X
মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪
১৭ বৈশাখ ১৪৩১

কয়েক ঘণ্টার মধ্যেই ট্রাম্প-নেতানিয়াহু বৈঠক

বিদেশ ডেস্ক
১৫ ফেব্রুয়ারি ২০১৭, ১৬:০৩আপডেট : ১৫ ফেব্রুয়ারি ২০১৭, ১৬:১১
image

noname মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে প্রথমবারের মতো দেখা করতে যাচ্ছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানইয়াহু। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরার খবরে বলা হয়, বুধবার হোয়াইট হাউসে দুই নেতার মধ্যে বৈঠক অনুষ্ঠিত হবে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা খবরটি নিশ্চিত করেছে।

ট্রাম্পের শপথের পর এটাই বহুমাত্রিক সম্পর্কে সম্পর্কিত এই দুই দেশের শীর্ষ নেতার প্রথম বৈঠক। ইরানের সঙ্গে পরমাণু চুক্তির পর বিগত মার্কিন প্রশাসনের সঙ্গে সম্পর্কের অবনতি হয় ইসরায়েলের। পরে এ বছর জানুয়ারিতে ওবামা প্রশাসনের সঙ্গে সম্পর্ক ভয়াবহ তিক্ততায় পর্যবসিত হয়। তখন ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানইয়াহু নতুন মার্কিন প্রশাসনের সঙ্গে মিলে ফিলিস্তিনবিরোধী ভূমিকা নেওয়ার কথা জানান। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও ইসরায়েলের অবৈধ বসতির পক্ষে প্রকাশ্য অবস্থান নেন। বিদায়ী ওবামা প্রশাসন-এর সঙ্গে দ্বন্দ্বে জড়িয়ে পড়ে।

আলজাজিরার খবর বলছে, বুধবারের গুরুত্বপূর্ণ এই বৈঠকে ট্রাম্প এবং নেতানইয়াহু ইসরায়েল-প্যালেস্টাইন শান্তি প্রক্রিয়া নিয়ে আলোচনা করবেন। সেখানে ফিলিস্তিনি ভূমিতে অবৈধ বসতির বিস্তৃতির প্রসঙ্গও আলাপ হবে। এছাড়া ইরানের সঙ্গে সংঘটিত মার্কিন শান্তিচুক্তিও আলোচ্য হবে। দুই নেতা সিরীয় যুদ্ধ নিয়েও আলোচনা করবেন বলে খবর দিয়েছে আলজাজিরা।

আলজাজিরায় বলা হয়েছে, ইসরায়েলের রাজনীতি জেরুজালেমে সরিয়ে নেওয়ার ব্যাপারেও আলোচনা করবেন দুই নেতা।

ট্রাম্প-নেতানিয়াহু

হোয়াইট হাউসের মুখপাত্র শন স্পাইসার-এর বরাত দিয়ে আলজাজিরা জানিয়েছে, মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠায় একটি পূণাঙ্গ চুক্তিতে পৌঁছানোর চেষ্টা নিয়েও আলাপ হবে ট্রাম্প-নেতানইয়াহু বৈঠকে।  

গত জানুয়ারিতে ১৫ সদস্যবিশিষ্ট জাতিসংঘের নিরাপত্তা পরিষদে ফিলিস্তিনে ইসরায়েলি বসতি নির্মাণ বন্ধে একটি প্রস্তাব পাশ হয়। ওই প্রস্তাবে বলা হয়, ‘১৯৬৭ সাল থেকে ফিলিস্তিনি ভূখণ্ডে ইসরায়েল যে বসতি স্থাপন করে যাচ্ছে, তার কোনও আইনি ভিত্তি নেই।’

 ইসরায়েল সমর্থক হিসেবে পরিচিত ডোনাল্ড ট্রাম্প মার্কিন প্রেসিডেন্টের দায়িত্ব নেওয়ার পরই ফিলিস্তিনের দখলকৃত পূর্ব জেরুজালেম এলাকায় বসতি স্থাপনে নতুন করে অনুমোদন দেয় ইসরায়েল। জেরুজালেমের ডেপুটি মেয়র মেইর টার্গমেন বার্তা সংস্থা এএফপিকে বসতি স্থাপনের অনুমোদনের বিষয়টি নিশ্চিত। 

উল্লেখ্য, ১৯৬৭ সালে আরব-ইসরায়েল যুদ্ধে ইসরায়েল ফিলিস্তিনসহ অন্যান্য আরব রাষ্ট্রের একটা বড় অংশ দখল করে নেয়। পরে আন্তর্জাতিক চুক্তি অনুযায়ী ইসরায়েলের সীমানা নির্ধারণ করা হয়। আর দখলীকৃত ভূখণ্ডে ইসরায়েল রাষ্ট্রের জন্য নির্ধারিত ওই সীমানার বাইরের বাদবাকি ফিলিস্তিনি ভূখণ্ডে স্বাধীন রাষ্ট্র গঠনের সিদ্ধান্ত হয়। এই সমাধান প্রকল্পকেই দ্বি-রাষ্ট্র ভিত্তিক সমাধান বলা হয়ে থাকে। তবে আজও তা আলোর মুখ দেখেনি।

১৯৬৭ সালের সীমানা অনুযায়ী, বর্তমানে পূর্ব জেরুজালেম, গাজা ও পশ্চিম তীরের অধিকৃত ভূখণ্ডে ইসরায়েলের অন্তত ১৯৭টি সেটেলার বসতি রয়েছে, যেখানে বাস করছেন প্রায় ৬ লাখ ইসরায়েলি। ওইসব স্থান থেকে প্রায় ২৬ লাখ ফিলিস্তিনিকে উচ্ছেদ করা হয়।

/বিএ/

সম্পর্কিত
হামাসকে ইসরায়েলের যুদ্ধবিরতি প্রস্তাব মেনে নেওয়ার আহ্বান ব্লিঙ্কেনের
গাজায় যুদ্ধবিরতি নাকি রাফাহতে হামলারাজনৈতিক সংশয়ের মুখোমুখি নেতানিয়াহু
মেক্সিকোতে সড়ক দুর্ঘটনায় নিহত অন্তত ১৮
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা (৩০ এপ্রিল, ২০২৪)
টিভিতে আজকের খেলা (৩০ এপ্রিল, ২০২৪)
রাজশাহীতে গরমে নাকাল প্রাণিকুল, মারা যাচ্ছে পাখি
রাজশাহীতে গরমে নাকাল প্রাণিকুল, মারা যাচ্ছে পাখি
দুর্নীতির অভিযোগে ইসলামপুর পৌর মেয়র বরখাস্ত
দুর্নীতির অভিযোগে ইসলামপুর পৌর মেয়র বরখাস্ত
মাটি কাটার সময় ‘গরমে অসুস্থ হয়ে’ নারী শ্রমিকের মৃত্যু
মাটি কাটার সময় ‘গরমে অসুস্থ হয়ে’ নারী শ্রমিকের মৃত্যু
সর্বাধিক পঠিত
‘পুলিশ’ স্টিকার লাগানো গাড়িতে অভিযান চালাবে পুলিশ
‘পুলিশ’ স্টিকার লাগানো গাড়িতে অভিযান চালাবে পুলিশ
আজ কি বৃষ্টি হবে?
আজ কি বৃষ্টি হবে?
জালিয়াতির মামলায় সাবেক ব্যাংক কর্মকর্তার ২৬ বছরের কারাদণ্ড
জালিয়াতির মামলায় সাবেক ব্যাংক কর্মকর্তার ২৬ বছরের কারাদণ্ড
মঙ্গলবার দুই বিভাগের সব, তিন বিভাগের আংশিক শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে
মঙ্গলবার দুই বিভাগের সব, তিন বিভাগের আংশিক শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে
এসি কেনার আগে মনে রাখতে হবে এই ৭ বিষয়
এসি কেনার আগে মনে রাখতে হবে এই ৭ বিষয়