X
সোমবার, ০৬ মে ২০২৪
২৩ বৈশাখ ১৪৩১

প্রতিরক্ষা খাতে অতিরিক্ত ৫৪০০ কোটি ডলার বরাদ্দের সিদ্ধান্ত ট্রাম্পের

বিদেশ ডেস্ক
২৮ ফেব্রুয়ারি ২০১৭, ০৯:৫৩আপডেট : ২৮ ফেব্রুয়ারি ২০১৭, ১০:১৫
image

বাজেটে প্রতিরক্ষা খরচ ১০ শতাংশ বাড়ানোর পরিকল্পনা ট্রাম্পের মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাবিত বাজেটে প্রতিরক্ষা খাতে বড় অংকের বৃদ্ধির কথা আগেই জানা গেছে। এবারের বাজেটে প্রতিরক্ষা খাত প্রায় ১০ শতাংশ বৃদ্ধির পরিকল্পনা করেছেন ট্রাম্প।

বাজেটের ব্লুপ্রিন্ট অনুযায়ী, প্রতিরক্ষা বাজেট প্রায় পাঁচ হাজার ৪০০ কোটি ডলার বৃদ্ধি পাবে। এই অতিরিক্ত অর্থ আসবে বৈদেশিক ত্রাণ ও পরিবেশ রক্ষার বিভিন্ন কার্যক্রমে বরাদ্দ কমানোর মাধ্যমে।

ট্রাম্পের পরিকল্পনা হলো নাগরিক কল্যাণমূলক বড় কার্যক্রমে কাটছাট না করার। যদিও রিপাবলিকানরা এসব কার্যক্রমে সংস্কার চাইছেন।

প্রেসিডেন্ট ট্রাম্প সরকারি সংস্থাগুলোর সঙ্গে তার বাজেট নিয়ে কথা বলেছেন এবং মে মাসে কংগ্রেসের সামনে তা উপস্থাপন করবেন। এর মধ্যেই তাকে নিশ্চিত করতে হবে কর ব্যবস্থার সংস্কারের মতো সরকারি সংস্থাগুলো অর্থ বাঁচাতে সক্ষম হচ্ছে কিনা!

হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি শন স্পাইসার সংবাদ সম্মেলনে জানিয়েছেন, ‘প্রেসিডেন্ট দেশের প্রতি এক আশাবাদী দৃষ্টিভঙ্গি তুলে ধরবেন।’ এর মধ্য দিয়ে ‘মার্কিন চেতনা’ উজ্জীবিত হবে বলেও তিনি দাবি করেন।

ট্রাম্পের বৃহৎ সামরিক অবকাঠামো গড়ে তোলা নিয়ে প্রশ্ন করা হলে স্পাইসার বলেন, এ নিয়ে কংগ্রেসে দীর্ঘ-মেয়াদী আলোচনা করা হবে। ট্রাম্পকে তার বাজেট পাস করাতে কংগ্রেসের সমর্থন জরুরি। কংগ্রেসের উভয় কক্ষে রিপাবলিকানরা ক্ষমতাসীন হলেও তারা সবাই ট্রাম্পের কথার সঙ্গে একমত পোষণ করেন না।

সোমবার ট্রাম্প স্থানীয় গভর্নর এবং স্বাস্থ্য বিমা কোম্পানির সঙ্গে বৈঠক করেছেন। তিনি বলেছেন, ‘এবারের বাজেট হবে জনস্বার্থ ও জাতীয় সুরক্ষার বাজেট।’

ট্রাম্প আরও বলেন, ‘মার্কিন সেনাবাহিনীকে নতুন করে গড়ে তুলতে এবারের বাজেটে প্রতিরক্ষা খাতে ঐতিহাসিকভাবে বড় অংকের বৃদ্ধি দেখা যাবে।’

তিনি আরও বলেন, ‘আমরা সীমিত সামর্থ্য দিয়ে বেশি কিছু করার চেষ্টা করছি। সেই সঙ্গে সরকারকে জনগণের কাছে দায়বদ্ধ থাকতে হবে। আমরা যে অর্থ ব্যয় করি, তা দিয়ে আরও বেশি কিছু করা সম্ভব।’

সোমবার হোয়াইট হাউস জানিয়েছে, ট্যাঙ্ক, যুদ্ধজাহাজ এবং সমরাস্ত্র ব্যবস্থা উন্নয়নে ট্রাম্প প্রায় পাঁচ হাজার ৪০০ কোটি ডলার প্রয়োজন বলে ট্রাম্প জানাবেন কংগ্রেসকে। আর এই অতিরিক্ত সামরিক খরচ নাগরিক ও পরিবেশ সুরক্ষায় দেওয়া বরাদ্দ থেকে কেটে নেওয়া হবে।

তবে রিপাবলিকান সিনেটর জন ম্যাককেইন বলেছেন, ৬০ হাজার ৩০০ কোটি ডলারের এই প্রতিরক্ষা বাজেটে হোয়াইট হাউস কর্মকর্তারা যা যা চাইছেন, তা করা সম্ভব হবে না।

সূত্র: বিবিসি।

/এসএ/বিএ/

সম্পর্কিত
মিসরে চলমান যুদ্ধবিরতির আলোচনা, গাজায় বোমা ফেলছে ইসরায়েল
দ্বিতীয় সপ্তাহে যুক্তরাষ্ট্রে ফিলিস্তিনপন্থি বিক্ষোভ, আটক ২ সহস্রাধিক
মন্ত্রী-এমপির স্বজনদের বিরত রাখা নীতিগত সিদ্ধান্ত, আইনি নয়: কাদের
সর্বশেষ খবর
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের গাছে ঝুলছিল যুবকের লাশ
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের গাছে ঝুলছিল যুবকের লাশ
বৃষ্টিতে চট্টগ্রাম নগরীতে ভেঙে পড়েছে গাছ-খুঁটি, কয়েক স্থানে জলাবদ্ধতা
বৃষ্টিতে চট্টগ্রাম নগরীতে ভেঙে পড়েছে গাছ-খুঁটি, কয়েক স্থানে জলাবদ্ধতা
চাকরিতে প্রবেশের বয়স বাড়ানো নিয়ে যা বললেন জনপ্রশাসনমন্ত্রী
চাকরিতে প্রবেশের বয়স বাড়ানো নিয়ে যা বললেন জনপ্রশাসনমন্ত্রী
খিলক্ষেতে নকশাবহির্ভূত ভবনে রাজউকের উচ্ছেদ অভিযান
খিলক্ষেতে নকশাবহির্ভূত ভবনে রাজউকের উচ্ছেদ অভিযান
সর্বাধিক পঠিত
অভিযোগের শেষ নেই মাদ্রাসায়, চলছে শুদ্ধি অভিযান
অভিযোগের শেষ নেই মাদ্রাসায়, চলছে শুদ্ধি অভিযান
চাকরিতে প্রবেশের বয়সসীমা নিয়ে যা বললেন জনপ্রশাসনমন্ত্রী
চাকরিতে প্রবেশের বয়সসীমা নিয়ে যা বললেন জনপ্রশাসনমন্ত্রী
কোন পথে এগোচ্ছে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ?
কোন পথে এগোচ্ছে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ?
এই ৬ বীজ নিয়মিত খেলে সুস্থ থাকতে পারবেন দীর্ঘদিন
এই ৬ বীজ নিয়মিত খেলে সুস্থ থাকতে পারবেন দীর্ঘদিন
পুলিশ-সাংবাদিক-আইনজীবী স্টিকারের ছড়াছড়ি, ব্যবস্থা নিতে মাঠে নেমেছে পুলিশ
পুলিশ-সাংবাদিক-আইনজীবী স্টিকারের ছড়াছড়ি, ব্যবস্থা নিতে মাঠে নেমেছে পুলিশ