X
শনিবার, ০৪ মে ২০২৪
২০ বৈশাখ ১৪৩১

যৌন নিপীড়ন চালাতে গিয়েই ভারতীয় ৩ নাগরিককে হত্যা করেছে বিএসএফ?

বিদেশ ডেস্ক
১৯ মার্চ ২০১৭, ১৬:২৯আপডেট : ১৯ মার্চ ২০১৭, ১৭:১১
image

বিএসএফ বাংলাদেশে গরু পাচার রুখতে গিয়ে ৩ ভারতীয় আদিবাসীকে হত্যার কথা জানিয়েছে ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। তবে স্থানীয়রা বলছে, গরু পাচার নয়, যৌন নিপীড়ন চালাতে গিয়েই ভারতীয় ৩ নাগরিককে হত্যা করা হয়েছে। সে দেশের সংবাদমাধ্যম নিউ ইন্ডিয়ান এক্সপ্রেস এই খবর নিশ্চিত করেছে।

নিউ ইন্ডিয়ান এক্সপ্রেস-এর খবরে বলা হয়, দক্ষিণ ত্রিপুরায় ভারতের সীমান্তরক্ষী বিএসএফের গুলিতে এক নারীসহ ওই তিন ভারতীয় আদিবাসী নিহত হন। স্থানীয়দের অভিযোগ, কয়েকজন বিএসএফ সদস্য স্থানীয় এক আদিবাসী নারীর ওপর যৌন নিপীড়নের চেষ্টা করায় ওই হত্যাকাণ্ড হয়। তবে বিএসএফের দাবি, সীমান্তে গরু পাচারকে কেন্দ্র করে ওই হত্যাকাণ্ড সংঘটিত হয়।

ত্রিপুরার প্রত্যন্ত গ্রাম ছিটাবাড়ির অধিবাসীরা জানান, শুক্রবার তিন বিএসএফ সদস্য এক নারীর ওপর যৌন নিপীড়নের চেষ্টা করেন। ওই নারীকে বাঁচাতে গ্রামবাসী এগিয়ে গেলে তাদের ওপর বিএসএফ সদস্যরা গুলি চালায়, এতে এক নারীসহ তিনজন নিহত হন এবং আরও দুইজন আহত হন। তবে বিএসএফ ওই অভিযোগ প্রত্যাখ্যান করে এই ঘটনাকে বাংলাদেশে গরু পাচারের সঙ্গে যুক্ত বলে উল্লেখ করেছে। বিএসএফ দাবি করছে, ‘গরু পাচারকারীরা’ বিএসএফের দিকে আক্রমণের চেষ্টা করলে তারা গুলি চালায়।

বিএসএফের ভাষ্যমতে, প্রায় ৩০-৪০ জনের একটি দল শুক্রবার গরু পাচার করার চেষ্টা করছিল। তাদের ৩১ নম্বর ব্যাটালিয়নের দুই রক্ষী ওই কথিত পাচারকারীদের বাধা দিলে তারা বিভিন্ন দেশীয় অস্ত্র দিয়ে পাল্টা আক্রমণ করে। প্রথমে শূন্যে দুই রাউন্ড গুলি চালান বিএসএফ সদস্যরা, কিন্তু পরে নিজেদের প্রাণ বাঁচাতে গুলি চালাতে বাধ্য হন। বিএসএফ আরও দাবি করছে, তাদের কয়েকজন সদস্যও আহত হয়েছেন। সেই সঙ্গে তারা ১০টি গরু আটক করেছেন।

এ ঘটনায় বিএসএফের পক্ষ থেকে একটি অভ্যন্তরীণ তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে।

বিএসএফের গুলিতে হতাহতদের শনাক্ত করা হয়েছে। নিহত তিনজন হলেন – পরাকুমার (৪০), মন কুমার (৩০) এবং স্বরলক্ষ্মী (৪০)। আহতরা হলেন – সুনীল কুমার (৪৭) এবং জীবন কুমার (২২)। নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। স্থানীয় পুলিশ পুরো বিষয়টির তদন্ত করছে বলে জানা গেছে। ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং এই হতাহতের ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন। বিএসএফের মহাপরিচালককে এই ঘটনায় বিস্তারিত তদন্ত প্রতিবেদন জমা দিতে নির্দেশ দেওয়া হয়েছে।

সূত্র: নিউ ইন্ডিয়ান এক্সপ্রেস, ডিএনএ।

/এসএ/বিএ/

সম্পর্কিত
‘বাংলাদেশ ও ভারত একই লক্ষ্যে এগোচ্ছে’
ভারতের ভোটে বিজেপির পক্ষে কি ‘৪০০ পেরোনো’ আদৌ সম্ভব?  
মিয়ানমারের ৩৮ শরণার্থীকে ফেরত পাঠালো ভারত
সর্বশেষ খবর
অনেক নার্ভাস ছিলেন সাইফউদ্দিন
অনেক নার্ভাস ছিলেন সাইফউদ্দিন
বকশিবাজার মোড়ে বাসের ধাক্কায় পথচারী নিহত
বকশিবাজার মোড়ে বাসের ধাক্কায় পথচারী নিহত
১২ বছর পর মুম্বাইয়ের মাঠে কলকাতার জয়
১২ বছর পর মুম্বাইয়ের মাঠে কলকাতার জয়
বেড়িবাঁধে উন্নত নিরাপত্তা ও গতিশীলতা: মেয়র আতিকের কাছে ইউল্যাবের আবেদন
বেড়িবাঁধে উন্নত নিরাপত্তা ও গতিশীলতা: মেয়র আতিকের কাছে ইউল্যাবের আবেদন
সর্বাধিক পঠিত
মুক্তি পেলেন মামুনুল হক
মুক্তি পেলেন মামুনুল হক
যশোরে আজ সর্বোচ্চ তাপমাত্রা
যশোরে আজ সর্বোচ্চ তাপমাত্রা
২৫ জেলার সব মাধ্যমিক স্কুল-কলেজ-মাদ্রাসা শনিবার বন্ধ
২৫ জেলার সব মাধ্যমিক স্কুল-কলেজ-মাদ্রাসা শনিবার বন্ধ
কেমন থাকবে আগামী কয়েকদিনের আবহাওয়া?
কেমন থাকবে আগামী কয়েকদিনের আবহাওয়া?
নদীতে ধরা পড়ছে না ইলিশ, কারণ জানালেন মৎস্য কর্মকর্তা
নদীতে ধরা পড়ছে না ইলিশ, কারণ জানালেন মৎস্য কর্মকর্তা