X
রবিবার, ০৫ মে ২০২৪
২১ বৈশাখ ১৪৩১

আগাম ভোটকে স্বাগত জানালেন করবিন

বিদেশ ডেস্ক
১৯ এপ্রিল ২০১৭, ০৬:৪৭আপডেট : ১৯ এপ্রিল ২০১৭, ০৭:১১

জেরেমি করবিন ব্রিটিশ প্রধানমন্ত্রী থেরেসা মে’র আগাম ভোটের ঘোষণাকে স্বাগত জানিয়েছেন ব্রিটিশ সংসদের বিরোধী দলীয় নেতা জেরেমি করবিন। তিনি বলেছেন, ‘দেশের সংখ্যাগরিষ্ঠ মানুষের স্বার্থ সংরক্ষণের জন্য কাজ করবে, এমন একটি সরকারের পক্ষে ভোট দেওয়ার সুযোগ তৈরি করে দিয়েছে এই নির্বাচন।’
এ খবর দিয়েছে ব্রিটিশ গণমাধ্যম বিবিসি। খবরে বলা হয়, মঙ্গলবার (১৮ এপ্রিল) লন্ডনে ডাউনিং স্ট্রিটের অফিসের সামনে দাঁড়িয়ে আচমকা আগাম নির্বাচনের ডাক দেন থেরেসা মে। ২০২০ সাল পর্যন্ত তার সরকারের মেয়াদ রয়েছে। তা সত্ত্বেও আগাম ভোটের ডাক দেওয়ার কারণ ব্যাখ্যা করতে গিয়ে ব্রিটিশ প্রধানমন্ত্রী বলেন, ‘ব্রেক্সিটকে সামনে রেখে এ পদক্ষেপ দেশের রাজনৈতিক দলগুলোকে ঐক্যবদ্ধ করতে সহায়তা করবে এবং স্থিতিশীলতা নিশ্চিত করবে।’
ব্রেক্সিট বাস্তবায়নে যুক্তরাজ্যের শক্তিশালী নেতৃত্ব প্রয়োজন উল্লেখ করে থেরেসা মে বলেন, ‘দেশ হিসেবে যুক্তরাজ্য এক হলেও ওয়েস্টমিনিস্টার এক হতে পারছে না। এই বিভাজনের কারণে আমাদের সফলভাবে ব্রেক্সিট করার সক্ষমতা কমে যাবে এবং তা দেশকে অনিশ্চয়তা ও অস্থিতিশীলতার মুখে ঠেলে দিবে। এই পরিস্থিতিতে আমি মনে করি, দেশের স্থিতিশীলতা ও নিরাপত্তা নিশ্চিত করতে এই মুহূর্তে নির্বাচন প্রয়োজন।’
থেরেসা মে’র এই আগাম নির্বাচনের ঘোষণাকে স্বাগত জানিয়ে লেবার পার্টির নেতা জেরেমি করবিন বলেন, ‘ক্ষমতাসীন কনজারভেটিভ পার্টি দেশের অর্থনৈতিক পুনর্গঠনে ব্যর্থ হয়েছে।’ আগাম নির্বাচনের প্রচারণায় আবাসন, শিক্ষা ও স্বাস্থ্য খাতকে গুরুত্ব দেওয়ার কথাও জানান তিনি।
থেরেসা মে’র উত্তরসূরী হিসেবে নিজেকে দেখছেন কিনা, এ প্রশ্নের জবাবে লেবার নেতা করবিন বলেন, ‘আমরা নির্বাচনে জয়ী হলে আমিই সরকারকে নেতৃত্ব দিতে চাই। আমি এমন একটি সরকার গঠন করতে চাই যে সরকার দেশের রূপান্তর ঘটাবে, যে সরকার প্রতিটি মানুষকে প্রকৃত আশা দেখাবে। সার্বিকভাবে প্রতিটি মানুষের জন্য ন্যয়বিচার ও অর্থনৈতিক সুযোগের নীতি বাস্তবায়নে কাজ করবে— এমন একটি সরকার আমরা গঠন করতে চাই।’
আগাম নির্বাচনের ঘোষণার পর ছায়ামন্ত্রীদের নিয়ে একটি বৈঠকও করেন করবিন।

আরও পড়ুন-

আগাম নির্বাচনের ডাক দিলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী

যে কারণে আগাম নির্বাচনের ঘোষণা দিলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী

/টিআর/

সম্পর্কিত
রাশিয়ার ‘ওয়ান্টেড’ তালিকায় জেলেনস্কি
শোইগুর সঙ্গে দূরত্ব বাড়ছে পুতিনের?
লন্ড‌নের মেয়র প‌দে হ্যাটট্রিক জ‌য়ের প‌থে সা‌দিক খান
সর্বশেষ খবর
জিরোনার মাঠে বার্সেলোনার নাটকীয় হারে চ্যাম্পিয়ন রিয়াল
জিরোনার মাঠে বার্সেলোনার নাটকীয় হারে চ্যাম্পিয়ন রিয়াল
‘ফাইভ স্টার’ ম্যানসিটি, চার গোল হাল্যান্ডের
‘ফাইভ স্টার’ ম্যানসিটি, চার গোল হাল্যান্ডের
ঢাকায় পুনর্মিলন সেরে ক্যাঙ্গারুর দেশে...
ঢাকায় পুনর্মিলন সেরে ক্যাঙ্গারুর দেশে...
নিষ্পত্তির অপেক্ষায় হেফাজতের ২০৩ মামলা
নিষ্পত্তির অপেক্ষায় হেফাজতের ২০৩ মামলা
সর্বাধিক পঠিত
জাল দলিলে ৫০ কোটি টাকা ব্যাংক ঋণ!
জাল দলিলে ৫০ কোটি টাকা ব্যাংক ঋণ!
রবিবার থেকে স্কুল-কলেজ খোলা, শনিবারও চলবে ক্লাস
রবিবার থেকে স্কুল-কলেজ খোলা, শনিবারও চলবে ক্লাস
স্বর্ণের ভরিতে বাড়লো ১ হাজার টাকার বেশি
স্বর্ণের ভরিতে বাড়লো ১ হাজার টাকার বেশি
লিথুয়ানিয়ার ড্রোন হামলা ব্যর্থ হয়েছে: বেলারুশ
লিথুয়ানিয়ার ড্রোন হামলা ব্যর্থ হয়েছে: বেলারুশ
এডিবি কর্মকর্তা গোবিন্দ বরের বিরুদ্ধে বিশিষ্টজনদের হয়রানির অভিযোগ
এডিবি কর্মকর্তা গোবিন্দ বরের বিরুদ্ধে বিশিষ্টজনদের হয়রানির অভিযোগ