X
রবিবার, ২৮ এপ্রিল ২০২৪
১৫ বৈশাখ ১৪৩১

লিবিয়া সীমান্তে সেনা মোতায়েন রাশিয়ার!

বিদেশ ডেস্ক
১৪ মার্চ ২০১৭, ২২:২৬আপডেট : ১৪ মার্চ ২০১৭, ২২:৩৫

লিবিয়া সীমান্তে সেনা মোতায়েন রাশিয়ার! লিবিয়া সীমান্তবর্তী মিসরের সিদি বারানি বিমান ঘাঁটিতে বিশেষ বাহিনী মোতায়েন করেছে রাশিয়া। একইসঙ্গে কয়েকটি ড্রোনও মোতায়েন করা হয়েছে। যুক্তরাষ্ট্র ও মিসরের কর্মকর্তাদের বরাত দিয়ে এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম রয়টার্স।

মিসর-লিবিয়া সীমান্ত থেকে ১০০ কিলোমিটার দূরে সিদি বারানি বিমান ঘাঁটির অবস্থান। সম্প্রতি এখানে অনেকটা নিভৃতে রুশ বিশেষ বাহিনী মোতায়েন করা হয়। লিবিয়ায় ক্ষমতার পটপরিবর্তনের মাধ্যমে রুশপন্থীদের হাতে ক্ষমতা তুলে দেওয়াই রাশিয়ার এমন পদক্ষেপের লক্ষ্য বলে মনে করা হচ্ছে।

লিবিয়ায় রাশিয়ার ভূমিকা নিয়ে দীর্ঘদিন ধরে অস্বস্তি রয়েছে যুক্তরাষ্ট্রের। এরমধ্যেই মঙ্গলবার এ খবর দিলো রয়টার্স। রাশিয়ার পক্ষ থেকে অবশ্য এ খবর নাক করে দেওয়া হয়েছে।

কূটনৈতিক সূত্রগুলো বলছে, লিবিয়ার সামরিক বাহিনীর কমান্ডার ৭৩ বছরের খলিফা হাফতারকে ক্ষমতায় আনতেই রাশিয়া এমন কর্মকাণ্ড চালাচ্ছে। গত ৩ মার্চ বেনগাজির প্রতিরক্ষা ব্রিগেডের হাতে হাফতারের সেনারা মারাত্মক বিপর্যয়ের মুখে পড়ে। মিসর সীমান্তে রুশ বাহিনী মোতায়েনের পর নিজ দেশে তৎপরতা বৃদ্ধি করেছে খলিফা হাফতার। দেশের পূর্বাঞ্চলে একাধিক তেলসমৃদ্ধ এলাকার নিয়ন্ত্রণ নিয়েছে তার অনুগত বাহিনী।

যুক্তরাষ্ট্রের একাধিক কর্মকর্তা বার্তা সংস্থা রয়টার্সকে জানিয়েছেন, তারা রাশিয়ার বিশেষ বাহিনী এবং দেশটির ড্রোনগুলোর প্রতি নজর রাখছেন।

লিবিয়া সীমান্তে সেনা মোতায়েন রাশিয়ার!

মিসরের নিরাপত্তা সূত্রগুলো বলছে, সিদি বারানি বিমান ঘাঁটিতে রাশিয়ান স্পেশাল ফোর্সেস ইউনিটের ২২ সদস্যকে মোতায়েন করা হয়েছে। তবে কেন তাদের মোতায়েন করা হয়েছে সে ব্যাপারে কিছু জানাতে অস্বীকৃতি জানিয়েছে সংশ্লিষ্ট সূত্রগুলো।

মিসরীয় কর্মকর্তারা জানান, গত ফেব্রুয়ারিতে দেশটির পূর্বাঞ্চলীয় আরেক সামরিক ঘাঁটি মারসা মাতরুহ-ও ব্যবহার করেছে রাশিয়া।

রুশ বাহিনীর মারসা মাতরুহ-ও সামরিক ঘাঁটি ব্যবহারের কথা এতোদিন পর্যন্ত গোপন ছিল। সিদি বারানি বিমান ঘাঁটিতে বিশেষ বাহিনী ও ড্রোন মোতায়েনের পরই বিষয়টি সামনে এলো।

মিসরের পক্ষ থেকে অবশ্য আনুষ্ঠানিকভাবে দেশটিতে রুশ বাহিনী মোতায়েনের খবর নাকচ করে দেওয়া হয়েছে।

রাশিয়ার পক্ষ থেকেও রয়টার্সের প্রতিবেদন প্রত্যাখ্যান করা হয়েছে। মঙ্গলবার বিষয়টি নিয়ে কথা বলেছেন রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র মেজর জেনারেল ইগোর কোনাশেংকভ। তিনি বলেন, ‘লিবিয়ার সিদি বারানি সীমান্তে রাশিয়ার বিশেষ বাহিনীর কোনও সদস্য মোতায়েন করা হয়নি। কিছু পশ্চিমা গণমাধ্যম অজ্ঞাত সূত্রের নাম করে কয়েক বছর ধরে জনগণের মধ্যে উত্তেজনা সৃষ্টির জন্য এ ধরনের কাদা-ছোড়াছুড়ি করছে।’ সূত্র: রয়টার্স, বিবিসি।

/এমপি/

সম্পর্কিত
ভারতে লোকসভা নির্বাচনের দ্বিতীয় ধাপের ভোট শুরু
নাইজেরিয়ায় বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত কারাগার, পালালো শতাধিক বন্দি
চীনে আমেরিকার কোম্পানিগুলোর প্রতি ন্যায্য আচরণের আহ্বান ব্লিঙ্কেনের
সর্বশেষ খবর
সবসময় কি টাকার পেছনে ছুটে সময় ব্যয় করবেন?
সবসময় কি টাকার পেছনে ছুটে সময় ব্যয় করবেন?
মানুষকে স্বস্তি দিতে বিনামূল্যে শরবত খাওয়াচ্ছে ছাত্রলীগ
মানুষকে স্বস্তি দিতে বিনামূল্যে শরবত খাওয়াচ্ছে ছাত্রলীগ
‘চাইল্ড অ্যান্ড ওল্ড এজ কেয়ারের’ কার্যক্রমের তদন্ত চায় মানবাধিকার কমিশন
‘চাইল্ড অ্যান্ড ওল্ড এজ কেয়ারের’ কার্যক্রমের তদন্ত চায় মানবাধিকার কমিশন
বুন্দেসলিগায় গোলের রেকর্ডে চোখ কেইনের
বুন্দেসলিগায় গোলের রেকর্ডে চোখ কেইনের
সর্বাধিক পঠিত
ভূমি ব্যবস্থাপনায় চলছে জরিপ, যেসব কাগজ প্রস্তুত রাখতে হবে
ভূমি ব্যবস্থাপনায় চলছে জরিপ, যেসব কাগজ প্রস্তুত রাখতে হবে
এমন আবহাওয়া আগে দেখেনি ময়মনসিংহের মানুষ
এমন আবহাওয়া আগে দেখেনি ময়মনসিংহের মানুষ
ইমিগ্রেশনেই খারাপ অভিজ্ঞতা বিদেশি পর্যটকদের
ইমিগ্রেশনেই খারাপ অভিজ্ঞতা বিদেশি পর্যটকদের
স্কুলে আসার আগেই মৃত্যুর কোলে ঢলে পড়লেন শিক্ষক
স্কুলে আসার আগেই মৃত্যুর কোলে ঢলে পড়লেন শিক্ষক
মিয়ানমারে গিয়ে সেনা ট্রেনিং নিলেন ২ রোহিঙ্গা, বাংলাদেশে ঢুকলেন বুলেট নিয়ে
মিয়ানমারে গিয়ে সেনা ট্রেনিং নিলেন ২ রোহিঙ্গা, বাংলাদেশে ঢুকলেন বুলেট নিয়ে