X
বৃহস্পতিবার, ০২ মে ২০২৪
১৯ বৈশাখ ১৪৩১

মিসরে তিন মাসের জরুরি অবস্থা জারি

বিদেশ ডেস্ক
১০ এপ্রিল ২০১৭, ০১:৫৬আপডেট : ১০ এপ্রিল ২০১৭, ০২:২৮

তান্তার গির্জায় হামলার পর মিসরের তান্তা ও আলেক্সান্দ্রিয়ায়  দুটি গির্জাতে পৃথক বোমা হামলায় অন্তত ৪৫ জন নিহত ও শতাধিক মানুষ আহত হওয়ার ঘটনায় দেশটিতে তিন মাসের জরুরি অবস্থা জারি করা হয়েছে। মিসরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল-সিসি এ জরুরি অবস্থা জারির ঘোষণা দিয়েছেন। এর আগে গির্জায় হামলার ঘটনায় সারাদেশে সামরিক বাহিনীকে অবস্থান নেওয়ার আদেশ দেন তিনি। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি ও বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

আলেক্সান্ড্রিয়ার গির্জায় হামলার পর উদ্বিগ্ন স্বজনরা তান্তা ও আলেক্সান্দ্রিয়ায় গির্জা দুটিতে হামলার দায় স্বীকার করেছে মধ্যপ্রাচ্যভিত্তিক জঙ্গি সংগঠন ইসলামিক স্টেট (আইএস)। মিসরে খ্রিস্টান সংখ্যালঘুদের ওপর ধারাবাহিক হামলার অংশ এটি।

খ্রিস্টানদের ধর্মীয় অনুষ্ঠান ইস্টারের মাত্র এক সপ্তাহ আগে মিসরে হামলার হলো। চলতি এপ্রিলেই পোপ ফ্রান্সিসের দেশটিতে সফরে আসার কথা রয়েছে। তিনি এ হামলার নিন্দা জানিয়েছেন।

হামলার পর প্রেসিডেন্ট সিসি নিন্দা জানান এবং দেশটির জাতীয় প্রতিরক্ষা কাউন্সিলে জরুরি বৈঠক ডাকেন।  বৈঠকের পর বিবৃতিতে সেনা মোতায়েনের নির্দেশের কথা বলা হয়েছে। বিবৃতিতে সেনারা পুলিশকে সহযোগিতা করবে বলে উল্লেখ করা হয়েছে। এরপর তিনমাসের জন্য জরুরি অবস্থা জারি করা হলো।

বিবৃতিতে সিসি বলেন, এই হামলা আমাদের নিরাপত্তা, স্থিতিশীলতা ও উন্নয়নের জন্য কঠোর ও দৃঢ় করে তুলবে।

হামলার কয়েক ঘণ্টার মধ্যে কয়েকহ হাজার শোকাতুর মানুষ তান্তা গির্জার সামনে জড়ো হয়েছেন। তাদের অনেকেই ফুঁপিয়ে কাঁদছিলেন। অনেকে শোকের কালো রঙের পোশাক পরে হাজির হয়েছেন।
গার্ডিয়ানের খবরে বলা হয়েছে, রবিবার কায়রো থেকে ১০০ কিলোমিটার দূরে তান্তা শহরের একটি গির্জায় প্রথম বিস্ফোরণটি হয়। ওই ঘটনায় অন্তত ২৯ জন নিহত হয়েছে বলে জানিয়েছে মিসরের স্বাস্থ্য মন্ত্রণালয়। আহত হয়েছে অন্তত ৭৮ জন।

তান্তার বিস্ফোরণের কয়েক ঘণ্টার মাথায় আলেক্সান্দ্রিয়ায় দ্বিতীয় বিস্ফোরণটি হয়। এটি ছিল একটি আত্মঘাতী বোমা হামলা হয়। ওই হামলায় ১৬ জন নিহত হয়। তিন পুলিশ কর্মকর্তাসহ আহত হয় ৩৫ জন। সব মিলে দুই হামলায় প্রাণহানির সংখ্যা দাঁড়ায় ৪৫ জনে।

হামলার ঘটনায়  দায় স্বীকার করে আমাক-এ আইএস’র পক্ষ থেকে একটি বিবৃতি প্রকাশ করা হয়। সেখানে বলা হয়, ‘আইএস-এর একটি দল তান্তা ও আলেক্সান্দ্রিয়া শহরের গীর্জায় দুটি হামলা চালিয়েছে।’ সূত্র: রয়টার্স, গার্ডিয়ান, বিবিসি।

/জেএইচ/

সম্পর্কিত
চুক্তি হোক বা না হোক রাফাহতে ইসরায়েলি অভিযান চলবে: নেতানিয়াহু
হামাসকে ইসরায়েলের যুদ্ধবিরতি প্রস্তাব মেনে নেওয়ার আহ্বান ব্লিঙ্কেনের
গাজায় যুদ্ধবিরতি নাকি রাফাহতে হামলারাজনৈতিক সংশয়ের মুখোমুখি নেতানিয়াহু
সর্বশেষ খবর
‘গরমে অসুস্থ’ হয়ে মারা যাওয়া সেই শ্রমিকের পরিবারের পাশে জেলা প্রশাসন
‘গরমে অসুস্থ’ হয়ে মারা যাওয়া সেই শ্রমিকের পরিবারের পাশে জেলা প্রশাসন
ওমরাহ করতে স্ত্রীসহ সৌদি আরব যাচ্ছেন মির্জা ফখরুল
ওমরাহ করতে স্ত্রীসহ সৌদি আরব যাচ্ছেন মির্জা ফখরুল
ঢাকার অধস্তন আদালতগুলোতে এসি লাগাতে আইনি নোটিশ
ঢাকার অধস্তন আদালতগুলোতে এসি লাগাতে আইনি নোটিশ
ড. ইউনূসসহ ১৪ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন শুনানি পেছালো
অর্থ আত্মসাতের মামলাড. ইউনূসসহ ১৪ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন শুনানি পেছালো
সর্বাধিক পঠিত
শিশু ঝুমুরকে ধর্ষণ ও হত্যার বর্ণনা দিতে গিয়ে চোখ মুছলেন র‌্যাব কর্মকর্তা
শিশু ঝুমুরকে ধর্ষণ ও হত্যার বর্ণনা দিতে গিয়ে চোখ মুছলেন র‌্যাব কর্মকর্তা
মিল্টন সমাদ্দার আটক
মিল্টন সমাদ্দার আটক
আজও সর্বোচ্চ তাপমাত্রা যশোরে, পথচারীদের জন্য শরবত-পানির ব্যবস্থা
আজও সর্বোচ্চ তাপমাত্রা যশোরে, পথচারীদের জন্য শরবত-পানির ব্যবস্থা
একজন অপরাধীর গল্প বলতে চেয়েছিলেন তিশা
একজন অপরাধীর গল্প বলতে চেয়েছিলেন তিশা
মিল্টন সমাদ্দারের বিরুদ্ধে যেসব অভিযোগ তদন্ত করবে ডিবি
মিল্টন সমাদ্দারের বিরুদ্ধে যেসব অভিযোগ তদন্ত করবে ডিবি