X
বুধবার, ০৮ মে ২০২৪
২৫ বৈশাখ ১৪৩১

ওয়ার্ল্ড প্রেস ফটো পুরস্কার পেল রুশ রাষ্ট্রদূত হত্যার সেই ছবি

বিদেশ ডেস্ক
১৩ ফেব্রুয়ারি ২০১৭, ১৯:২৬আপডেট : ১৩ ফেব্রুয়ারি ২০১৭, ১৯:২৮
image

তুরস্কের সেই ছবি তুরস্কে নিয়োজিত রাশিয়ার রাষ্ট্রদূতকে হত্যার ছবি ধারণকারী বুরহার ওজবিলিচি নামের সেই ফটোগ্রাফারকে ওয়ার্ল্ড প্রেস ফটো ২০১৭ পুরস্কার দেওয়া হয়েছে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা সোমবারের (১৩ ফেব্রুয়ারি) এক প্রতিবেদনে খবরটি জানিয়েছে।

ছবিটিতে দেখা গেছে, আঙ্কারার একটি আর্ট গ্যালারিতে রুশ রাষ্ট্রদূত আন্দ্রে কার্লভকে গুলি করার পর হত্যাকারী মেভলুট মার্ট আলটিনটাস উল্লাস করছে। আর এ ছবির ধারণকারী বুরহান হলেন ফরাসি বার্তা সংস্থা এপির ফটোগ্রাফার। পুরস্কারজয়ী এ ছবিটি ওই ঘটনার সময় তোলা সিরিজ ছবিরই অংশ। সিরিজটিতে রুশ রাষ্ট্রদূতকে গুলি করার আগের ওপরের বেশ কয়েকটি ছবি আছে। বুরহান ওই সিরিজটির শিরোনাম দিয়েছেন ‘অ্যান অ্যাসসাসিনেশন ইন টার্কি’ অর্থাৎ ‘তুরস্কের এক হত্যাকাণ্ড’।

ঘটনাটি ঘটেছিল গত বছরের ১৯ ডিসেম্বর। একটি আর্ট গ্যালারি পরিদর্শন করছিলেন তুরস্কে নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত আন্দ্রেই কারলভ। হঠাৎই হামলার শিকার হন তিনি। ‘তুর্কিদের চোখে রাশিয়া’ শিরোনামের প্রদর্শনীতে বক্তব্য দেওয়ার সময় কারলভকে লক্ষ্য করে গুলি চালানো হয়। বন্দুকধারীর ওই হামলায় কারলভ গুলিবিদ্ধ এবং নিহত হন। রাষ্ট্রদূতকে গুলি করার পর হামলাকারী অনুষ্ঠানের সব অতিথিকে চলে যাওয়ার সুযোগ দেয়। কারলভকে গুলির পর গ্যালারিতে বন্দুকযুদ্ধ চলে কিছুক্ষণ। পরে নিরাপত্তা বাহিনীর গুলিতে নিহত হয় আলটিনটাস।

সিরিয়ায় রুশ বাহিনীর হস্তক্ষেপের প্রতিবাদে তুরস্কে বিক্ষোভের একদিন পরই এ হামলা চালানো হয়।

২০১৩ সাল থেকে আন্দ্রেই কারলভ তুরস্কে রুশ রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করছিলেন। তার হত্যাকারী মেভলুট মার্ট আলটিনটাস গত আড়াই বছর ধরে দাঙ্গা পুলিশের হয়ে কাজ করেছেন। তবে সেসময় নিরাপত্তা সূত্রের বরাত দিয়ে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছিল,হত্যাকাণ্ড সংঘটিত হওয়ার সময় মেভলুট মার্ট আলটিনটাস কোথাও কর্তব্যরত অবস্থায় ছিলেন না। হামলার সময় আলটিনটাস ‘আল্লাহ আকবর’ ও ‘আলেপ্পোর কথা ভুলে যেও না’ বলে চিৎকার করেছে।

/এফইউ/

সম্পর্কিত
হামাসের সংশোধিত প্রস্তাব গাজায় যুদ্ধবিরতি অচলাবস্থা ভাঙতে পারে: যুক্তরাষ্ট্র
মধ্যপ্রাচ্যেও চালু হচ্ছে শেনজেন স্টাইলের ভিসা?
চুক্তি হোক বা না হোক রাফাহতে ইসরায়েলি অভিযান চলবে: নেতানিয়াহু
সর্বশেষ খবর
আওয়ামী লীগের যৌথসভা শুক্রবার
আওয়ামী লীগের যৌথসভা শুক্রবার
সড়কে নিম্নমানের বিটুমিন: ঝিনাইদহ-কালীগঞ্জ মহাসড়ক পরিদর্শন দুদকের
সড়কে নিম্নমানের বিটুমিন: ঝিনাইদহ-কালীগঞ্জ মহাসড়ক পরিদর্শন দুদকের
গণমাধ্যমের তথ্যপ্রাপ্তির অধিকার নিশ্চিত করা হবে: আরাফাত
গণমাধ্যমের তথ্যপ্রাপ্তির অধিকার নিশ্চিত করা হবে: আরাফাত
‘ধান কাটা ও ঝড়বৃষ্টির কারণে ভোটার উপস্থিতি কম, তবে সন্তোষজনক’
‘ধান কাটা ও ঝড়বৃষ্টির কারণে ভোটার উপস্থিতি কম, তবে সন্তোষজনক’
সর্বাধিক পঠিত
শনিবারে স্কুল খোলা: আন্দোলন করলে বাতিল হতে পারে এমপিও
শনিবারে স্কুল খোলা: আন্দোলন করলে বাতিল হতে পারে এমপিও
শেখ হাসিনাই হচ্ছেন ভারতে নতুন সরকারের প্রথম বিদেশি অতিথি
শেখ হাসিনাই হচ্ছেন ভারতে নতুন সরকারের প্রথম বিদেশি অতিথি
প্রথম ধাপের উপজেলা নির্বাচন আজ
প্রথম ধাপের উপজেলা নির্বাচন আজ
কেমন আছেন মিল্টনের আশ্রমে আশ্রিতরা
কেমন আছেন মিল্টনের আশ্রমে আশ্রিতরা
‘চুন্নু স্বৈরাচারের দোসর’, বললেন ব্যারিস্টার সুমন
‘চুন্নু স্বৈরাচারের দোসর’, বললেন ব্যারিস্টার সুমন