X
বৃহস্পতিবার, ০২ মে ২০২৪
১৯ বৈশাখ ১৪৩১

ইরানে হামলা করলে যুক্তরাষ্ট্রে অন্ধকার নামবে: তেহরান

‘বিদেশ ডেস্ক
১০ ফেব্রুয়ারি ২০১৭, ১৬:৪৮আপডেট : ১০ ফেব্রুয়ারি ২০১৭, ১৬:৪৯
image

ইরানে হামলা করলে যুক্তরাষ্ট্রে অন্ধকার নামবে: তেহরান ইরানে হামলা করলে যুক্তরাষ্ট্রে অন্ধকার নামবে; হুঁশিয়ারি দিয়েছে তেহরান।  বিপ্লব বার্ষিকীতে এই হুঁশিয়ারি দেয় তেহরান। সম্প্রতি এক অনুষ্ঠানে দেওয়া বক্তব্যে দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ী  বলেছিলেন,  আসন্ন বিপ্লব বার্ষিকীতে ইরানকে দেওয়া মার্কিন হুমকির জবাব দেওয়া হবে।

এর ধারাবাহিকতায় বিপ্লব বার্ষিকী উপলক্ষ্যে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরাকে দেওয়া সাক্ষাৎকারে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির প্রভাবশালী উপদেষ্টা আলি আকবর ভেলায়াতি এ হুঁশিয়ারি দেন।

ইরানের সামরিক বাহিনীর কমান্ডারদের এক অনুষ্ঠানে ইরানের সর্বোচ্চ নেতা বলেছিলেন, ‘ডোনাল্ড ট্রাম্প বলছেন, আমাকে ভয় কর। কিন্তু না! ইরানের জনগণ তার এ বক্তব্যের জবাব দেবে ২২ বাহমান বিপ্লব বার্ষিকীর দিন। হুমকির জবাবে ইরানের জনগণ কী ধরনের অবস্থান গ্রহণ করে সেদিন তারা তা দেখিয়ে দেবে।”

কয়েকদিন আগে এক টুইটার বার্তায় ট্রাম্প বলেছেন, “আগুন নিয়ে খেলছে ইরান। প্রেসিডেন্ট বারাক ওবামা তাদের প্রতি কতটা দয়ালু ছিলেন তারা তা মোটেই স্বীকার করে না; কিন্তু আমি তা করব না।” এর প্রেক্ষিতে সর্বোচ্চ নেতা সামরিক বাহিনীর অনুষ্ঠানে বলেছিলেন, “ট্রাম্প বলেছেন ইরানের জনগণের উচিত সাবেক প্রেসিডেন্ট ওবামার প্রতি কৃতজ্ঞ হওয়া। কিন্তু কেন? আমাদের কী উগ্র সন্ত্রাসী গোষ্ঠী দায়েশের প্রতি কৃতজ্ঞ হতে হবে? আমরা কী ইরাক ও সিরিয়ার সহিংসতার আগুনের প্রতি কৃতজ্ঞ হব? ২০০৯ সালে ইরানে যে বিশৃঙ্খলা সৃষ্টি করিয়েছিলেন ওবামা; আমরা কী তার প্রতি অন্ধ সমর্থন দেব?”

আলজাজিরাকে দেওয়া সাক্ষাৎকারে ইরানের ওপর সামরিক হামলা চালানো হলে ট্রাম্প প্রশাসনের জন্য অন্ধকার দিন নেমে আসবে বলেও সতর্ক করেছেন ইরানের সর্বোচ্চ নেতা। আল জাজিরাকে দেওয়া সাক্ষাৎকারে আলি আকবর বলেন, ‘ইরানের বিরুদ্ধে সামরিক হুমকি দেওয়ার সাহস যেন ওয়াশিংটন না করে।

তিনি বলেন, ‘আমেরিকানরা খুব ভালো করে জানে যে ইরান ও তার ভূরাজনৈতিক মিত্র দেশগুলো খুব কঠোরভাবে হামলার জবাব দিতে পারে।’ তিনি যোগ করেন, ‘আমেরিকার জন্য তা অন্ধকার দিন ডেকে নিয়ে আসবে।’

উল্লেখ্য, ফারসি ২২ বাহমান হচ্ছে ইরানের ইসলামি বিপ্লবের বার্ষিকী। ১৯৭৯ সালের এ দিনে ইরানের বিপ্লব চূড়ান্তভাবে সফল হয়। প্রতিবছর এই দিনটিতে ইরানের জনগণ সারাদেশে বিপ্লবের প্রতি সমর্থন জানিয়ে আনন্দ মিছিল ও সমাবেশ করে।

/এফইউ/বিএ/

সম্পর্কিত
চুক্তি হোক বা না হোক রাফাহতে ইসরায়েলি অভিযান চলবে: নেতানিয়াহু
হামাসকে ইসরায়েলের যুদ্ধবিরতি প্রস্তাব মেনে নেওয়ার আহ্বান ব্লিঙ্কেনের
গাজায় যুদ্ধবিরতি নাকি রাফাহতে হামলারাজনৈতিক সংশয়ের মুখোমুখি নেতানিয়াহু
সর্বশেষ খবর
রাফাহতে ইসরায়েলি হামলা ঠেকাতে ডেমোক্র্যাটদের চাপের মুখে বাইডেন
রাফাহতে ইসরায়েলি হামলা ঠেকাতে ডেমোক্র্যাটদের চাপের মুখে বাইডেন
মন্ত্রী-এমপির স্বজনদের প্রার্থিতায় নিরুৎসাহের কারণ ব্যাখ্যা করলেন শেখ হাসিনা
মন্ত্রী-এমপির স্বজনদের প্রার্থিতায় নিরুৎসাহের কারণ ব্যাখ্যা করলেন শেখ হাসিনা
জাল সনদে টেলিটকে চাকরি, পদন্নোতির সময় ধরা ৪ কর্মকর্তা
জাল সনদে টেলিটকে চাকরি, পদন্নোতির সময় ধরা ৪ কর্মকর্তা
পর্দায় বহাল থাকছে বাদ পড়া ‘ওমর’ ও ‘রাজকুমার’
পর্দায় বহাল থাকছে বাদ পড়া ‘ওমর’ ও ‘রাজকুমার’
সর্বাধিক পঠিত
শিশু ঝুমুরকে ধর্ষণ ও হত্যার বর্ণনা দিতে গিয়ে চোখ মুছলেন র‌্যাব কর্মকর্তা
শিশু ঝুমুরকে ধর্ষণ ও হত্যার বর্ণনা দিতে গিয়ে চোখ মুছলেন র‌্যাব কর্মকর্তা
মিল্টন সমাদ্দার আটক
মিল্টন সমাদ্দার আটক
আজও সর্বোচ্চ তাপমাত্রা যশোরে, পথচারীদের জন্য শরবত-পানির ব্যবস্থা
আজও সর্বোচ্চ তাপমাত্রা যশোরে, পথচারীদের জন্য শরবত-পানির ব্যবস্থা
একজন অপরাধীর গল্প বলতে চেয়েছিলেন তিশা
একজন অপরাধীর গল্প বলতে চেয়েছিলেন তিশা
মিল্টন সমাদ্দারের বিরুদ্ধে যেসব অভিযোগ তদন্ত করবে ডিবি
মিল্টন সমাদ্দারের বিরুদ্ধে যেসব অভিযোগ তদন্ত করবে ডিবি