X
রবিবার, ১৯ মে ২০২৪
৫ জ্যৈষ্ঠ ১৪৩১

ভয়াবহ জ্যামের কবলে ক্যালিফোর্নিয়ার লেক ওরোভিল, আটকে পড়া ব্যক্তিদের সরিয়ে নেওয়ার নির্দেশ

বিদেশ ডেস্ক
১৩ ফেব্রুয়ারি ২০১৭, ১২:০৯আপডেট : ১৩ ফেব্রুয়ারি ২০১৭, ১২:১০

ভয়াবহ জ্যামের কবলে ক্যালিফোর্নিয়ার লেক ওরোভিল, আটকে পড়া ব্যক্তিদের সরিয়ে নেওয়ার নির্দেশ ভয়াবহ জ্যামের কবলে পড়েছে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের লেক ওরোভিল এলাকা। এরইমধ্যে সেখানে আটকে পড়া ব্যক্তিদের সরিয়ে নিতে প্রশাসনকে নির্দেশ দেওয়া হয়েছে।

প্রত্যেক জলাধারের একটা নির্দিষ্ট ধারণক্ষমতা থাকে। সেই ধারণক্ষমতার চেয়ে বেশি পানি জলাধারে জমা হলে তা স্পিলওয়ে বা বিকল্প পথ দিয়ে ভাটিতে প্রবাহিত করা হয়। রবিবার যুক্তরাষ্ট্রের বৃহত্তম বাঁধের এমন একটি ইমার্জেন্সি স্পিলওয়ে-তে সমস্যার কারণে দীর্ঘ এ জ্যামের কবলে পড়েন বিপুল সংখ্যক মানুষ।

স্থানীয় সময় সকাল ৮টা ৩০ মিনিটে লেক অরোভিল সংলগ্ন কয়েক মাইল এলাকাজুড়ে দীর্ঘ জ্যাম তৈরি হয়। জ্যাম দীর্ঘ সময় পর্যন্ত বিলম্বিত হতে থাকলে নির্দিষ্ট সময়ে গন্তব্যে পৌঁছানো নিয়ে লোকজন আতঙ্কিত হয়ে পড়েন। ক্ষুব্ধ হয়ে পড়েন ওই এলাকার বাসিন্দারা।

ওই এলাকা ছাড়ার অনেক চেষ্টা করেও শেষ পর্যন্ত একটি গ্যাস স্টেশনে থেমে যান কাইসি লেভিয়াস এবং তার স্বামী।

কর্তৃপক্ষের আশঙ্কা, ওই ইমার্জেন্সি স্পিলওয়ে অকার্যকর হয়ে পড়লে সেখানে আটকা পড়বেন প্রায় লাখখানেক মানুষ। দীর্ঘ জ্যামের কবলে পড়ে অনেকে ভিড় জমান গ্যাস স্টেশনে।

এর আগে সকাল ৮টার দিকে অন্তত এক লাখ ৩০ হাজার মানুষ তাদের দীর্ঘ এ জ্যামের কবল থেকে উদ্ধারের জন্য কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান।

কর্মকর্তারা অবশ্য জানিয়েছেন, অরোভিল লেকের পানির স্তর নামতে শুরু করলেও এখনও বাঁধের ওপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছে। ব্যাপক পানিপ্রবাহের কারণে প্রধান স্পিলওয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে।

কর্মকর্তারা জানিয়েছেন, অরোভিল, গ্রিডলে, লাইভ ওয়াক, মেরিসভিল, হুইট ল্যান্ড, ইউবা সিটি, প্লুমাস লেক এবং অলিভহার্স্ট এলাকায়  আটকে পড়া ব্যক্তিদের উদ্ধারে কর্তৃপক্ষের তরফ থেকে নির্দেশনা দেওয়া হয়েছে। সূত্র: এপি।

/এমপি/

সম্পর্কিত
ডক্টরেট ডিগ্রি পেলো বিড়াল!
জিএসপি সুবিধা ফিরিয়ে দেওয়ার কথা বলেছে যুক্তরাষ্ট্র: পররাষ্ট্রমন্ত্রী
‘ভেবেছিলাম দেশের সমস্যা ক্ষণস্থায়ী, এখন আরও বেড়েছে’
সর্বশেষ খবর
‘জার্মানির তৃতীয় বিভাগের ক্লাবের সঙ্গেও বাংলাদেশকে মেলানো যায় না’
‘জার্মানির তৃতীয় বিভাগের ক্লাবের সঙ্গেও বাংলাদেশকে মেলানো যায় না’
তোরণ ও ব্যানার টানিয়ে জরিমানা গুনলেন তিন প্রার্থী
তোরণ ও ব্যানার টানিয়ে জরিমানা গুনলেন তিন প্রার্থী
ভারতীয় পেঁয়াজে রফতানি মূল্য নির্ধারণ, বিপাকে আমদানিকারকরা
ভারতীয় পেঁয়াজে রফতানি মূল্য নির্ধারণ, বিপাকে আমদানিকারকরা
টিভিতে আজকের খেলা (১৯ মে, ২০২৪)
টিভিতে আজকের খেলা (১৯ মে, ২০২৪)
সর্বাধিক পঠিত
মামুনুল হক ডিবিতে
মামুনুল হক ডিবিতে
৩০ শতাংশ বেতন বৃদ্ধির দাবি তৃতীয় শ্রেণির সরকারি কর্মচারীদের
৩০ শতাংশ বেতন বৃদ্ধির দাবি তৃতীয় শ্রেণির সরকারি কর্মচারীদের
আমেরিকা যাচ্ছেন ৩০ ব্যাংকের এমডি
আমেরিকা যাচ্ছেন ৩০ ব্যাংকের এমডি
নীরবে মামুনুল হক,  শাপলা চত্বরের ঘটনা বিশ্লেষণের সিদ্ধান্ত
নীরবে মামুনুল হক, শাপলা চত্বরের ঘটনা বিশ্লেষণের সিদ্ধান্ত
মোবাইল আনতে ডিবি কার্যালয়ে মামুনুল হক
মোবাইল আনতে ডিবি কার্যালয়ে মামুনুল হক