X
সোমবার, ২৯ এপ্রিল ২০২৪
১৬ বৈশাখ ১৪৩১

‘যুক্তরাষ্ট্রকে বদলে দেওয়ার’ অঙ্গীকার করলেন ট্রাম্প

বিদেশ ডেস্ক
২০ জানুয়ারি ২০১৭, ০৯:৫৬আপডেট : ২০ জানুয়ারি ২০১৭, ১০:০৪
image

ডোনাল্ড ট্রাম্প ক্ষমতা গ্রহণের আগেরদিন মার্কিন প্রেসিডেন্ট নির্বাচিত ডোনাল্ড ট্রাম্প অঙ্গীকার করেছেন, তিনি যুক্তরাষ্ট্রে যে পরিবর্তন আনবেন, তা গত কয়েক দশকেও আসেনি।

ট্রাম্প বলেন, ‘আমি আপনাদের কাছে অঙ্গীকার করছি, আমি প্রচুর পরিশ্রম করব। আমাদের এই অবস্থার পরিবর্তন ঘটাতে হবে।’

তিনি মার্কিন জনগণের কর্মসংস্থানের নিশ্চয়তা, শক্তিশালী সেনাবাহিনী গড়ে তুলে সীমান্ত সুরক্ষিত করার কথা উল্লেখ করে বলেন, ‘আমরা যে পরিবর্তন নিয়ে আসব, তা এই দেশে গত কয়েক দশকেও আসেনি। এবার এই অবস্থার পরিবর্তন ঘটবে। আমি আপনাদের কাছে অঙ্গীকার করছি, এর পরিবর্তন হবেই।’

ট্রাম্পের দাবি, ক্ষমতা গ্রহণের পর যেভাবে যুক্তরাষ্ট্রকে বদলে দেওয়ার পরিকল্পনা ট্রাম্প করেছেন, তা অতীতে ঘটেনি। তিনি বলেন, ‘আমি জানি না, এর আগে এমন কিছু হয়েছে কিনা। তবে এমনটা কদাচিতই হয়ে থাকে। আর লাখ লাখ মানুষ তা দেখতেই এখানে উপস্থিত হচ্ছেন।’   

বৃহস্পতিবার রাজধানী ওয়াশিংটনের লিঙ্কন মেমোরিয়ালে কয়েক হাজার মানুষের সামনে দেওয়া ছয় মিনিটের ওই ভাষণে ট্রাম্পের নির্বাচনি প্রচারণায় ব্যবহার করা ‘উস্কানিমূলক’ বক্তব্যেরই প্রতিফলন দেখা যায়। ২০১৫ সালের জুনে শুরু হওয়া নির্বাচনি প্রচারণাকে তিনি এই ভাষণেও ‘আন্দোলন’ বলে উল্লেখ করেছেন।

ট্রাম্প ‘মেক আমেরিকা গ্রেট অ্যাগেইন’ স্বাগত কনসার্টে অংশ নেওয়া শিল্পীদের ধন্যবাদ জানান। তিনি তার পরিবার, উপদেষ্টা কমিটি ও সমর্থকদেরও ধন্যবাদ জানান।

উল্লেখ্য, ২০০৯ সালে যখন ওবামা ক্ষমতা গ্রহণ করেন, তখনও লিঙ্কন মেমোরিয়ালে স্বাগত কনসার্ট অনুষ্ঠিত হয়েছিল।

সূত্র: পলিটিকো। 

/এসএ/

সম্পর্কিত
মেক্সিকোতে সড়ক দুর্ঘটনায় নিহত অন্তত ১৮
নিউ ইয়র্কে দুই বাংলাদেশি হত্যায় সন্দেহভাজন যুবক গ্রেফতার
সৌদি আরব পৌঁছেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী
সর্বশেষ খবর
এসি কেনার আগে মনে রাখতে হবে এই ৭ বিষয়
এসি কেনার আগে মনে রাখতে হবে এই ৭ বিষয়
বৃষ্টি ও বন্যায় কেনিয়ায় নিহত অন্তত ৪৫
বৃষ্টি ও বন্যায় কেনিয়ায় নিহত অন্তত ৪৫
‘তাই বলে ১৯ গোল খাবো!’
‘তাই বলে ১৯ গোল খাবো!’
বিকেএসপি কাপ ভলিবলে লাল দল চ্যাম্পিয়ন
বিকেএসপি কাপ ভলিবলে লাল দল চ্যাম্পিয়ন
সর্বাধিক পঠিত
‘পুলিশ’ স্টিকার লাগানো গাড়িতে অভিযান চালাবে পুলিশ
‘পুলিশ’ স্টিকার লাগানো গাড়িতে অভিযান চালাবে পুলিশ
শরীরের তাপ কমায় এই ৮ খাবার
শরীরের তাপ কমায় এই ৮ খাবার
ভেসে আসা ‘টর্পেডো’ উদ্ধারে কাজ করছে নৌবাহিনী ও কোস্টগার্ড
ভেসে আসা ‘টর্পেডো’ উদ্ধারে কাজ করছে নৌবাহিনী ও কোস্টগার্ড
আজ কি বৃষ্টি হবে?
আজ কি বৃষ্টি হবে?
চার বছরে আট ফ্লপ, আসছে আরও এক হালি!
চার বছরে আট ফ্লপ, আসছে আরও এক হালি!