X
শনিবার, ০৪ মে ২০২৪
২০ বৈশাখ ১৪৩১

পাকিস্তানে এক মঞ্চে এরদোয়ান-রুহানি

বিদেশ ডেস্ক
০১ মার্চ ২০১৭, ২০:৫৫আপডেট : ০১ মার্চ ২০১৭, ২০:৫৯

পাকিস্তানে এক মঞ্চে এরদোয়ান-রুহানি
সিরিয়া ইস্যুতে ব্যাপক মতপার্থক্যের মধ্যেই পাকিস্তানে এক মঞ্চে মিলিত হয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোয়ান এবং ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি। বুধবার ইসলামাবাদে শুরু হওয়া ১৩তম ইকোনোমিক কো-অপারেশন অর্গানাইজেশন (ইসিও) সম্মেলনে যোগ দিতে বর্তমানে পাকিস্তান সফরে আছেন দুই নেতা। ইসিও সম্মেলনের ফাঁকেই দ্বিপাক্ষিক আলোচনায় মিলিত হয়েছেন এরদোয়ান-রুহানি। এ সময় দ্বিপাক্ষিক, আঞ্চলিক ও আন্তর্জাতিক নানা বিষয়ে তাদের মধ্যে আলোচনা হয়।

সদস্য দেশগুলোর মধ্যে অর্থনৈতিক সহযোগিতা জোরদারের লক্ষ্য নিয়ে ১৯৮৫ সালে ইসিও প্রতিষ্ঠিত হয়। সংস্থাটির প্রতিষ্ঠাতা সদস্য ছিল তুরস্ক, পাকিস্তান ও ইরান। ১৯৯২ সালে আরও সাতটি দেশকে ইসিও-ভুক্ত করা হয়। দেশগুলো হচ্ছে আফগানিস্তান, আজারবাইজান, কাজাখস্তান, কিরগিজস্তান, তাজিকিস্তান, তুর্কমেনিস্তান ও উজবেকিস্তান। পাকিস্তানে অনুষ্ঠিত এবারের সম্মেলনে সংস্থাটির সদস্য দেশগুলোর নেতারা অংশ নিচ্ছেন। এছাড়া বিশেষ আমন্ত্রণে বৈঠকে অংশ নিয়েছে চীন।

এবারের সম্মেলনে সদস্য দেশগুলোর মধ্যে যোগাযোগ, বাণিজ্য, পরিবহন ও জ্বালানি খাতের মতো সেক্টরে সহযোগিতা বাড়ানোর বিষয়ে কথা বলেন দেশগুলোর নেতারা। বিশেষ করে জ্বালানি খাতে সহযোগিতা বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোয়ান। এছাড়া তিনি সদস্য দেশগুলোর মধ্যে পারস্পরিক যোগাযোগ বৃদ্ধির প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন।

ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি বলেন, এ অঞ্চলের ভবিষ্যৎ অর্থনীতিতে ইসিও একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। তবে এজন্য ইসিও’র পুনর্গঠনের প্রয়োজন রয়েছে।

পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ বলেন, ইসিও-ভুক্ত দেশগুলোতে বিশ্বের ১৬ শতাংশ মানুষের বসবাস। ফলে এটি একটি গুরুত্বপূর্ণ অঞ্চল। এটাকে পুরোপুরি কাজে লাগাতে আমাদের নিজেদের মধ্যে ঘনিষ্ঠতর সহযোগিতা গড়ে তুলতে হবে।

এদিকে ইসিও সম্মেলনকে ঘিরে ইসলামাবাদকে নিরাপত্তার চাদরে ঢেকে দেওয়া হয়েছে। পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী চৌধুরী নিসার আলী খান সম্মেলনের নিরাপত্তার নিয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেছেন। এছাড়া সম্মেলন চলাকালে ইসলামাবাদের সব ধরনের শিক্ষা প্রতিষ্ঠান ও অফিস দুপুর ১টার মধ্যে বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। সূত্র: আনাদোলু এজেন্সি, ডন।

/এমপি/

সম্পর্কিত
তাইওয়ান প্রণালিতে আবারও চীনা সামরিক বিমান শনাক্ত
চীনের দক্ষিণাঞ্চলে সড়ক ধসে নিহত ৩৬
লাইয়ের অভিষেক পরবর্তী চীনা সামরিক মহড়া নিয়ে সতর্ক অবস্থানে তাইওয়ান
সর্বশেষ খবর
অনেক নার্ভাস ছিলেন সাইফউদ্দিন
অনেক নার্ভাস ছিলেন সাইফউদ্দিন
বকশিবাজার মোড়ে বাসের ধাক্কায় পথচারী নিহত
বকশিবাজার মোড়ে বাসের ধাক্কায় পথচারী নিহত
১২ বছর পর মুম্বাইয়ের মাঠে কলকাতার জয়
১২ বছর পর মুম্বাইয়ের মাঠে কলকাতার জয়
বেড়িবাঁধে উন্নত নিরাপত্তা ও গতিশীলতা: মেয়র আতিকের কাছে ইউল্যাবের আবেদন
বেড়িবাঁধে উন্নত নিরাপত্তা ও গতিশীলতা: মেয়র আতিকের কাছে ইউল্যাবের আবেদন
সর্বাধিক পঠিত
মুক্তি পেলেন মামুনুল হক
মুক্তি পেলেন মামুনুল হক
যশোরে আজ সর্বোচ্চ তাপমাত্রা
যশোরে আজ সর্বোচ্চ তাপমাত্রা
২৫ জেলার সব মাধ্যমিক স্কুল-কলেজ-মাদ্রাসা শনিবার বন্ধ
২৫ জেলার সব মাধ্যমিক স্কুল-কলেজ-মাদ্রাসা শনিবার বন্ধ
কেমন থাকবে আগামী কয়েকদিনের আবহাওয়া?
কেমন থাকবে আগামী কয়েকদিনের আবহাওয়া?
নদীতে ধরা পড়ছে না ইলিশ, কারণ জানালেন মৎস্য কর্মকর্তা
নদীতে ধরা পড়ছে না ইলিশ, কারণ জানালেন মৎস্য কর্মকর্তা