X
বৃহস্পতিবার, ০২ মে ২০২৪
১৯ বৈশাখ ১৪৩১

উ. কোরীয় হামলার ‘অপ্রতিরোধ্য ও কার্যকর জবাব’ দেবে যুক্তরাষ্ট্র

বিদেশ ডেস্ক
১৯ এপ্রিল ২০১৭, ১৫:১৪আপডেট : ১৯ এপ্রিল ২০১৭, ১৫:২১
image

Untitled-1 উত্তর কোরিয়া কোনও হামলা করলে ‘অপ্রতিরোধ্য ও কার্যকরী’ জবাব দেওয়ার হুঁশিয়ার করেছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স। বুধবার (১৮ এপ্রিল) জাপানের ইয়োকোসুকায় বিমান বহনকারী জাহাজ ইউএসএস রোনাল্ড রিগ্যানের ডেকে দাঁড়িয়ে এ হুঁশিয়ারি দেন পেন্স। এর আগে সোমবার (১৭ এপ্রিল) দক্ষিণ কোরিয়া সফরকালে আরও কঠোর হুঙ্কার ছেড়েছিলেন তিনি। সেসময় মাইক পেন্স উত্তর কোরিয়াকে সতর্ক করে বলেন, দেশটির পারমাণবিক হুমকি মোকাবেলায় যেকোনও পদক্ষেপ নিতে পারে যুক্তরাষ্ট্র।

এশিয়া সফরের অংশ হিসেবে রবিবার দক্ষিণ কোরিয়া যান মাইক পেন্স। রবিবার উত্তর কোরিয়ায় ব্যর্থ ক্ষেপণাস্ত্র পরীক্ষার কয়েক ঘণ্টা পরে তিনি দক্ষিণ কোরিয়া পৌঁছান। দক্ষিণ কোরিয়ার সফর শেষে জাপান যান পেন্স। বুধবার আমেরিকান ও জাপানি সেনা সদস্যদের উদ্দেশে তিনি বলেন, উত্তর কোরিয়ার হুমকি দিন দিন বাড়ছে। এশিয়া-প্যাসিফিক অঞ্চলের শান্তি ও নিরাপত্তার ক্ষেত্রে উত্তর কোরিয়া সবচেয়ে ভয়াবহ হুমকি তৈরি করেছে।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে পেন্সকে উদ্ধৃত করে বলা হয়, ‘যেকোনও ধরনের হামলা কিংবা প্রচলিত ও পারমাণবিক অস্ত্রের ব্যবহার হলে যুক্তরাষ্ট্র অপ্রতিরোধ্য ও কার্যকরী জবাব দেবে।’

এর আগে উত্তর ও দক্ষিণ কোরিয়ার সীমান্তবর্তী এলাকাতে গিয়ে পেন্স বলেন, চীন এ ব্যাপারে যুক্তরাষ্ট্রের পাশে থাকবে বলে আশাবাদী তিনি। পেন্সের দাবি, কৌশলগত অবস্থান থেকে সরে এসেছে যুক্তরাষ্ট্র। প্রেসিডেন্ট ট্রাম্প এটা স্পষ্ট করেছেন যে উত্তর কোরিয়ার ব্যাপারে যুক্তরাষ্ট্র ও তার মিত্ররা আর কিছু সহ্য করবে না। যুক্তরাষ্ট্র এই অঞ্চলে পরিস্থিতির পরিবর্তন ও শান্তি দেখতে চায়। তিনি আরও বলেন, ‘আমরা চাই উত্তর কোরিয়া তাদের অবস্থান থেকে সরে আসুক। পারমাণবিক অস্ত্র তৈরি ও পরীক্ষা থেকে তাদের বিরত থাকা উচিত।’

সম্প্রতি উত্তর কোরিয়ার প্রতিষ্ঠাতা কিম ইল-সাং এর ১০৫তম জন্মবার্ষিকী উপলক্ষে পিয়ং ইয়ং-এ আয়োজিত সামরিক কুচকাওয়াচের একদিন পরই ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালায় উত্তর কোরিয়া। দক্ষিণ কোরিয়া ও যুক্তরাষ্ট্র জানিয়েছে, ক্ষেপণাস্ত্রটি উৎক্ষেপণের পরপরই বিস্ফোরিত হয়। এর আগে একই জায়গা থেকে উত্তর কোরিয়া আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়েছিল। বিশ্বব্যাপী সমালোচনা ও যুক্তরাষ্ট্রের হুমকি সত্ত্বেও এবার ‘প্রতি সপ্তাহে’ ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালানোর হুমকি দিয়েছে পিয়ংইয়ং। উত্তর কোরিয়ার উপ-পররাষ্ট্রমন্ত্রী হান সং-রিয়ল বিবিসি-কে বলেন, ‘আমরা সাপ্তাহিক, মাসিক ও বার্ষিকভিত্তিতে ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালাবো।’

/এফইউ/বিএ/

 

সম্পর্কিত
রাফাহতে ইসরায়েলি হামলা ঠেকাতে ডেমোক্র্যাটদের চাপের মুখে বাইডেন
ডব্লিউএইচও এর সম্মেলনে যোগদানের বিষয়ে যা বললো তাইওয়ান
রাশিয়ার বিরুদ্ধে রাসায়নিক অস্ত্র নিষেধাজ্ঞা লঙ্ঘনের অভিযোগ যুক্তরাষ্ট্রের
সর্বশেষ খবর
পদ্মা নদীতে চুবানো নিয়ে যা বললেন ড. ইউনূস
পদ্মা নদীতে চুবানো নিয়ে যা বললেন ড. ইউনূস
বঙ্গবন্ধুর সমাধিতে আপিল বিভাগের নতুন ৩ বিচারপতির শ্রদ্ধা
বঙ্গবন্ধুর সমাধিতে আপিল বিভাগের নতুন ৩ বিচারপতির শ্রদ্ধা
বেসিস নির্বাচন: তথ্যপ্রযুক্তি সংগঠনে নারীর অংশগ্রহণ
বেসিস নির্বাচন: তথ্যপ্রযুক্তি সংগঠনে নারীর অংশগ্রহণ
যশোরে তাপমাত্রা কিছুটা কমেছে, সড়কে শরবত বিতরণ
যশোরে তাপমাত্রা কিছুটা কমেছে, সড়কে শরবত বিতরণ
সর্বাধিক পঠিত
মিল্টন সমাদ্দার আটক
মিল্টন সমাদ্দার আটক
আজও সর্বোচ্চ তাপমাত্রা যশোরে, পথচারীদের জন্য শরবত-পানির ব্যবস্থা
আজও সর্বোচ্চ তাপমাত্রা যশোরে, পথচারীদের জন্য শরবত-পানির ব্যবস্থা
মিল্টন সমাদ্দারের বিরুদ্ধে যেসব অভিযোগ তদন্ত করবে ডিবি
মিল্টন সমাদ্দারের বিরুদ্ধে যেসব অভিযোগ তদন্ত করবে ডিবি
পরীক্ষা-নিরীক্ষা শেষ, খুলনা-মোংলায় শুরু হচ্ছে ট্রেন চলাচল
পরীক্ষা-নিরীক্ষা শেষ, খুলনা-মোংলায় শুরু হচ্ছে ট্রেন চলাচল
তীব্র তাপপ্রবাহ যেখানে আশীর্বাদ
তীব্র তাপপ্রবাহ যেখানে আশীর্বাদ