X
রবিবার, ০৫ মে ২০২৪
২১ বৈশাখ ১৪৩১

মসুলে ইরাকি বাহিনীর হামলায় আইএস কমান্ডার নিহত

বিদেশ ডেস্ক
১৫ মার্চ ২০১৭, ০৯:৩৭আপডেট : ১৫ মার্চ ২০১৭, ০৯:৪৪
image

মসুলে চলছে আইএসের বিরুদ্ধে অভিযান ইরাকের দ্বিতীয় বৃহত্তম নগরী মসুলে সরকারি বাহিনীর হামলায় মধ্যপ্রাচ্যভিত্তিক জঙ্গি সংগঠন (আইএস)-এর স্থানীয় কমান্ডার নিহত হয়েছে বলে জানিয়েছে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স। মঙ্গলবার আইএসের শেষ শক্তিশালী ঘাঁটি টাইগ্রিস নদীর আইরন ব্রিজ দখলের লড়াইয়ে সে নিহত হয় বলে জানা যায়।

ফেডারেল পুলিশ কর্মকর্তা আবু আব্দুল রহমান আল আনসারি বলেন, ‘প্রাচীন এই শহরে আইএস কমান্ডারকে হত্যা করা হয়েছে। মসুল থেকে বেশিরভাগ আইএস নেতাই পালানোর চেষ্টা করছে। এই অবস্থায় তাদের কমান্ডার নিহত হওয়ার বিষয়টি তাদের কাছে এক বড় ধাক্কা।’

সরকারি বাহিনীর পক্ষ থেকে বলা হয়, আইএস স্নাইপাররা ইরাকের এলিট বাহিনী র‍্যাপিড রেসপন্স ইউনিটের পথে বাধা তৈরি করছিলো। মঙ্গলবার মসুলের পশ্চিমাঞ্চলও পুনরুদ্ধার করেছে ইরাক। এটাই মসুলে আইএসের শেষ ঘাঁটি হিসেবে বিবেচনা করা হচ্ছে।

আইরন ব্রিজ দখলের মাধ্যমে মসুলের পাঁচটি ব্রিজের তিনটিই এখন ইরাকের নিয়ন্ত্রণে। ব্রিজগুলো আইএস ও যুক্তরাষ্ট্রের বিমান হামলায় ব্যপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। ব্রিগেডিয়ার জেনারেল মাহদি আব্বাস আবদুল্লাহ রয়টার্সকে বলেন, ‘আমরা এখনও আইরন ব্রিজ এলাকা মুক্ত করার জন্য অগ্রসর হচ্ছি। সামনে লুকিয়ে থাকা স্নাইপারদের হত্যা করেই আমাদের এগোতে হচ্ছে।’

মসুল জাদুঘরের কাছে ইরাকি বাহিনী ট্যাংক দিয়ে স্নাইপারদের উপর হামলা চালাচ্ছে। এছাড়া বিমান হামলার মাধ্যমেও পরাস্ত করা হচ্ছে আইএসকে।   অক্টোবরে এই লড়াই শুরু হওয়ার পর থেকে মার্কিন জোটের সহায়তায় ইরাক মসুলের পূর্বাঞ্চল ও পশ্চিমাঞ্চলের ৩০ শতাংশ পুনরুদ্ধার করেছে।

মঙ্গলবার আইরন ব্রিজের ১০০ মিটারের মধ্যে অবস্থান করছিল ইরাকি বাহিনী। র‍্যাপিড রেসপন্স ইউনিটের এক মুখপাত্র জানান, ‘আমাদের জন্য ব্রিজ দখল করাটা খুবই গুরুত্বপূর্ণ ছিলে। আইএস জঙ্গিদের প্রতিহত করার জন্য এই ব্রিজের নিয়ন্ত্রণ খুবই জরুরি।’ তিনি আরও বলেন, ‘আইএসও এই ব্রিজ দখল রাখতে চাইবে। এই ব্রিজ নিয়ন্ত্রণে রাখলে এগিয়ে যাওয়াটা সহজ হবে।’

তবে এই লড়াইয়ের মাঝেও পানি ও ‍স্যুটকেস নিয়ে পালানোর চেষ্টা করেছেন অনেক বেসামরিক। হুইল চেয়ারে করে কেউ শিশু ও বৃদ্ধদের নেওয়ার চেষ্টা করেছেন। সোমবার ভারী বৃষ্টির পর পালিয়ে আসা বেসামরিকদের আশ্রয় দিয়েছে সরকার।

ইরাকি বাহিনী তাদের ট্রাকে করে নিরাপদ স্থানে নিয়ে গেছে। তবে খাবারের প্রচণ্ড সংকট রয়েছে বলে জানিয়েছেন স্থানীয়রা। হামিদ হাদি নামে এক শিক্ষক জানান, আমরা ভোর পাঁচটায় পালিয়ে আসি। সেনাসদস্যরা আমাদের উদ্ধার করে। তখনও অনেক গুলি চালাচ্ছিলো আইএস। আমরা বেশিরভাগই পানি দিয়ে টমেটো মিশিয়ে খাচ্ছি।

স্ত্রী ও দুই সন্তানকে নিয়ে পালিয়ে আসা আশরাফ আলি বলেন, ‘পালানোর সময় মর্টার হামলা চালানো হচ্ছিলো। আইএস চাইছিলো আমরা যেন তাদের এলাকায় চলে যাই। কিন্তু সেনাবাহিনী আসার পর আমরা পালিয়ে আসি।’

মসুলে আইএসের জিম্মিদশার কবলে পড়েছে প্রায় ৬ লাখ বেসামরিক। ঘর ছাড়তে বাধ্য হয়েছে ২ লাখ স্থানীয়। দেশটির অভিবাসন মন্ত্রণালয় জানায়, প্রতিদিন প্রায় ১৩ হাজার ঘরহারা ইরাকিদের মানবিক সহায়তা দেওয়া হচ্ছে।

সূত্র: রয়টার্স।

/এমএইচ/এসএ/ 

সম্পর্কিত
চুক্তি হোক বা না হোক রাফাহতে ইসরায়েলি অভিযান চলবে: নেতানিয়াহু
হামাসকে ইসরায়েলের যুদ্ধবিরতি প্রস্তাব মেনে নেওয়ার আহ্বান ব্লিঙ্কেনের
গাজায় যুদ্ধবিরতি নাকি রাফাহতে হামলারাজনৈতিক সংশয়ের মুখোমুখি নেতানিয়াহু
সর্বশেষ খবর
দুবাইতে বিশ্বের ২৩ নম্বর চীনের সুপার গ্র্যান্ডমাস্টারের সঙ্গে ড্র করে ফাহাদের চমক
দুবাইতে বিশ্বের ২৩ নম্বর চীনের সুপার গ্র্যান্ডমাস্টারের সঙ্গে ড্র করে ফাহাদের চমক
বরিশালে পরিবহন শ্রমিকদের সংঘর্ষ, অর্ধশতাধিক থ্রি-হুইলার ভাংচুর
বরিশালে পরিবহন শ্রমিকদের সংঘর্ষ, অর্ধশতাধিক থ্রি-হুইলার ভাংচুর
জিরোনার মাঠে বার্সেলোনার নাটকীয় হারে চ্যাম্পিয়ন রিয়াল
জিরোনার মাঠে বার্সেলোনার নাটকীয় হারে চ্যাম্পিয়ন রিয়াল
‘ফাইভ স্টার’ ম্যানসিটি, চার গোল হাল্যান্ডের
‘ফাইভ স্টার’ ম্যানসিটি, চার গোল হাল্যান্ডের
সর্বাধিক পঠিত
জাল দলিলে ৫০ কোটি টাকা ব্যাংক ঋণ!
জাল দলিলে ৫০ কোটি টাকা ব্যাংক ঋণ!
রবিবার থেকে স্কুল-কলেজ খোলা, শনিবারও চলবে ক্লাস
রবিবার থেকে স্কুল-কলেজ খোলা, শনিবারও চলবে ক্লাস
লিথুয়ানিয়ার ড্রোন হামলা ব্যর্থ হয়েছে: বেলারুশ
লিথুয়ানিয়ার ড্রোন হামলা ব্যর্থ হয়েছে: বেলারুশ
স্বর্ণের ভরিতে বাড়লো ১ হাজার টাকার বেশি
স্বর্ণের ভরিতে বাড়লো ১ হাজার টাকার বেশি
এডিবি কর্মকর্তা গোবিন্দ বরের বিরুদ্ধে বিশিষ্টজনদের হয়রানির অভিযোগ
এডিবি কর্মকর্তা গোবিন্দ বরের বিরুদ্ধে বিশিষ্টজনদের হয়রানির অভিযোগ