X
শুক্রবার, ০৩ মে ২০২৪
২০ বৈশাখ ১৪৩১

গোয়ার মুখ্যমন্ত্রী হচ্ছেন ভারতের প্রতিরক্ষামন্ত্রী মনোহর পারিকর

বিদেশ ডেস্ক
১৩ মার্চ ২০১৭, ০৯:৩২আপডেট : ১৩ মার্চ ২০১৭, ০৯:৩৪
image

মনোহর পারিকর গোয়া বিধানসভা নির্বাচনে একক সংখ্যাগরিষ্ঠ দল না হলেও সরকার গঠন করতে যাচ্ছে  ভারতীয় জনতা পার্টি (বিজেপি)। সরকার গঠনের দাবি জানানোর পর মুখ্যমন্ত্রী হিসেবে মনোহর পারিকরের নিয়োগপত্রও দিয়েছেন রাজ্যপাল।

গোয়া বিধানসভায় মোট আসন সংখ্যা ৪০টি। সরকার গঠনের জন্য প্রয়োজন ২১ জন বিধায়কের সমর্থন। কংগ্রেস জয় পেয়েছে ১৭টি আসনে, বিজেপি ১৩টি আসনে এবং অন্যান্য রাজনৈতিক দল জয় পেয়েছে ১০ আসনে।

ফল ঘোষণার পরই নিজেদের ১৩ জন নির্বাচিত বিধায়কের সঙ্গে আরও ৯ জন বিধায়কের সমর্থনের কথা উল্লেখ করে রাজ্যপাল মৃদুলা সিনহার কাছে সরকার গঠনের দাবি জানান মনোহর পারিকর। পরে ১২ মার্চ রাতেই পারিকরকে মুখ্যমন্ত্রী হিসেবে নিয়োগের চিঠি পাঠান রাজ্যপাল। তবে ওই চিঠিতে শপথ গ্রহণের তারিখ বা সময় উল্লেখ করা হয়নি। বিজেপি সূত্রের বরাত দিয়ে ভারতীয় সংবাদমাধ্যমগুলো জানাচ্ছে, মঙ্গলবার পারিকর শপথ নিতে পারেন।

এর আগে বিজেপি প্রেসিডেন্ট অমিত শাহ দাবি করেছিলেন, ‘একক সংখ্যাগরিষ্ঠতা না থাকলেও গোয়ায় বিজেপিই সরকার গঠন করবে।’

তবে কংগ্রেস অভিযোগ করেছে, ‘বিজেপি সরকার গঠনের জন্য বিধায়ক কেনা-বেচায় নেমেছে।’ গোয়ার কংগ্রেস নেতা দিগ্বিজয় সিং বলেন, ‘গোয়ায় সরকার গড়তে বিধায়কদের কিনেছেন বিজেপি নেতারা।’

উল্লেখ্য, সরকার গঠন করতে কংগ্রেসের দরকার ছিল নিজ দলের বাইরে মাত্র ৪ জন বিধায়কের সমর্থন। ১টি আসন পাওয়া শরদ পওয়ারের দল এনসিপি কংগ্রেসের প্রতি সমর্থন জানিয়েছে। কিন্তু বিজেপির পক্ষে সমর্থন রয়েছে ৩টি করে আসনে জয়লাভ করা মহারাষ্ট্রবাদী গোমন্তক পার্টি, গোয়া ফরওয়ার্ড পার্টির। নির্দলীয় ৩ বিধায়কও বিজেপির প্রতি সমর্থন জানিয়েছেন। ফলে ওই ৯ বিধায়কের সমর্থনে বিজেপির আসন সংখ্যা বেড়ে দাঁড়ায় ২২।  আর এ ক্ষেত্রে সামনে রাখা হয়েছে গোয়ার সাবেক মুখ্যমন্ত্রী ও কেন্দ্রের মোদি সরকারের প্রতিরক্ষামন্ত্রী মনোহর পারিকরকে।

সূত্র: টাইমস অব ইন্ডিয়া, ইন্ডিয়ান এক্সপ্রেস।

/এসএ/

সম্পর্কিত
‘বাংলাদেশ ও ভারত একই লক্ষ্যে এগোচ্ছে’
ভারতের ভোটে বিজেপির পক্ষে কি ‘৪০০ পেরোনো’ আদৌ সম্ভব?  
মিয়ানমারের ৩৮ শরণার্থীকে ফেরত পাঠালো ভারত
সর্বশেষ খবর
‘তীব্র গরমে’ মারা যাচ্ছে মুরগি, অর্ধেকে নেমেছে ডিম উৎপাদন
‘তীব্র গরমে’ মারা যাচ্ছে মুরগি, অর্ধেকে নেমেছে ডিম উৎপাদন
ইসরায়েলের সঙ্গে সব ধরনের বাণিজ্য বন্ধ করলো তুরস্ক
ইসরায়েলের সঙ্গে সব ধরনের বাণিজ্য বন্ধ করলো তুরস্ক
তিউনিসিয়ায় নৌকাডুবিতে মারা যাওয়া ৮ যুবকের লাশের অপেক্ষায় স্বজনরা
তিউনিসিয়ায় নৌকাডুবিতে মারা যাওয়া ৮ যুবকের লাশের অপেক্ষায় স্বজনরা
‘বাংলাদেশ ও ভারত একই লক্ষ্যে এগোচ্ছে’
‘বাংলাদেশ ও ভারত একই লক্ষ্যে এগোচ্ছে’
সর্বাধিক পঠিত
পদ্মা নদীতে চুবানো নিয়ে যা বললেন ড. ইউনূস
পদ্মা নদীতে চুবানো নিয়ে যা বললেন ড. ইউনূস
কুমিল্লায় বজ্রাঘাতে ৪ জনের মৃত্যু
কুমিল্লায় বজ্রাঘাতে ৪ জনের মৃত্যু
আরও কমলো সোনার দাম
আরও কমলো সোনার দাম
লাউ খেলে মিলবে এই ৮ উপকারিতা
লাউ খেলে মিলবে এই ৮ উপকারিতা
কামরাঙ্গীরচরে নতুন ভবন নির্মাণের অনুমতি দিলো ডিএসসিসি
কামরাঙ্গীরচরে নতুন ভবন নির্মাণের অনুমতি দিলো ডিএসসিসি