X
রবিবার, ০৫ মে ২০২৪
২২ বৈশাখ ১৪৩১

কেরালার মুখ্যমন্ত্রীকে হত্যার জন্য আরএসএস নেতার ১ কোটি রুপি পুরস্কার ঘোষণা!

বিদেশ ডেস্ক
০৩ মার্চ ২০১৭, ১৩:১৬আপডেট : ০৩ মার্চ ২০১৭, ১৩:১৬

আরএসএস নেতা কুন্দন চন্দ্রওয়াত ও কেরালার মুখ্যমন্ত্রী কেরালার মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ানকে হত্যার জন্য এক কোটি রুপি পুরস্কার ঘোষণা করেছেন ভারতের ক্ষমতাসীন বিজেপির মতাদর্শিক সংগঠন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ (আরএসএস) নেতা কুন্দান চন্দ্রওয়াত। ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া এ খবর জানিয়েছে।

আরএসএস-র ৩০০ সদস্যকে হত্যার অভিযোগ এনে কেরালার মুখ্যমন্ত্রীকে হত্যার জন্য এই  পুরস্কারের ঘোষণা দেন চন্দ্রওয়াত। তিনি বলেন, ‘কেউ যদি মুখ্যমন্ত্রীর মাথা আমার কাছে এনে দেয় তবে আমি আমার এক কোটি রুপি মূল্যের সম্পত্তি তাকে দিয়ে দিবো।’

চন্দ্রওয়াতের এই ঘোষণার পরই ভারতে সমালোচনার ঝড় উঠেছে। খোদ আরএসএস-র পক্ষ থেকেও এই বক্তব্যের তীব্র নিন্দা জানানো হয়েছে। আরএসএস জানিয়েছে, এই বক্তব্য তাদের সংগঠনের। বিজেপির সেক্রেটারি সিদ্ধার্থ সিংও এই বক্তব্যের নিন্দা জানিয়েছেন। কংগ্রেস এই হুমকিকে নরেন্দ্র মোদির আমলে স্বাভাবিক ঘটনা হিসেবে উল্লেখ করেছে।

মধ্যপ্রদেশের স্বরাষ্ট্রমন্ত্রী ভুপেন্দ্র সিং বলেন, ‘প্রত্যেকেরই বাকস্বাধীনতা রয়েছে। কেরালায় যা ঘটছে চন্দ্রওয়াত সেটারই প্রতিক্রিয়া জানিয়েছেন। বিজয়ান তার (চন্দ্রওয়াত) হুমকি শুনে শুধু একটু হেসেছেন।’  তবে চন্দ্রওয়াতকে গ্রেফতারের জন্য বিজয়ানের সঙ্গে আলোচনার কথা স্বীকার করেছেন ভুপেন্দ্র সিং।

অবশ্য সমালোচনা ও চাপে পড়ে এই বক্তব্য প্রত্যাহার করে নিয়েছেন চন্দ্রওয়াত। পুরস্কার ঘোষণার জন্য দুঃখ প্রকাশও করেছেন। তিনি বলেন, ‘আমি আসলে আরএসএস সদস্যের মৃত্যুতে ক্ষুব্ধ ও ব্যথিত ছিলাম। তাই এমন মন্তব্য করেছি। আমি আমার বক্তব্য প্রত্যাহার করে নিচ্ছি’। সূত্র: টাইমস অব ইন্ডিয়া।

/এমএইচ/এএ/

সম্পর্কিত
পশ্চিমবঙ্গ জয়ে এবার মোদির ত্রিপুরী সেনা!
পেঁয়াজ রফতানিতে নিষেধাজ্ঞা প্রত্যাহার করলো ভারত
নিজ্জার হত্যার অভিযোগে কানাডায় তিন ভারতীয় গ্রেফতার
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা (৫ মে, ২০২৪)
টিভিতে আজকের খেলা (৫ মে, ২০২৪)
দুবাইতে বিশ্বের ২৩ নম্বর চীনের সুপার গ্র্যান্ডমাস্টারের সঙ্গে ড্র করে ফাহাদের চমক
দুবাইতে বিশ্বের ২৩ নম্বর চীনের সুপার গ্র্যান্ডমাস্টারের সঙ্গে ড্র করে ফাহাদের চমক
বরিশালে পরিবহন শ্রমিকদের সংঘর্ষ, অর্ধশতাধিক থ্রি-হুইলার ভাংচুর
বরিশালে পরিবহন শ্রমিকদের সংঘর্ষ, অর্ধশতাধিক থ্রি-হুইলার ভাংচুর
জিরোনার মাঠে বার্সেলোনার নাটকীয় হারে চ্যাম্পিয়ন রিয়াল
জিরোনার মাঠে বার্সেলোনার নাটকীয় হারে চ্যাম্পিয়ন রিয়াল
সর্বাধিক পঠিত
জাল দলিলে ৫০ কোটি টাকা ব্যাংক ঋণ!
জাল দলিলে ৫০ কোটি টাকা ব্যাংক ঋণ!
রবিবার থেকে স্কুল-কলেজ খোলা, শনিবারও চলবে ক্লাস
রবিবার থেকে স্কুল-কলেজ খোলা, শনিবারও চলবে ক্লাস
মাঠ প্রশাসনে বিতর্কিত কর্মকর্তাদের লাগাম টানবে সরকার
মাঠ প্রশাসনে বিতর্কিত কর্মকর্তাদের লাগাম টানবে সরকার
স্বর্ণের ভরিতে বাড়লো ১ হাজার টাকার বেশি
স্বর্ণের ভরিতে বাড়লো ১ হাজার টাকার বেশি
লিথুয়ানিয়ার ড্রোন হামলা ব্যর্থ হয়েছে: বেলারুশ
লিথুয়ানিয়ার ড্রোন হামলা ব্যর্থ হয়েছে: বেলারুশ