X
সোমবার, ২৯ এপ্রিল ২০২৪
১৬ বৈশাখ ১৪৩১
গার্ডিয়ানের অনুসন্ধান

উ. কোরিয়ার বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের যুদ্ধের পরিকল্পনা

বিদেশ ডেস্ক
১৮ এপ্রিল ২০১৭, ২০:৪১আপডেট : ১৯ এপ্রিল ২০১৭, ০০:০৬
image

উ. কোরিয়ার বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের যুদ্ধের পরিকল্পনা ‘পরমাণু পরীক্ষা প্রতিহত করা’র কথা বলে উ. কোরিয়ার বিরুদ্ধে সামরিক হস্তক্ষেপের পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র। নাম প্রকাশে অনিচ্ছুক দু’জন মার্কিন কর্মকর্তাকে উদ্ধৃত করে ব্রিটিশ বার্তা সংস্থা গার্ডিয়ান এই‌ খবর জানিয়েছে। কোরিয়া-সফররত মার্কিন ভাইস প্রেসিডেন্টের ভাষ্যেও একই ইঙ্গিত মিলেছে। উ. কোরিয়ার পরমাণু পরীক্ষা যে কোনও মূল্যে প্রতিহত করার ইঙ্গিত দিয়েছেন তিনি।

মার্কিন প্রতিরক্ষামন্ত্রী জেমস ম্যাটিস দেশটির কংগ্রেস-কে জানিয়েছেন, উত্তর কোরিয়া ক্ষেপণাস্ত্র পরীক্ষার ঘটনায় সামরিক বাহিনীর দিক থেকে এখনও পর্যন্ত কোনও সিদ্ধান্ত নেওয়া হয়নি।

যুক্তরাষ্ট্রের একজন কর্মকর্তা জানান, উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র পরীক্ষার ঘটনায় দেশটিকে একটি বার্তা দিতে চায় ওয়াশিংটন। এরইমধ্যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই পরীক্ষাকে অগ্রহণযোগ্য বলে মন্তব্য করেছেন। দেশটির এ ধরনের জঘন্য অপরাধের জন্য যুক্তরাষ্ট্র তার বিরুদ্ধে সামরিক ব্যবস্থা নিতে পারে।

সামরিক বিশ্লেষক এবং সাবেক মার্কিন কর্মকর্তারা বলছেন, উত্তর কোরিয়ার কোনও মিসাইল ভূপাতিত করার কাজটি খুব সহজ হবে না। কেননা এতে ঝুঁকির আশঙ্কা আরও বাড়বে। সেক্ষেত্রে উদ্ভূত পরিস্থিতি যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণে নাও থাকতে পারে। এ ধরনের হামলা চালানো হলে তা কোরীয় উপদ্বীপে নতুন যুদ্ধের ক্ষেত্র তৈরি করবে। বিশেষ করে এ অঞ্চলে যুক্তরাষ্ট্রের মিত্র দক্ষিণ কোরিয়া এবং জাপান পিয়ংইয়ং-এর বিধ্বংসী আক্রমণের লক্ষ্যবস্তুতে পরিণত হতে পারে। 

বারাক ওবামার প্রশাসনের অধীনে পেন্টাগনের এশিয়াবিষয়ক নীতি নির্ধারণী জ্যেষ্ঠ কর্মকর্তা আব্রাহাম ডেনমার্ক বলেন ‘এ ধরনের কর্মকাণ্ডকে আমি তীব্র উত্তেজনা হিসেবেই দেখছি, কিন্তু কিম জং উন একে কিভাবে দেখবেন তা ধারণা করতে পারছি না। কিন্তু আমি মনে করছি, তিনি জোরালোভাবে প্রতিক্রিয়া জানানোর প্রয়োজন বোধ করতে পারেন, কারণ তিনি নিজেকে দুর্বল দেখাতে চাইবেন না।’

দুটি সূত্রই বলেছে, যুক্তরাষ্ট্র দক্ষিণ কোরিয়ার কাছে যে উচ্চ ক্ষমতাসম্পন্ন ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা (থাড) সরবরাহ করছে তা সেনাবাহিনী ব্যবহার করার কথা ভাবছে না। থাডের ২০০ কিলোমিটারের পাল্লা দেওয়ার সক্ষমতা এবং অত্যাধুনিক রাডার চীনকে বিচলিত করেছে। আর এ দেশটির প্রেসিডেন্ট শি জিন পিং কে উত্তর কোরিয়ার ওপর চাপ দেওয়ার জন্য রাজি করানোর চেষ্টা করছেন ট্রাম্প। 

এদিকে, মার্কিন ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স উত্তর কোরিয়াকে সতর্ক করে বলেছেন, দেশটির পারমাণবিক হুমকি মোকাবেলায় যেকোনও পদক্ষেপ নিতে পারে যুক্তরাষ্ট্র। তিনি আবারও মনে করিয়ে দেন, ‘উত্তর কোরিয়াকে সহ্য করার সময় শেষ। যু্ক্তরাষ্ট্র আর দেশটিকে সহ্য করবে না।’ সোমবার দক্ষিণ কোরিয়ায় সফরকালে পেন্স এ হুঁশিয়ারি দেন। তিনি আরও বলেন, ‘আমরা চাই উত্তর কোরিয়া তাদের অবস্থান থেকে সরে আসুক। পারমাণবিক অস্ত্র তৈরি ও পরীক্ষা থেকে তাদের বিরত থাকা উচিত।’

/এমপি/এফইউ/বিএ/

সম্পর্কিত
ভারতে লোকসভা নির্বাচনের দ্বিতীয় ধাপের ভোট শুরু
চীনে আমেরিকার কোম্পানিগুলোর প্রতি ন্যায্য আচরণের আহ্বান ব্লিঙ্কেনের
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
সর্বশেষ খবর
প্রতিরোধ যোদ্ধাদের খুঁজতে উচ্চ ক্ষমতা সম্পন্ন কমিটি
প্রতিরোধ যোদ্ধাদের খুঁজতে উচ্চ ক্ষমতা সম্পন্ন কমিটি
নিউ ইয়র্কে দুই বাংলাদেশি হত্যায় সন্দেহভাজন যুবক গ্রেপ্তার
নিউ ইয়র্কে দুই বাংলাদেশি হত্যায় সন্দেহভাজন যুবক গ্রেপ্তার
বেসরকারি শিক্ষকদের বদলি নীতিমালা প্রণয়নের নির্দেশ
বেসরকারি শিক্ষকদের বদলি নীতিমালা প্রণয়নের নির্দেশ
মহসিনকে পেয়ে আবেগে আপ্লুত সাব্বির-কায়সার-বিপ্লবরা
মহসিনকে পেয়ে আবেগে আপ্লুত সাব্বির-কায়সার-বিপ্লবরা
সর্বাধিক পঠিত
থেমে যেতে পারে ব্যাংকের একীভূত প্রক্রিয়া
থেমে যেতে পারে ব্যাংকের একীভূত প্রক্রিয়া
‘হিট অফিসার’: পদ কীভাবে নেতিবাচক হয়ে ওঠে
‘হিট অফিসার’: পদ কীভাবে নেতিবাচক হয়ে ওঠে
শরীরের তাপ কমায় এই ৮ খাবার
শরীরের তাপ কমায় এই ৮ খাবার
প্রাথমিক বাদে সোমবার ৫ জেলার সব স্কুল-কলেজ-মাদ্রাসা বন্ধ
প্রাথমিক বাদে সোমবার ৫ জেলার সব স্কুল-কলেজ-মাদ্রাসা বন্ধ
ভেসে আসা ‘টর্পেডো’ উদ্ধারে কাজ করছে নৌবাহিনী ও কোস্টগার্ড
ভেসে আসা ‘টর্পেডো’ উদ্ধারে কাজ করছে নৌবাহিনী ও কোস্টগার্ড