X
শনিবার, ২৭ এপ্রিল ২০২৪
১৪ বৈশাখ ১৪৩১

ঐতিহ্যের বন্ধনে দুই দেশের জনগণকে বাঁধতে চান মোদি

বিদেশ ডেস্ক
০৮ এপ্রিল ২০১৭, ১৬:৪৫আপডেট : ০৯ এপ্রিল ২০১৭, ০০:৪০
image

যৌথ সংবাদ সম্মেলনে হাসিনা-মোদি দ্রুত তিস্তা চুক্তি সম্পন্নের আশ্বাস দিয়ে ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেছেন, দিল্লি-ঢাকা সহযোগিতার নতুন ক্ষেত্র হবে দুই দেশের মানুষ এবং তাদের মধ্যকার বন্ধন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফরের দ্বিতীয় দিনে দায়দ্রাবাদ হাউজে দুই দেশের যৌথ সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেন নরেন্দ্র মোদি।  ভারতীয় পররাষ্ট্র দফতরের ওয়েবসাইটে পাওয়া মোদির সেই বক্তৃতার পূর্ণাঙ্গ অনুলিপি থেকে এসব কথা জানা গেছে।


নরেন্দ্র মোদি বলেন, তিস্তা সমস্যার সমাধান হবে এই দুই সরকারেরই আমলে। দ্রুতই তিস্তা সমস্যার সমাধান হবে আশ্বাস দিয়ে সংবাদ সম্মেলনে ভারতের প্রধানমন্ত্রী বলেন, বর্তমান সরকারের আমলেই তিস্তাসহ অভিন্ন নদীগুলোর পানিবণ্টন সমস্যার সমাধান সম্ভব। 

বাংলাদেশিদের নববর্ষের শুভেচ্ছা জানিয়ে বক্তৃতা শুরু করেন মোদি। তার ওই বক্তৃতার অধিকাংশ জুড়েই ছিলো দু' দেশের ঐতিহ্যগত মিল বন্ধন, সংস্কৃতির প্রশ্ন। নরেন্দ্র মোদি বলেন, সহযোগিতার নতুন ক্ষেত্র দুই দেশের জনগণ বিশেষ করে তরুণদের মধ্যকার বন্ধনকে আরও জোরালো করবে। ভারত সব সময় বাংলাদেশকে সহযোগিতা করতে প্রস্তুত আছে। তিনি বলেন, সন্ত্রাস দমনে বাংলাদেশের জিরো টলারেন্স বা শূন্য সহনশীলতা নীতি ভারতের কাছে অনুপ্রেরণা।

মুক্তিযুদ্ধ প্রসঙ্গ, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অনন্য ঐতিহাসিক অবদানসহ বাংলাদেশের অগ্রগতি আর উন্নয়ন নিয়ে কথা বলেন মোদি। মোদি আশা করেন ২০২০ সালের মধ্যেই বঙ্গবন্ধুকে নিয়ে নির্মিত সিনেমা মুক্তি পাবে।  

নরেন্দ্র মোদি বাংলাদেশে বিভিন্ন প্রকল্প বাস্তবায়নে সাড়ে চার বিলিয়ন ডলার ঋণ ( নমনীয় শর্তের ধারাবাহিক ঋণ) দেওয়ারও ঘোষণা দেন। এর বাইরে পাঁচশ মিলিয়ন ডলার দেওয়ার ঘোষণা দেওয়া হয় সামরিক খাতে। মোদি বলেন, এটা বাংলাদেশের চাহিদার ভিত্তিতে দেওয়া হবে।

/বিএ/

আরও পড়ুন- 

তিস্তা নিয়ে আশ্বাস, অঙ্গীকার নেই
পাঁচ বছরের জন্য ১০ হাজার মুক্তিযোদ্ধাকে ভিসা দেবে 

হাসিনা- মোদি বৈঠকে ৩৬ চুক্তি সই





তিস্তা নিয়ে আশ্বাস, অঙ্গীকার নেই
তিস্তাচুক্তি: মোদির মুখের কথায় সন্তুষ্ট থাকতে হচ্ছে বাংলাদেশকে
শেখ হাসিনার সঙ্গে মমতার সাক্ষাৎ
‘ভারতের প্রতিরক্ষা চুক্তি আছে চীনের সঙ্গেও!’
মোদির বক্তৃতায় ইঙ্গিত: তিস্তা চুক্তি ২০১৮ সালেই?

মোদি-হাসিনা বৈঠকে ২২ চুক্তি সই

মোদি-হাসিনা বৈঠক: ২২ চুক্তি ও ৪ সমঝোতা স্মারক সই

বাংলায় নববর্ষের শুভেচ্ছা জানালেন মোদি

সম্পর্কিত
হেলিকপ্টারের সিটে বসতে গিয়ে পড়ে গেলেন মমতা বন্দ্যোপাধ্যায়
ভারতে দ্বিতীয় দফায় ভোটপ্রচণ্ড গরমেও ভোটকেন্দ্রে ভোটার, ভোটদানের হার ৬১ শতাংশ
ভোট গণনা প্রক্রিয়ায় কোনও পরিবর্তন হবে না: ভারতীয় সুপ্রিম কোর্ট
সর্বশেষ খবর
রান্নাঘরের অসহনীয় গরম থেকে বাঁচার ১০ উপায়
রান্নাঘরের অসহনীয় গরম থেকে বাঁচার ১০ উপায়
হামাসের ২৫টি লক্ষ্যবস্তুতে হামলার দাবি ইসরায়েলের
হামাসের ২৫টি লক্ষ্যবস্তুতে হামলার দাবি ইসরায়েলের
সিলেটে আইএফআইসি লারজেস্ট ব্যাংকিং নেটওয়ার্ক বিজনেস কনফারেন্স
সিলেটে আইএফআইসি লারজেস্ট ব্যাংকিং নেটওয়ার্ক বিজনেস কনফারেন্স
বনানীতে যাত্রীবাহী বাসে আগুন
বনানীতে যাত্রীবাহী বাসে আগুন
সর্বাধিক পঠিত
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
কুষ্টিয়ায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
কুষ্টিয়ায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
দক্ষিণে ‘ডায়াবেটিক ধানের’ প্রথম চাষেই বাম্পার ফলন, বীজ পাবেন কই?
দক্ষিণে ‘ডায়াবেটিক ধানের’ প্রথম চাষেই বাম্পার ফলন, বীজ পাবেন কই?
আজকের আবহাওয়া: দুই বিভাগ ছাড়া কোথাও বৃষ্টির আভাস নেই
আজকের আবহাওয়া: দুই বিভাগ ছাড়া কোথাও বৃষ্টির আভাস নেই
তাপপ্রবাহে যেভাবে চলবে শ্রেণি কার্যক্রম
প্রাক-প্রাথমিক বন্ধই থাকছেতাপপ্রবাহে যেভাবে চলবে শ্রেণি কার্যক্রম