X
রবিবার, ০৫ মে ২০২৪
২২ বৈশাখ ১৪৩১

‘ভেবেছিলাম প্রেসিডেন্টের জীবন সহজ হবে’

বাংলা ট্রিবিউন ডেস্ক
২৯ এপ্রিল ২০১৭, ০৪:৫৯আপডেট : ২৯ এপ্রিল ২০১৭, ০৯:৩১

ডোনাল্ড ট্রাম্প নির্বাচিত হওয়ার আগে ভেবেছিলাম প্রেসিডেন্টের জীবন আগের জীবনের চেয়ে সহজ হবে। কিন্তু এখন আমাকে আগের চেয়ে অনেক বেশি কাজ করতে হয়। হোয়াইট হাউজের দায়িত্ব নেওয়ার ১০০তম দিন উপলক্ষে বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া এক সাক্ষাতকারে এভাবেই নিজের অনুভূতি প্রকাশ করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

ট্রাম্প বলেন, ‘আমি ড্রাইভিং করা খুবই পছন্দ করতাম। আমি ওইদিনগুলো খুবই মিস করি। এখন আমার মনে হয় আমি একটি খোলসের মধ্যে থাকি। আসলে কঠিন এ দায়িত্বে আমি বিস্মিত।’

তিনি আরও বলেন, ‘আমি আমার আগের জীবন পছন্দ করতাম। আমার আরও অনেক কিছু করার ছিল। এখন আমাকে আগের চেয়ে অনেক বেশি কাজ করতে হয়। আমি ভেবেছিলাম প্রেসিডেন্টের দায়িত্ব সহজ হবে।’

নিউইয়র্ক শহরের ধর্নাঢ্য ব্যবসায়ী ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের সাবেক পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটনকে হারিয়ে প্রেসিডেন্ট নির্বাচিত হয়ে গত ২০ জানুয়ারি হোয়াইট হাউজের দায়িত্ব গ্রহণ করেন। হিলারিকে হারানোর ৫ মাস পর এবং দায়িত্ব গ্রহণের একশত দিনেও ট্রাম্পের মনে নির্বাচনের রেশ রয়ে গেছে।

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের বিষয়ে আলোচনার মাঝখানে ট্রাম্প নির্বাচনে তার জয়-পরাজয়ের মানচিত্র দেখিয়ে বলেন, ‘আপনি এটা নিতে পারেন, এটাই আমাদের ভোটের চূড়ান্ত ফলাফলের চিত্র।’

ডোনাল্ড ট্রাম্প রিপাবলিকান প্রার্থী ট্রাম্প তার ওভাল অফিসের ডেস্কে রাখা মানচিত্রের দিকে নির্দেশ করে বলেন, ‘যেসব এলাকায় আমরা জয় পেয়েছি, মানচিত্রে সেসব এলাকা লাল চিহ্নিত করে রাখা হয়েছে।’

তিনি আরও বলেন, ‘এটা বেশ ভালো, তাই না?  এই লাল চিহ্নিত এলাকাগুলো অবশ্যই আমাদের।’ এ সময় তিনি রয়টার্সের তিন সাংবাদিককে মানচিত্রের একটি করে কপি সরবরাহ করেন।

ট্রাম্প বলেন, ‘আমি আগের জীবনে গোপনীয়তার বিষয়ে অভ্যস্ত ছিলাম না।’ এ সময় তিনি বিস্ময় প্রকাশ করে বলেন, ‘আমার জীবন এখন কতো ছোট হয়ে গেছে! কারণ এখন আমাকে ২৪ ঘণ্টা নিরাপত্তা বাহিনীর নিরাপত্তা বলয়ের মধ্যে থাকতে হয়। আমি মনে করি এখন আমাকে খোলসের মধ্যে থাকতে হয়। কারণ আমি এখন এতো বেশি নিরাপত্তার মধ্যে থাকি যে আমি কোথাও যেতে পারি না।’

উদাহারণ দিয়ে তিনি বলেন, ‘যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট যখন হোয়াইট হাউজ ত্যাগ করেন, তখন তাকে লিমুজিন বা এসইউভি গাড়িতে করে যেতে হয়।’

ট্রাম্প বলেন, ‘নিজে গাড়ি চালানোর বিষয়টা আমি খুবই ‘মিস’ করি। আমি নিজে গাড়ি চালানো পছন্দ করি। কিন্তু এখন আমি কোনও গাড়ি চালাতে পারি না।’

সূত্র: রয়টার্স

/এসএনএইচ/

সম্পর্কিত
মন্ত্রী-এমপির স্বজনদের বিরত রাখা নীতিগত সিদ্ধান্ত, আইনি নয়: কাদের
বিমানযাত্রীর পকেট থেকে জ্যান্ত সাপ উদ্ধার
দোহায় হামাসের কার্যালয় বন্ধের চিন্তা করছে কাতার
সর্বশেষ খবর
মন্ত্রী-এমপির স্বজনদের বিরত রাখা নীতিগত সিদ্ধান্ত, আইনি নয়: কাদের
মন্ত্রী-এমপির স্বজনদের বিরত রাখা নীতিগত সিদ্ধান্ত, আইনি নয়: কাদের
আইপিএলের সময়ে হবে পিএসএল!
আইপিএলের সময়ে হবে পিএসএল!
বাড়ি ফেরার পথে বজ্রাঘাতে বাবুর্চির মৃত্যু, সারা রাত রাস্তায় পড়ে ছিল লাশ
বাড়ি ফেরার পথে বজ্রাঘাতে বাবুর্চির মৃত্যু, সারা রাত রাস্তায় পড়ে ছিল লাশ
বাড়িতে বিস্ফোরণে আহত স্কুলছাত্রী মারা গেছে
বাড়িতে বিস্ফোরণে আহত স্কুলছাত্রী মারা গেছে
সর্বাধিক পঠিত
মাঠ প্রশাসনে বিতর্কিত কর্মকর্তাদের লাগাম টানবে সরকার
মাঠ প্রশাসনে বিতর্কিত কর্মকর্তাদের লাগাম টানবে সরকার
রবিবার থেকে স্কুল-কলেজ খোলা, শনিবারও চলবে ক্লাস
রবিবার থেকে স্কুল-কলেজ খোলা, শনিবারও চলবে ক্লাস
জাল দলিলে ৫০ কোটি টাকা ব্যাংক ঋণ!
জাল দলিলে ৫০ কোটি টাকা ব্যাংক ঋণ!
মিল্টন সমাদ্দারের তিন মামলার বাদীরই মুখে কুলুপ
মিল্টন সমাদ্দারের তিন মামলার বাদীরই মুখে কুলুপ
স্বর্ণের ভরিতে বাড়লো ১ হাজার টাকার বেশি
স্বর্ণের ভরিতে বাড়লো ১ হাজার টাকার বেশি