X
বৃহস্পতিবার, ০৯ মে ২০২৪
২৫ বৈশাখ ১৪৩১

মসুলে বেসামরিক হত্যাকাণ্ডের পক্ষে মার্কিন জেনারেলের সাফাই

বিদেশ ডেস্ক
৩০ মার্চ ২০১৭, ০৯:৫৩আপডেট : ৩০ মার্চ ২০১৭, ১৫:০৪
image

মসুলে বেসামরিক হত্যাকাণ্ডের পক্ষে মার্কিন জেনারেলের সাফাই

মসুলে বেসামরিক হত্যাকাণ্ডের পক্ষে সাফাই গাইলেন সিনিয়র মার্কিন জেনারেল জোসেফ ভোটেল। ইরাকের মসুলে অভিযান চলাকালীন বেসামরিক নাগরিক যেন নিহত না হন সে বিষয়ে নিজেরা খুবই সতর্ক বলে দাবি করেন তিনি। তার দাবি, ওই সতর্কতা সত্ত্বেও জনবহুল মসুলে বেসামরিক হতাহতের ঘটনা ঠেকানো খুব কঠিন।  জেনারেল ভোটেল বলেন, সম্প্রতি মসুলে মার্কিন বিমান হামলায় বেসামরিক নাগরিক নিহত হওয়ার বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

১৭ মার্চের ওই ঘটনায় মার্কিন জোটের সংশ্লিষ্টতার কথা স্বীকার করেছে যুক্তরাষ্ট্র। তবে এই ঘটনায় আইএসেরও ভূমিকা রয়েছে বলে দাবি তাদের। স্থানীয় কর্মকর্তা ও প্রত্যক্ষদর্শীরা জানায়, সেদিন আল-জায়েদা জেলায় অন্তত ২৪০ জন বেসামরিক প্রাণ হারিয়েছিলেন বলে জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো।

জেনারেল জোসেফ ভোটেল বলেন, তারা একটি স্ট্যান্ডার্ড মেনে চলার চেষ্টা করেন, কিন্তু মসুলের মতো জনবহুল স্থানে এটা মেনে চলা খুবই কঠিন। তিনি বলেন, ‘আমি মানছি যে এমন শহরে সবকিছু মেনে চলা খুবই কঠিন। কিন্তু আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি।’ মার্কিন সেন্ট্রাল কমান্ডের প্রধান ভোটের আর্মড কমিটির বৈঠকে একথা বলেন। কর্মকর্তারা জানান, যুদ্ধ এখন খুবই মারণাত্মক অবস্থায় হওয়ায় বেসামরিক নাগরিক নিহত হওয়ার বিষয়টি অনুমিতই ছিল।

তবে যতই সতর্কতার দাবি করুক না কেন, এই ঘটনার জন্য মানবাধিকার সংগঠনগুলোর তোপের মুখেই পড়তে হয়েছে যুক্তরাষ্ট্রকে। অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল জানিয়েছে, এত বেসামরিক নাগরিক নিহত হওয়ার ব্যাপারে এটা স্পষ্ট যে যুক্তরাষ্ট্র তাদের নিরাপত্তা দিতে ব্যর্থ হচ্ছে।

ভোটেলের দাবি, বেসামরিক নাগরিকদের প্রতি যুক্তরাষ্ট্র সতর্কতা ও দুর্বলতার সুযোগ নিয়ে আইএস তাদের ব্যবহার করছে। এই বুধবারও মসুলের আল নুরি মসজিদের কাছেই আইএস ও ইরাকি পুলিশের গুলি বিনিময় হয়েছে। তবে ১৭ মার্চ কি হয়েছিল সে বিষয়ে এখনও স্পষ্ট করে কিছু জানা যায়নি।

সূত্র : রয়টার্স

/এমএইচ/বিএ/

সম্পর্কিত
ঝুঁকি নিচ্ছেন নেতানিয়াহুজিম্মি মুক্তি ও রাফাহতে অভিযান নিয়ে বিভক্ত ইসরায়েলিরা
রাফাহতে হামলার আশঙ্কা, ইসরায়েলে অস্ত্রের চালান স্থগিত যুক্তরাষ্ট্রের
হামাসের সংশোধিত প্রস্তাব গাজায় যুদ্ধবিরতি অচলাবস্থা ভাঙতে পারে: যুক্তরাষ্ট্র
সর্বশেষ খবর
চেয়ারম্যান হলেন ৯ এমপির স্বজন, হেরেছেন দুজন
চেয়ারম্যান হলেন ৯ এমপির স্বজন, হেরেছেন দুজন
জোসেলুর জোড়া গোলে ফাইনালে রিয়াল
জোসেলুর জোড়া গোলে ফাইনালে রিয়াল
চেয়ারম্যান হলেন এমপির ছেলে ও ভাই
চেয়ারম্যান হলেন এমপির ছেলে ও ভাই
কিশোরগঞ্জের তিন উপজেলায় বিজয়ী হলেন যারা
কিশোরগঞ্জের তিন উপজেলায় বিজয়ী হলেন যারা
সর্বাধিক পঠিত
শনিবারে স্কুল খোলা: আন্দোলন করলে বাতিল হতে পারে এমপিও
শনিবারে স্কুল খোলা: আন্দোলন করলে বাতিল হতে পারে এমপিও
‘চুন্নু স্বৈরাচারের দোসর’, বললেন ব্যারিস্টার সুমন
‘চুন্নু স্বৈরাচারের দোসর’, বললেন ব্যারিস্টার সুমন
এক লাফে ডলারের দাম বাড়লো ৭ টাকা
এক লাফে ডলারের দাম বাড়লো ৭ টাকা
ইউক্রেনে সেনা পাঠানোর ইস্যুতে ন্যাটোকে রাশিয়ার সতর্কতা
ইউক্রেনে সেনা পাঠানোর ইস্যুতে ন্যাটোকে রাশিয়ার সতর্কতা
ইউক্রেনে পাঠালে ফরাসি সেনাদের নিশানা করার হুমকি রাশিয়ার
ইউক্রেনে পাঠালে ফরাসি সেনাদের নিশানা করার হুমকি রাশিয়ার