X
বৃহস্পতিবার, ০৩ জুলাই ২০২৫
১৯ আষাঢ় ১৪৩২

কম মজুরির জন্য বাংলাদেশকে দায়ী করছে যুক্তরাজ্যের পোশাক কারখানাগুলো

অদিতি খান্না, যুক্তরাজ্য
২৩ জানুয়ারি ২০১৭, ২৩:৪৬আপডেট : ২৩ জানুয়ারি ২০১৭, ২৩:৫৪





বাংলাদেশে পোশাক কারখানায় কর্মরত শ্রমিকরা
যুক্তরাজ্যের পোশাক কারখানাগুলো সেদেশে কম মজুরির জন্য বাংলাদেশকে দায়ী করেছে। তাদের দাবি, বাংলাদেশে নিম্নমজুরিতে আন্তর্জাতিক ব্র্যান্ডগুলো পোশাক তৈরি করতে পারছে বলেই যুক্তরাজ্যের গার্মেন্ট কারখানাগুলোর শ্রমিকদের মজুরি কমে গেছে। এ দাবি করা হয়েছে দেশটির চ্যানেল ফোর টেলিভিশনের এক অনুসন্ধানী প্রতিবেদনে। ওই প্রতিবেদনে দাবি করা হয়েছে, ইউরোপজুড়ে পোশাক  কারখানাগুলো যুক্তরাজ্যের নিম্নতম মজুরি ঘণ্টায় ৭ দশমিক ২০ পাউন্ডের চেয়েও কম মজুরি দিচ্ছে শ্রমিকদের।

এই অনুসন্ধানী প্রতিবেদনটিতে, চ্যানেল ফোর-এর  এক প্রতিবেদক ছদ্মবেশে লিচেস্টারভিত্তিক ফ্যাশন স্কয়ার লিমিটেড কারখানায় চাকরি নেন। এ কারখানাটি যুক্তরাজ্যের রিভার আইল্যান্ড নামক ফ্যাশন প্রতিষ্ঠানের পোশাকে লেবেলিং করে।

প্রতিবেদনে দেখা যায়, ছদ্মবেশে চাকরি নেওয়া প্রতিবেদককে তার ঊর্ধ্বতন কর্মকর্তা বলছেন, আমাদের নির্মিত পোশাকের জন্য বেশি মজুরি আমরা পাই না। আমাদেরকে বাংলাদেশ ও চীনের সঙ্গে প্রতিযোগিতা করতে হয়। ব্র্যান্ডগুলো ওইসব দেশে কম দামে পোশাক তৈরি করতে পারে। এখানে (যুক্তরাজ্যে) কিভাবে তারা কম মজুরিতে পোশাক তৈরি করবে? আমরা যদি দশ বা ছয় পাউন্ড মজুরি দেই তাহলে আমাদের লোকসানে পড়তে হবে।

ছদ্মবেশে কারখানায় চাকরি নেওয়া ওই প্রতিবেদককে প্রতি ঘণ্টায় কাজের জন্য ৩ পাউন্ড মজুরি দেওয়া হয়। তার কাজের মধ্যে ছিল রিভার আইল্যান্ডের পোশাক লেবেলিং করা।

চ্যানেল ফোর-এর এ অনুসন্ধানী প্রতিবেদন সম্পর্কে নিজেদের অবস্থান জানিয়েছে রিভার আইল্যান্ড। টুইটারে প্রতিষ্ঠানটি জানিয়েছে, ‘প্রতিবেদনে যে বিষয়টি গুরুত্ব সহকারে তুলে ধরা হয়েছে, তা অনুমোদনহীন কোম্পানিগুলোকে দিয়ে সাব-কন্ট্রাকটে কাজ করানোর নৈতিক অবস্থানবিরোধী।’

‘যে কোম্পানির কথা প্রতিবেদনে বলা হয়েছে, সেটি ২০১৬ সালের ফেব্রুয়ারি মাসে আমাদের অনুমোদিত কোম্পানির তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে। দুটি নীরিক্ষায় ব্যর্থ হওয়াতে তাদের বাদ দেওয়া হয়েছিল এবং আমাদের সরবরাহকারীদের জানানো হয়েছিল, কোনও অর্ডারের জন্য এই কারখানার শরণাপন্ন না হতে।’

‘আমরা বিষয়টি তদন্ত করছি এবং প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।’

ফ্যাশন স্কয়ার লিমিটেড কোনও শ্রমিককে ন্যূনতম মজুরির চেয়ে কম পারিশ্রমিক দেওয়ার কথা অস্বীকার করেছে।

এ প্রতিবেদনটি সামনে আসার পর ইউরোপের ফ্যাশন ইন্ডাস্ট্রিতে নিম্নমজুরি দেওয়ার প্রবণতার কারণে কারখানাগুলোকে আরও কঠোর নজরদারির আওতার আনার দাবি উঠেছে।

বাংলাদেশ বিশ্বের দ্বিতীয় বৃহত্তম পোশাক রফতানিকারক দেশ। প্রথম অবস্থানে রয়েছে চীন। ২০১৩ সালে রানা প্লাজা ধসের পর আন্তর্জাতিক জোট বাংলাদেশের কারখানাগুলোতে শ্রমিক ও কাজের পরিস্থিতি উন্নত করার জন্য কাজ করে যাচ্ছে।

এ বিষয়ে জানতে চাইলে যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশি হাই কমিশনার নাজমুল কুয়েনাইন বাংলা ট্রিবিউনকে বলেন, ‘পশ্চিমা জোট যা করতে বলেছিল তার প্রায় ৮০ শতাংশ করা হয়ে গেছে এবং অল্প কিছু করা বাকি আছে। বাংলাদেশের জন্য এটা একটি সাফল্য। তৈরি পোশাক শিল্প আমাদের শ্রমবাজারে কয়েক মিলিয়ন নারীকে নিয়ে এসেছে। তাদেরকে আমাদের  শিল্পের মূল ধারায় সঙ্গে জড়িত করা হচ্ছে। গত দশকে আমাদের দারিদ্র্য কমে ৪০ থেকে ২০ শতাংশে নেমে এসেছে।’

বাংলাদেশে গার্মেন্ট কারখানার পরিস্থিতি উন্নতির দিকে ধাবিত হওয়ার ফলে প্রতিবেদনটি পশ্চিমা কোম্পানিগুলোতে হয়তো আরও কঠোরতা চালুর বিষয়ে দৃষ্টি আকর্ষণ করবে।

/এএ/এপিএইচ/

সম্পর্কিত
ব্রিটেনে সন্ত্রাসী সংগঠন হিসেবে প্যালেস্টাইন অ্যাকশনকে নিষিদ্ধের অনুমোদন
ব্রিটিশ বিমানঘাঁটিতে অনুপ্রবেশ, ৪ ফিলিস্তিনপন্থির বিরুদ্ধে অভিযোগ গঠন
মার্কিন অস্ত্র সহায়তা স্থগিতে রুশ হামলা জোরদারের শঙ্কায় ইউক্রেন
সর্বশেষ খবর
জীববৈচিত্র্য রক্ষায় সুইডেনের সহায়তায় নেওয়া হচ্ছে বিশেষ প্রকল্প: পরিবেশ উপদেষ্টা
জীববৈচিত্র্য রক্ষায় সুইডেনের সহায়তায় নেওয়া হচ্ছে বিশেষ প্রকল্প: পরিবেশ উপদেষ্টা
গাইবান্ধায় গৃহবধূ হত্যা মামলায় পলাতক ৫ আসামি গ্রেফতার
গাইবান্ধায় গৃহবধূ হত্যা মামলায় পলাতক ৫ আসামি গ্রেফতার
বহুতল ভবনের ছাদ থেকে পড়ে প্রাণ গেলো শিশুর
বহুতল ভবনের ছাদ থেকে পড়ে প্রাণ গেলো শিশুর
মুগদায় ছিনতাইকারী সন্দেহে গণপিটুনি, তরুণের মৃত্যু
মুগদায় ছিনতাইকারী সন্দেহে গণপিটুনি, তরুণের মৃত্যু
সর্বাধিক পঠিত
নবম পে-কমিশন গঠনের কার্যক্রম শুরুর আশ্বাস অর্থ উপদেষ্টার
সংযুক্ত কর্মচারী প‌রিষ‌দের জরু‌রি সভানবম পে-কমিশন গঠনের কার্যক্রম শুরুর আশ্বাস অর্থ উপদেষ্টার
সরকারি চাকরি অধ্যাদেশের দ্বিতীয় সংশোধন উপদেষ্টা পরিষদে অনুমোদন
সরকারি চাকরি অধ্যাদেশের দ্বিতীয় সংশোধন উপদেষ্টা পরিষদে অনুমোদন
অনুদান কমিটি থেকে অভিনেত্রীর অব্যাহতি!
অনুদান কমিটি থেকে অভিনেত্রীর অব্যাহতি!
মুরাদনগরে দুই সন্তানসহ মাকে পিটিয়ে হত্যা
মুরাদনগরে দুই সন্তানসহ মাকে পিটিয়ে হত্যা
এনবিআর নিয়ে ‘কঠোর’ সরকার, আতঙ্কে শীর্ষ কর্মকর্তারা
এনবিআর নিয়ে ‘কঠোর’ সরকার, আতঙ্কে শীর্ষ কর্মকর্তারা