X
সোমবার, ০৬ মে ২০২৪
২৩ বৈশাখ ১৪৩১

ইসরাইলে শব্দ করে আজান বন্ধে বিল পাস

বাংলা ট্রিবিউন ডেস্ক
১৩ ফেব্রুয়ারি ২০১৭, ০৪:৪০আপডেট : ১৩ ফেব্রুয়ারি ২০১৭, ০৪:৪০

আযানের শব্দ বন্ধে আইন ইসরাইলে শব্দ করে আজান দেওয়া বন্ধ করতে একটি আইনের খসড়ায় অনুমোদন দিয়েছে দেশটির বিচার মন্ত্রণালয়। ‘উপাসনার জন্য পাবলিক প্লেসে শব্দ প্রতিরোধ বিল’ শীর্ষক ওই আইনের খসড়াটি মন্ত্রণালয়ের বৈঠকে উপস্থাপন করা হয় এবং তা কণ্ঠ ভোটে পাস করা হয়। তবে মন্ত্রণালয় থেকে এর বেশি কিছু জানানো হয়নি। ইয়াহু নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

দেশটির বিচারমন্ত্রী আইলেট শেকডের নেতৃত্বে অনুষ্ঠিত বৈঠকে অনুমোদিত আইনের খসড়াটি এখন সরকারি বিল হিসেবে সংসদে উপস্থাপন করা হবে। যদিও ওই আইনের খসড়ায় নির্দিষ্ট কোনও ধর্মের কথা উল্লেখ করা হয়নি। আইনটি সাধারণত ‘মুয়াজ্জিন আইন’ হিসেবে পরিচিত। এর আগে এ আইনের খসড়াটি বাতিল করা হয়। যেখানে শুক্রবার সূর্য ডোবার পর উপাসনালয়গুলোতে সব প্রকার শব্দ নিষিদ্ধ করা হয়।

পরে খসড়াটি সংশোধন করে রাত ১১টা থেকে সকাল ৭টা পর্যন্ত ধর্মীয় উপাসনালয়গুলোতে সব ধরনের শব্দ নিষিদ্ধ করা হয়। ফলে মুসলমানদের দৈনিক পাঁচ ওয়াক্ত নামাজের প্রথম ওয়াক্তের আজানও নিষিদ্ধ করার প্রস্তাব করা হয়।

এক বার্তায় ইসরাইলের সংসদ সদস্য আইমান ওডেহ জানিয়েছেন, এই আইন শব্দ প্রতিরোধ বা মানসম্পন্ন জীবন নিশ্চিতের সঙ্গে সম্পর্কিত নয়। শুধুমাত্র সংখ্যালঘুদের মধ্যে একটি বর্ণবাদী উস্কানি সৃষ্টি করতে এই আইন করা হচ্ছে।

তিনি আরও বলেন, ‘এখানে নেতানিয়াহু সরকারের বর্ণবাদীদের কাছে মুয়াজ্জিনের কণ্ঠ অনেক দীর্ঘ মনে হয় এবং তারা তা বন্ধ করতে উঠেপড়ে লেগেছে।’

ইসরাইলের রাষ্ট্রপতি রিউভেন রিভলিন এই আইনের বিরুদ্ধে কথা বলেছেন, যা আরব ও মুসলিম দেশগুলোতে ছড়িয়ে পরে। এই আইনের প্রস্তাবকারী মতি জাগেভ বলেন, ‘আজানের কারণে সৃষ্ট ইসরাইলের লাখ লাখ অমুসলিমদের দৈনন্দিন অসুবিধা সমাধানে এই আইন করার প্রয়োজনীয়তা লক্ষ্য করা গেছে।’

/এসএনএইচ/  

আরও পড়ুন: ফিলিস্তিনিদের আজানেও ভয় ইসরায়েলের

 

সম্পর্কিত
চুক্তি হোক বা না হোক রাফাহতে ইসরায়েলি অভিযান চলবে: নেতানিয়াহু
হামাসকে ইসরায়েলের যুদ্ধবিরতি প্রস্তাব মেনে নেওয়ার আহ্বান ব্লিঙ্কেনের
গাজায় যুদ্ধবিরতি নাকি রাফাহতে হামলারাজনৈতিক সংশয়ের মুখোমুখি নেতানিয়াহু
সর্বশেষ খবর
আইপিডিসির নতুন উপ-ব্যবস্থাপনা পরিচালক আশিক হোসাইন
আইপিডিসির নতুন উপ-ব্যবস্থাপনা পরিচালক আশিক হোসাইন
বিজয়ের সেঞ্চুরিতে অপরাজিত চ্যাম্পিয়ন আবাহনী
বিজয়ের সেঞ্চুরিতে অপরাজিত চ্যাম্পিয়ন আবাহনী
যশোরে বার অ্যাসোসিয়েশন ভবন নির্মাণের আশ্বাস আইনমন্ত্রীর
যশোরে বার অ্যাসোসিয়েশন ভবন নির্মাণের আশ্বাস আইনমন্ত্রীর
সুন্দরবনে আগুনে ৫ একর এলাকার ক্ষতি
সুন্দরবনে আগুনে ৫ একর এলাকার ক্ষতি
সর্বাধিক পঠিত
অভিযোগের শেষ নেই মাদ্রাসায়, চলছে শুদ্ধি অভিযান
অভিযোগের শেষ নেই মাদ্রাসায়, চলছে শুদ্ধি অভিযান
চাকরিতে প্রবেশের বয়সসীমা নিয়ে যা বললেন জনপ্রশাসনমন্ত্রী
চাকরিতে প্রবেশের বয়সসীমা নিয়ে যা বললেন জনপ্রশাসনমন্ত্রী
কোন পথে এগোচ্ছে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ?
কোন পথে এগোচ্ছে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ?
এই ৬ বীজ নিয়মিত খেলে সুস্থ থাকতে পারবেন দীর্ঘদিন
এই ৬ বীজ নিয়মিত খেলে সুস্থ থাকতে পারবেন দীর্ঘদিন
মিল্টনের আশ্রমের দায়িত্ব যার হাতে গেলো
মিল্টনের আশ্রমের দায়িত্ব যার হাতে গেলো