X
মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪
১৬ বৈশাখ ১৪৩১

মমতার মাথার দাম ১১ লাখ রুপি!

বিদেশ ডেস্ক
১২ এপ্রিল ২০১৭, ১৩:১৯আপডেট : ১২ এপ্রিল ২০১৭, ১৩:২৫
image

মমতার মাথা কাটলে ১১ লাখ রুপি পুরস্কার ঘোষণা করেছে এক হিন্দুত্ববাদী নেতা ভারতের কেন্দ্রে ক্ষমতাসীন ভারতীয় জনতা পার্টির এক যুবনেতা পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মাথার দাম রেখেছেন ১১ লাখ রুপি। যে মমতার মাথা কেটে আনাত পারবে তাকেই ১১ লাখ রুপি পুরস্কার দেওয়ার ঘোষণা দিয়েছেন ওই যুবনেতা। ভারতীয় সংবাদমাধ্যম দ্য হিন্দু এ তথ্য জানিয়েছে।

পুলিশের অনুমতি ছাড়াই গতকাল সিউড়িতে ভারত সেবাশ্রম সংঘের সামনে থেকে হনুমান জয়ন্তীর মিছিল বের করেছিলেন হিন্দু জাগরণ মঞ্চের সদস্যরা। ঘটনাস্থলে উপস্থিত পুলিশ জানিয়ে দেয়, কোনওভাবেই মিছিল করতে দেওয়া হবে না। হিন্দু জাগরণ মঞ্চের সদস্যরা পুলিশের সঙ্গে বাক-বিতণ্ডায় জড়ায়। এক পর্যায়ে লাঠিচার্জ শুরু করে পুলিশ।

ওই ঘটনায় হিন্দুত্ববাদী সংগঠন আরএসএস ও বিজেপি নেতারা ক্ষোভ প্রকাশ করলেও আলিগড়ের ভারতীয় জনতা যুব মোর্চার নেতা যোগেশ ভারশনে মমতার মাথা কেটে নেওয়ার হুমকি দিয়ে পুরস্কার ঘোষণা করেন।

সংবাদসংস্থা এএনআই-এর প্রকাশিত একটি ভিডিওতে যোগেশকে বলতে শোনা যায়, ‘পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়ের মাথা কেটে আনতে পারলে, আমি নিজে সেই ব্যক্তিকে ১১ লাখ রুপি দেবো। মমতা বন্দ্যোপাধ্যায় কখনও সরস্বতী পুজো করতে দেন না, রামনবমীতে মেলা করতে দেন না, আর হনুমানজয়ন্তীতে লাঠি চালালো মমতার পুলিশ, মারধর করা হলো নৃশংসভাবে। উনি ইফতার পার্টির আয়োজন করেন আর সবসময় মুসলিমদেরই সঙ্গ দেন।’

উল্লেখ্য, রবিবার পুলিশ সতর্ক করেছিল বীর হনুমানজয়ন্তীর উদ্যোক্তাদের যাতে তারা সিউড়িতে কোনও মিটিং মিছিল না করে মঙ্গলবার। কিন্তু তা সত্ত্বেও মিছিল বের করে হিন্দুত্ববাদী স্লোগান দিয়ে উত্তেজনা ছড়ায় আরএসএস কর্মীরা। পরিস্থিতি সামাল দিতে লাঠিচার্জ করে পুলিশ।

ওই যুবনেতার হুমকি প্রসঙ্গে বিজেপির পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির সভাপতি দিলীপ ঘোষ বলেন, ‘রাজনীতিতে এ ধরনের পাগলামি চলে না। বিজেপি এ ধরনের নিন্দনীয় রাজনীতির পক্ষে নয়। এটা পাগলামি ছাড়া আর কিছুই নয়। বিজেপি এ মন্তব্যের নিন্দা করে।’

তবে মঙ্গলবার বিজেপির পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির সায়ন্তন বসু অভিযোগ করেন, ‘জেলা প্রশাসন প্রথম মিছিল করার অনুমতি দিলেও পরে তৃণমূল কংগ্রেস নেতাদের আদেশে তা প্রত্যাহার করে নেওয়া হয়।’

/এসএ/

সম্পর্কিত
পাচার হওয়া বোনকে নিতে এসে কলকাতায় অসহায় দশায় চট্টগ্রামের তরুণ
আম আদমি পার্টির সাথে জোট, দিল্লি কংগ্রেস প্রধানের পদত্যাগ
ভারতের মণিপুরে আবারও জাতিগত সহিংসতা
সর্বশেষ খবর
বেতন বৈষম্যে উচ্চশিক্ষার মান হারাচ্ছে বেসরকারি কলেজগুলো
বেতন বৈষম্যে উচ্চশিক্ষার মান হারাচ্ছে বেসরকারি কলেজগুলো
খিলগাঁও তালতলা মার্কেটে ক্যাশলেস লেনদেন চালু
খিলগাঁও তালতলা মার্কেটে ক্যাশলেস লেনদেন চালু
ছদ্মবেশে অভিযান চালিয়ে সাড়ে ১২ লাখ ইয়াবা উদ্ধার, নদীতে ঝাঁপিয়ে পালালো পাচারকারীরা
ছদ্মবেশে অভিযান চালিয়ে সাড়ে ১২ লাখ ইয়াবা উদ্ধার, নদীতে ঝাঁপিয়ে পালালো পাচারকারীরা
তীব্র গরমে কাজ করার সময় মাথা ঘুরে পড়ে দিনমজুরের মৃত্যু
তীব্র গরমে কাজ করার সময় মাথা ঘুরে পড়ে দিনমজুরের মৃত্যু
সর্বাধিক পঠিত
‘পুলিশ’ স্টিকার লাগানো গাড়িতে অভিযান চালাবে পুলিশ
‘পুলিশ’ স্টিকার লাগানো গাড়িতে অভিযান চালাবে পুলিশ
শরীরের তাপ কমায় এই ৮ খাবার
শরীরের তাপ কমায় এই ৮ খাবার
আজ কি বৃষ্টি হবে?
আজ কি বৃষ্টি হবে?
চার বছরে আট ফ্লপ, আসছে আরও এক হালি!
চার বছরে আট ফ্লপ, আসছে আরও এক হালি!
জালিয়াতির মামলায় সাবেক ব্যাংক কর্মকর্তার ২৬ বছরের কারাদণ্ড
জালিয়াতির মামলায় সাবেক ব্যাংক কর্মকর্তার ২৬ বছরের কারাদণ্ড