X
সোমবার, ২৯ এপ্রিল ২০২৪
১৬ বৈশাখ ১৪৩১

‘জাতিসংঘ মিশনে ফিলিস্তিনি নেতার নিয়োগ আটকে মারাত্মক ভুল করেছে ওয়াশিংটন’

বিদেশ ডেস্ক
১৯ ফেব্রুয়ারি ২০১৭, ১২:০২আপডেট : ১৯ ফেব্রুয়ারি ২০১৭, ১২:১০
image

আন্তোনিও গুতেরেস লিবিয়ায় জাতিসংঘের প্রতিনিধি হিসেবে ফিলিস্তিনের সাবেক প্রধানমন্ত্রী সালাম ফায়াদের নিয়োগে ভেটো দিয়ে ‘মারাত্মক ভুল’ করেছে ট্রাম্প প্রশাসন। শনিবার মিউনিখ নিরাপত্তা সম্মেলনে দেওয়া ভাষণে জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস ওই অভিযোগ করেন।

গুতেরেস বলেন, ‘প্রতিটি ব্যক্তির এ বিষয়টি অনুধাবন করা জরুরি যে, জাতিসংঘে যারা কাজ করেন তারা তাদের ব্যক্তিগত যোগ্যতায় এ সেবা করার সুযোগ পায়। তারা কোনও দেশ বা সরকারের প্রতিনিধিত্ব করে না।’

ফায়াদের নিয়োগ আটকে যাওয়ায় দুঃখ প্রকাশ করে গুতেরেস বলেছেন, ‘তিনি হতেন সঠিক সময়ে সঠিক কাজের জন্য সঠিক মানুষ।’

তিনি আরও বলেন, ‘আমি তার নিয়োগের বিরুদ্ধে অবস্থান নেওয়ার কোনও কারণ খুঁজে পাই না। আর এজন্য আমি গভীরভাবে দুঃখিত। এটা লিবিয়ার শান্তি প্রক্রিয়া এবং লিবীয় জনগণের জন্য এক ক্ষতি।’

গুতেরেস গত সপ্তাহে সাবেক ফিলিস্তিনি প্রধানমন্ত্রী সালাম ফায়াদকে লিবিয়ায় জাতিসংঘের রাজনৈতিক মিশনের প্রধান হিসেবে নিয়োগ দিয়েছিলেন। কিন্তু মার্কিন সরকার ভেটো ক্ষমতা প্রয়োগ করে ওই নিয়োগ আটকে দেয়।

উল্লেখ্য, সালাম ফায়াদের মনোনয়নের কঠোর সমালোচনা করেন জাতিসংঘে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত নিক্কি হ্যালে। তিনি বলেন, জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস নিরাপত্তা পরিষদকে লেখা চিঠিতে সালাম ফায়াদকে নিয়োগের অভিপ্রায় ব্যক্ত করায় ট্রাম্প প্রশাসন হতাশ।’ 

নিক্কি হ্যালে আরও বলেন, ‘দীর্ঘদিন ধরেই আমাদের মিত্র ইসরায়েলের ক্ষতি করে অন্যায্যভাবে ফিলিস্তিনি কর্তৃপক্ষের অনুকূলে রয়েছে জাতিসংঘ।’

জাতিসংঘ নিরাপত্তা পরিষদের ১৫টি সদস্য দেশের ১৪টিই তার পক্ষে ভোট দিয়েছে। তবে এতে বাধ সাধে যুক্তরাষ্ট্রের ট্রাম্প প্রশাসন।

ফিলিস্তিন জাতিসংঘের পূর্ণ সদস্য রাষ্ট্র নয়। তবে দেশটি বিশ্বসংস্থার পর্যবেক্ষক সদস্যের মর্যাদা লাভ করেছে। জাতিসংঘের ১৯৩টি সদস্য রাষ্ট্রের মধ্যে ১৩৭টি রাষ্ট্রই ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছে। ২০০৭ থেকে ২০১৩ সাল পর্যন্ত ফিলিস্তিনের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন সালাম ফায়াদ।

এছাড়া ৬৪ বছর বয়সী এই ফিলিস্তিনি রাজনীতিবিদ দুই দফায় ২০০২ থেকে ২০০৫ এবং ২০০৭ থেকে  ২০১২ সাল পর্যন্ত ফিলিস্তিনের অর্থমন্ত্রীর দায়িত্ব পালন করেন।

সূত্র: জাতিসংঘ ওয়েবসাইট।

/এসএ/

সম্পর্কিত
ইংলিশ চ্যানেল পাড়ি দিতে গিয়ে অন্তত ৫ অভিবাসী নিহত
ইউরোপে স্বাস্থ্যের জন্য ক্ষতিকর তাপমাত্রা বাড়ছে
রুশ বিদ্যুৎকেন্দ্রে ইউক্রেনের হামলা, ৫০টি ড্রোন ভূপাতিতের দাবি মস্কোর
সর্বশেষ খবর
সোহেল চৌধুরী হত্যা মামলার রায়ের তারিখ ঘোষণা
সোহেল চৌধুরী হত্যা মামলার রায়ের তারিখ ঘোষণা
সালাউদ্দিনের সমালোচনা আর ঢাকার গরম নিয়ে বাংলাদেশ কোচ যা বললেন
সালাউদ্দিনের সমালোচনা আর ঢাকার গরম নিয়ে বাংলাদেশ কোচ যা বললেন
১০ দিনে ভরিতে কমলো ৮ হাজার টাকা
সোনার দাম১০ দিনে ভরিতে কমলো ৮ হাজার টাকা
আওয়ামী লীগের সংসদীয় দলের সভা ২ মে
আওয়ামী লীগের সংসদীয় দলের সভা ২ মে
সর্বাধিক পঠিত
থেমে যেতে পারে ব্যাংকের একীভূত প্রক্রিয়া
থেমে যেতে পারে ব্যাংকের একীভূত প্রক্রিয়া
শরীরের তাপ কমায় এই ৮ খাবার
শরীরের তাপ কমায় এই ৮ খাবার
ভেসে আসা ‘টর্পেডো’ উদ্ধারে কাজ করছে নৌবাহিনী ও কোস্টগার্ড
ভেসে আসা ‘টর্পেডো’ উদ্ধারে কাজ করছে নৌবাহিনী ও কোস্টগার্ড
‘পুলিশ’ স্টিকার লাগানো গাড়িতে অভিযান চালাবে পুলিশ
‘পুলিশ’ স্টিকার লাগানো গাড়িতে অভিযান চালাবে পুলিশ
প্রাথমিক বাদে সোমবার ৫ জেলার সব স্কুল-কলেজ-মাদ্রাসা বন্ধ
প্রাথমিক বাদে সোমবার ৫ জেলার সব স্কুল-কলেজ-মাদ্রাসা বন্ধ