X
শনিবার, ২৭ এপ্রিল ২০২৪
১৪ বৈশাখ ১৪৩১

লন্ডন হামলা: আটককৃত ১১ সন্দেহভাজনের ৭ জনের নিঃশর্ত মুক্তি

বিদেশ ডেস্ক
২৫ মার্চ ২০১৭, ১৩:২০আপডেট : ২৫ মার্চ ২০১৭, ১৩:২৩
image

লন্ডন হামলার সন্দেহভাজন যুক্তরাজ্যের ওয়েস্টমিনস্টারে হামলার ঘটনায় জড়িত সন্দেহে আটক হওয়া ১১ জনের মধ্যে ৭ জনকে ছেড়ে দেওয়া হয়েছে। তাদের বিরুদ্ধে আর কোনও ব্যবস্থা নেওয়া হবে না। আটককৃত দুই নারীকে মার্চ পর্যন্ত জামিন দেওয়া হয়েছে। আর বাকি দুই ব্যক্তিকে নিরাপত্তা হেফাজতে রেখে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ তথ্য জানিয়েছে।
এদিকে সন্দেহভাজন হামলাকারী খালিদ মাসুদ একাই এ হামলা চালিয়েছেন কিনা তা জানার চেষ্টা করছে পুলিশ। হামলা চালানোর ক্ষেত্রে মাসুদের অনুপ্রেরণা কী ছিল, প্রস্তুতি কেমন ছিল এবং তার সহযোগী কারা তা খুঁজে বের করাকে প্রাধান্য দিয়ে পুলিশ তদন্ত চালাচ্ছে।
শুক্রবার মেট্রোপলিটন পুলিশের সহকারী উপ কমিশনার মার্ক রাউলি এ ব্যাপারে জনগণের কাছ থেকে সহযোগিতা কামনা করেছেন। হামলাকারীর ব্যাপারে কোনও তথ্য থাকলে তা জানাতে বলেছেন। সন্ত্রাসী প্রপাগান্ডায় উদ্বুদ্ধ হয়ে খালিদ মাসুদ পুরোপুরি একা এ হামলা চালিয়েছে নাকি অন্য কেউ তাকে উৎসাহ, সমর্থন কিংবা নির্দেশনা দিয়েছে তা নিয়ে পুলিশ তদন্ত চালিয়ে যাবে বলেও উল্লেখ করেন তিনি।
উল্লেখ্য, ২২ মার্চ ২০১৭ বুধবার ওয়েস্টমিনস্টার সেতুর ওপর দিয়ে পার্লামেন্টের দিকে আসার পথে সজোরে গাড়ি চালিয়ে তা পথচারীদের ওপর উঠিয়ে দেন এক হামলাকারী। সেসময় বেশ কয়েকজন হতাহত হন। পরে গাড়িটি পার্লামেন্টের নিরাপত্তাবেষ্টনীতে গিয়ে আঘাত হানে। স্থানীয় সংবাদমাধ্যমগুলো বলছে, হামলাকারী ৮ ইঞ্চি ছুরি নিয়ে পার্লামেন্ট ভবনে প্রবেশের চেষ্টা করেন। নিরাপত্তারক্ষীরা বাধা দিলে এক পুলিশ সদস্যের ওপর ছুরিকাঘাত করেন তিনি। তখন পুলিশ হামলাকারীকে গুলি করে তাকে রুখে দেয়। গুলিতে নিহত হয় হামলাকারী।

/এফইউ/

 

সম্পর্কিত
‘বৈধ পথে রেমিট্যান্স পাঠালে প্রণোদনা ৩ শতাংশ বিবেচনা করা হবে’
ইউক্রেনকে ৬২ কোটি ডলারের অস্ত্র সহায়তা দেবে যুক্তরাজ্য
ইংলিশ চ্যানেল পাড়ি দিতে গিয়ে অন্তত ৫ অভিবাসী নিহত
সর্বশেষ খবর
স্যামসন-জুরেলের ব্যাটে লখনউকে সহজে হারালো রাজস্থান
স্যামসন-জুরেলের ব্যাটে লখনউকে সহজে হারালো রাজস্থান
মুগদায় তীব্র গরমে অজ্ঞাতনামা ব্যক্তির মৃত্যু
মুগদায় তীব্র গরমে অজ্ঞাতনামা ব্যক্তির মৃত্যু
কাপ্তাই হ্রদে নাব্য সংকট, ৫ উপজেলার যোগাযোগ বন্ধ
কাপ্তাই হ্রদে নাব্য সংকট, ৫ উপজেলার যোগাযোগ বন্ধ
কলকাতা স্টেশনে অর্থ পাচারের অভিযোগে গ্রেফতার বাংলাদেশি
কলকাতা স্টেশনে অর্থ পাচারের অভিযোগে গ্রেফতার বাংলাদেশি
সর্বাধিক পঠিত
দক্ষিণে ‘ডায়াবেটিক ধানের’ প্রথম চাষেই বাম্পার ফলন, বীজ পাবেন কই?
দক্ষিণে ‘ডায়াবেটিক ধানের’ প্রথম চাষেই বাম্পার ফলন, বীজ পাবেন কই?
তাপপ্রবাহে যেভাবে চলবে শ্রেণি কার্যক্রম
প্রাক-প্রাথমিক বন্ধই থাকছেতাপপ্রবাহে যেভাবে চলবে শ্রেণি কার্যক্রম
যুদ্ধবিরতি প্রস্তাবে ইসরায়েলের প্রতিক্রিয়া পেলো হামাস
যুদ্ধবিরতি প্রস্তাবে ইসরায়েলের প্রতিক্রিয়া পেলো হামাস
আজকের আবহাওয়া: দুই বিভাগ ছাড়া কোথাও বৃষ্টির আভাস নেই
আজকের আবহাওয়া: দুই বিভাগ ছাড়া কোথাও বৃষ্টির আভাস নেই
বিক্রি না করে মজুত, গুদামে পচে যাচ্ছে আলু
বিক্রি না করে মজুত, গুদামে পচে যাচ্ছে আলু