X
মঙ্গলবার, ০৭ মে ২০২৪
২৪ বৈশাখ ১৪৩১

ট্রাম্পের বক্তব্যে ক্ষুব্ধ সাবেক সিআইএ প্রধান

বিদেশ ডেস্ক
২২ জানুয়ারি ২০১৭, ১২:৫৫আপডেট : ২২ জানুয়ারি ২০১৭, ১২:৫৮
image

ট্রাম্প ও ব্রেনান সদ্য ক্ষমতা গ্রহণ করা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বক্তব্যে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সেন্ট্রাল ইনভেস্টিগেশন এজেন্সি (সিআইএ)-র সাবেক পরিচালক জন ব্রেনান।

শুক্রবার (২০ জানুয়ারি) যুক্তরাষ্ট্রের ৪৫ তম প্রেসিডেন্ট হিসেবে শপথগ্রহণ করেন ট্রাম্প। শনিবার ভার্জিনিয়ায় সিআইএ সদর দফতরে ভাষণ দেন ডোনাল্ড ট্রাম্প। অভিষেক অনুষ্ঠান ও বিক্ষোভকারীদের যে ছবি সংবাদমাধ্যমে প্রকাশিত হয়েছে, তাকে ‘ভুয়া’ উল্লেখ করে ট্রাম্প জানান, তিনি সংবাদমাধ্যমের বিরুদ্ধে ‘যুদ্ধ’ করছেন। সাংবাদিকদের ‘অসৎ’ বলেও উল্লেখ করেন তিনি।  

ট্রাম্পের দাবি, ‘শুক্রবার ১৫ লাখের মতো মানুষ সেখানে উপস্থিত ছিল।’ এ সংখ্যাকে মিডিয়াগুলো আড়াই লাখ হিসেবে উল্লেখ করেছে বলে ক্ষোভ জানান ট্রাম্প। ছবি ও ভিডিও ফুটেজ ধারণের সময়ও প্রতারণা করে কম লোক দেখানো হয়েছে বলে অভিযোগ করেন তিনি।

ট্রাম্পের বক্তব্য সরাসরি প্রত্যক্ষ করা এক সিআইএ কর্মকর্তা মার্কিন সংবাদমাধ্যম সিএনএন-কে জানান, তার রাজনৈতিক ইঙ্গিতপূর্ণ কথায় অনেকেই হতাশ হয়েছেন। ট্রাম্প বলেন, ‘এই কক্ষের কতজনই বা আমাকে ভোট দিয়েছেন।’

ওই সিআইএ কর্মকর্তা বলেন, ‘আমরা সেই অর্থে রাজনৈতিক নই। আমরা ট্রাম্পকে ভোট দিয়েছি কিনা, এ নিয়ে প্রশ্ন তোলাটা খুবই আক্রমণাত্মক এবং প্রেসিডেন্টের এমন বক্তব্য অনাহুত।’

তবে সংবাদমাধ্যম সূত্রে জানা যাচ্ছে, ট্রাম্পের এই বক্তব্য খুব একটা ভালোভাবে নেননি অনেক সাবেক ও বর্তমান গোয়েন্দা কর্মকর্তা।

সদ্যসাবেক সিআইএ প্রধান ব্রেনানের মুখপাত্র নিক শাপিরো এক বিবৃতিতে বলেন, ‘সিআইএ কর্মকর্তাদের সামনে দাঁড়িয়ে ট্রাম্পের মনগড়া বিশ্লেষণে সাবেক সিআইএ পরিচালক ব্রেনান কষ্ট পেয়েছেন এবং অত্যন্ত ক্ষুব্ধ হয়েছেন।’

সম্প্রতি বিভিন্ন মার্কিন গোয়েন্দা সংস্থা তাদের প্রতিবেদনে জানিয়েছে, ট্রাম্পকে নির্বাচনে জয়ী করতে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন নির্বাচনে হস্তক্ষেপ করেছে এবং ডেমোক্র্যাটিক পার্টির ইমেইল হ্যাক করে উইকিলিকসের কাছে তুলে দিয়েছে। তবে ওই তথ্যকে প্রথম থেকেই ‘সঠিক নয়’ বলে উল্লেখ করে আসছেন ট্রাম্প। তিনি ওই গোয়েন্দা প্রতিবেদনের সততা নিয়েও প্রশ্ন তুলেছেন। গোয়েন্দা সংস্থা সংবাদমাধ্যমে তথ্য ফাঁস করছে বলেও অভিযোগ করেন ট্রাম্প।

গোয়েন্দাদের সঙ্গে সম্পর্ক উন্নয়নের জন্যই ট্রাম্প ক্ষমতা গ্রহণের পর দিনই সিআইএ সদর দফতরে গিয়ে বক্তব্য রাখেন। ট্রাম্প বলেন, তিনি এক হাজার শতাংশ নিশ্চিতভাবেই গোয়েন্দাদের সঙ্গে আছেন।

তিনি আরও বলেন, ‘গোয়েন্দা সংস্থা ও সিআইএ শক্তিশালী করার জন্য ডোনাল্ড ট্রাম্পের মতো কেউ ভাবেন না। আমি আপনাদের শ্রদ্ধা করি ও ভালোবাসি।’

সূত্র: সিএনএন। 

/এসএ/

সম্পর্কিত
ইসরায়েল কি যুদ্ধবিরতির চুক্তিতে রাজি হবে?
এ বছর পুলিৎজার পেলো ৩ সংবাদমাধ্যম
পুতিনের পঞ্চম মেয়াদের শপথ অনুষ্ঠান বয়কট করলেন পশ্চিমা নেতারা
সর্বশেষ খবর
উপজেলায় ভোটের প্রস্তুতি, কেন্দ্রে কেন্দ্রে গেলো সরঞ্জাম
উপজেলায় ভোটের প্রস্তুতি, কেন্দ্রে কেন্দ্রে গেলো সরঞ্জাম
‘প্রমাণ-অপ্রমাণের যাত্রা সুদীর্ঘ, সেখানে জড়িয়ে আছে হাহাকার’
বিচারপ্রার্থীদের প্রসঙ্গে প্রধান বিচারপতি‘প্রমাণ-অপ্রমাণের যাত্রা সুদীর্ঘ, সেখানে জড়িয়ে আছে হাহাকার’
খালেদা জিয়ার শারীরিক অবস্থার দ্রুত অবনতি, বিএনপির প্রস্তুতি কী?
খালেদা জিয়ার শারীরিক অবস্থার দ্রুত অবনতি, বিএনপির প্রস্তুতি কী?
নিলামে উঠছে ম্যারাডোনার গোল্ডেন বল
নিলামে উঠছে ম্যারাডোনার গোল্ডেন বল
সর্বাধিক পঠিত
ভিটামিন ডি কমে গেলে কীভাবে বুঝবেন?
ভিটামিন ডি কমে গেলে কীভাবে বুঝবেন?
বৃষ্টি ও বন্যার কী পূর্বাভাস পাওয়া গেলো?
বৃষ্টি ও বন্যার কী পূর্বাভাস পাওয়া গেলো?
ছুড়ে দেওয়া সব তীর সাদরে গ্রহণ করলাম: ভাবনা
ছুড়ে দেওয়া সব তীর সাদরে গ্রহণ করলাম: ভাবনা
যুদ্ধবিরতির প্রস্তাবে রাজি হামাস, অগ্রহণযোগ্য বলছে ইসরায়েল
যুদ্ধবিরতির প্রস্তাবে রাজি হামাস, অগ্রহণযোগ্য বলছে ইসরায়েল
আসছে ব্যয় কমানোর বাজেট
আসছে ব্যয় কমানোর বাজেট