X
রবিবার, ০৫ মে ২০২৪
২২ বৈশাখ ১৪৩১

আবারও যুক্তরাষ্ট্রের বিমানবন্দরে বাধার মুখে মোহাম্মদ আলীর ছেলে

বিদেশ ডেস্ক
১১ মার্চ ২০১৭, ১৬:০২আপডেট : ১১ মার্চ ২০১৭, ১৬:০২

আবারও যুক্তরাষ্ট্রের বিমানবন্দরে বাধার মুখে মোহাম্মদ আলীর ছেলে

আবারও বিমানবন্দরে বাধার মুখে পড়লেন কিংবদন্তী বক্সার মোহাম্মদ আলীর ছেলে। শুক্রবার ওয়াশিংটনের এক বিমানবন্দরে তাকে আটকে রাখা হয় বলে জানিয়েছেন তার আইনজীবী। এর আগে গত ৭ ফেব্রুয়ারিও ফ্লোরিডার একটি বিমানবন্দরে মা-সহ তাকে আটকানো হয়েছিল। মুসলিম ও আরবি ঘরানার নামের কারণেই বিমানবন্দরের কর্মকর্তাদের চোখে তারা সন্দেহভাজন হয়ে যান।

অ্যাটর্নি ক্রিস মানসিচি বলেন, শুক্রবার জেটব্লু এয়ারওয়েজের একটি ফ্লাইটে তার ফ্লোরিডা যাওয়ার কথা ছিলো। সেখানে তাকে কোনও কারণ ছাড়াই ২০ মিনিট আটকে রাখা হয়।

এরপর হোমল্যান্ড সিকিউরিটি বিভাগের সঙ্গে টেলিফোনে কথা বলেন আলী। নিজের ড্রাইভিং লাইসেন্স ও পাসপোর্ট দেখানোর পর ছাড়া হয় তাকে। এছাড়া তার অলঙ্কারের কারণে চেকপয়েন্ট স্ক্যানারে অ্যালার্ম বেজে উঠে।

ট্রান্সপোর্টেশন সিকিউরিটি এডমিনিস্ট্রেশন এর এক মুখপাত্র বলেন, আলীর পরিচয়ের ব্যাপারে নিশ্চিত হয়েই তাকে বিমানে উঠতে দেওয়া হয়।

আগের ঘটনাটি ঘটেছে ৭ ফেব্রুয়ারি। ওই দিন প্রয়াত হেভিওয়েট চ্যাম্পিয়ন মোহাম্মদ আলীর প্রথম স্ত্রী খালিলাহ কামাচো আলী ও ছেলে মোহাম্মদ আলী জুনিয়রকে ফ্লোরিডার ফোর্ড লডারডেল-হলিউড আন্তর্জাতিক বিমানবন্দরে হেনস্তার মুখে পড়েন। শুক্রবার একই বিমানে ছিলেন ফ্লোরিডার ডেমোক্রেটিক কংগ্রেসম্যান ডেবি ওয়াসারম্যান। তিনি একটি ছবি টুইট করে বলেন, ‘আলীর পরিবারকে আবারও আটকানো হলো।’

আলীর স্ত্রী এবং সন্তান দুজনের জন্মই যুক্তরাষ্ট্রে। বিভিন্ন সাক্ষাতকারে তারা দাবি করেন, শুধুমাত্র তারা মুসলিম ও তাদের আরবি নামের কারণেই হেনস্তার শিকার হচ্ছেন তারা। কেননা, মুসলিম মানেই সন্ত্রাসী এমন একটি বদ্ধমূল ধারণা থেকে পশ্চিমা বিশ্বের দেশগুলোতে বিশেষ করে বিমানবন্দরে প্রায়ই মুসলিমদের হয়রানির শিকার হতে হচ্ছে। বিভিন্ন সময়ে সন্দেহভাজনদের বিমান থেকে নামিয়ে দেওয়ার ঘটনাও ঘটছে।

সূত্র: দ্য গার্ডিয়ান

/এমএইচ/এফইউ/

সম্পর্কিত
মিসরে চলমান যুদ্ধবিরতির আলোচনা, গাজায় বোমা ফেলছে ইসরায়েল
দ্বিতীয় সপ্তাহে যুক্তরাষ্ট্রে ফিলিস্তিনপন্থি বিক্ষোভ, আটক ২ সহস্রাধিক
মন্ত্রী-এমপির স্বজনদের বিরত রাখা নীতিগত সিদ্ধান্ত, আইনি নয়: কাদের
সর্বশেষ খবর
সংকটে পাশে দাঁড়িয়ে জনগণের আস্থা অর্জন করেছে সশস্ত্র বাহিনী: প্রধানমন্ত্রী
সংকটে পাশে দাঁড়িয়ে জনগণের আস্থা অর্জন করেছে সশস্ত্র বাহিনী: প্রধানমন্ত্রী
উড়ন্ত জয়ে ইউরোপা লিগে খেলার সম্ভাবনা বাড়ালো চেলসি
উড়ন্ত জয়ে ইউরোপা লিগে খেলার সম্ভাবনা বাড়ালো চেলসি
গলা থেকে বড়শি খুলে নিয়েছেন, কথা বলতে চেষ্টা করবো: সংসদে লতিফ সিদ্দিকী
গলা থেকে বড়শি খুলে নিয়েছেন, কথা বলতে চেষ্টা করবো: সংসদে লতিফ সিদ্দিকী
কামরাঙ্গীরচর থেকে কাউকে উচ্ছেদ করা হবে না: মেয়র তাপস
কামরাঙ্গীরচর থেকে কাউকে উচ্ছেদ করা হবে না: মেয়র তাপস
সর্বাধিক পঠিত
মাঠ প্রশাসনে বিতর্কিত কর্মকর্তাদের লাগাম টানবে সরকার
মাঠ প্রশাসনে বিতর্কিত কর্মকর্তাদের লাগাম টানবে সরকার
‘টর্চার সেলে’ নিজ হাতে অপারেশনের নামে পৈশাচিক আনন্দ পেতো মিল্টন, জানালেন হারুন
‘টর্চার সেলে’ নিজ হাতে অপারেশনের নামে পৈশাচিক আনন্দ পেতো মিল্টন, জানালেন হারুন
চাকরিতে প্রবেশের বয়সসীমা নিয়ে যা বললেন জনপ্রশাসনমন্ত্রী
চাকরিতে প্রবেশের বয়সসীমা নিয়ে যা বললেন জনপ্রশাসনমন্ত্রী
আজকের আবহাওয়া: কোথায় কেমন বৃষ্টি হবে
আজকের আবহাওয়া: কোথায় কেমন বৃষ্টি হবে
রুশ বোমারু বিমান ভূপাতিতের দাবি ইউক্রেনের
রুশ বোমারু বিমান ভূপাতিতের দাবি ইউক্রেনের