচার্য
ইংল্যান্ডের লিডস শহরে পহেলা বৈশাখ উদযাপন
ইংল্যান্ডের লিডস শহরে পহেলা বৈশাখ উদযাপন
বিজিবির কাছে বিএসএফের দুঃখ প্রকাশ
বিজিবির কাছে বিএসএফের দুঃখ প্রকাশ
জাল ভোট দেওয়ায় দুজনের অর্থদণ্ড, একজনের কারাদণ্ড
জাল ভোট দেওয়ায় দুজনের অর্থদণ্ড, একজনের কারাদণ্ড
সর্বাধিক পঠিত
ব্যারিস্টার সুমনকে একহাত নিলেন চুন্নু
ব্যারিস্টার সুমনকে একহাত নিলেন চুন্নু
গ্রাম আদালত বিল পাস, জরিমানা বাড়লো চার গুণ
গ্রাম আদালত বিল পাস, জরিমানা বাড়লো চার গুণ
শেখ হাসিনাই হচ্ছেন ভারতে নতুন সরকারের প্রথম বিদেশি অতিথি
শেখ হাসিনাই হচ্ছেন ভারতে নতুন সরকারের প্রথম বিদেশি অতিথি
শনিবারে স্কুল খোলা: আন্দোলন করলে বাতিল হতে পারে এমপিও
শনিবারে স্কুল খোলা: আন্দোলন করলে বাতিল হতে পারে এমপিও
খালেদা জিয়ার শারীরিক অবস্থার দ্রুত অবনতি, বিএনপির প্রস্তুতি কী?
খালেদা জিয়ার শারীরিক অবস্থার দ্রুত অবনতি, বিএনপির প্রস্তুতি কী?