X
রবিবার, ০৫ মে ২০২৪
২২ বৈশাখ ১৪৩১

‘বন্দুকভক্ত’ দুয়ার্তেকে হোয়াইট হাউসে আমন্ত্রণ জানালেন ট্রাম্প

বিদেশ ডেস্ক
৩০ এপ্রিল ২০১৭, ১০:৩৬আপডেট : ৩০ এপ্রিল ২০১৭, ১০:৩৭
image

ট্রাম্প-দুয়ার্তে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ফিলিপাইনের ‘বন্দুকভক্ত’ প্রেসিডেন্ট রদ্রিগো দুয়ার্তেকে হোয়াইট হাউসে আমন্ত্রণ জানিয়েছেন। শনিবার টেলিফোনে দুই নেতার কথোপকথনে উত্তর কোরিয়া নিয়েও আলোচনা হয় বলে হোয়াইট হাউসের পক্ষ থেকে জানানো হয়। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

এক বিবৃতিতে হোয়াইট হাউস জানিয়েছে, নভেম্বরে দু’টি সম্মেলনে যোগ দিতে এশিয়া সফরে যাবেন। তখন তিনি ফিলিপাইন সফর করবেন। কথোপকথনে দুয়ার্তেকে হোয়াইট হাউসে আমন্ত্রণ জানিয়েছেন ট্রাম্প। তবে কবে, কখন দুয়ার্তে যুক্তরাষ্ট্র সফরে আসবেন, সে সম্পর্কে বিস্তারিত কোনও তথ্য জানায়নি হোয়াইট হাউস।  

দুই নেতার কথপোকথনে উত্তর কোরিয়া সংকটের কথাও উঠে আসে বলে ওই বিবৃতিতে বলা হয়।

এর আগে নির্বাচনে জয়ী হওয়ার পর গত ২ ডিসেম্বর ট্রাম্পকে ফোন করে অভিনন্দন জানিয়েছিলেন দুয়ার্তে। তখনও দুয়ার্তেকে হোয়াইট হাউসে আমন্ত্রণ জানিয়েছিলেন ট্রাম্প।   

উল্লেখ্য, বন্দুকভক্তির জন্য দুয়ার্তের পরিচিতি রয়েছে। গত বছর মে মাসে প্রেসিডেন্ট নির্বাচনে নিরঙ্কুশ জয় পাওয়ার আগে মাদকের বিরুদ্ধে কঠোর হওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন তিনি। নির্বাচিত হওয়ার পর নিজের প্রথম ভাষণে দুয়ার্তে জানান, ফিলিপাইনে সন্ত্রাসী কার্যক্রমে জড়িত ব্যক্তি এবং গ্রেফতার এড়াতে পালিয়ে বেড়ানো ব্যক্তিদের গুলি করার ক্ষমতা দেওয়া হবে নিরাপত্তা বাহিনীকে। ৩০ জুন শপথগ্রহণের পর ‘মাদকবিরোধী যুদ্ধ’ ঘোষণা করেন দুয়ার্তে। যুক্তরাষ্ট্রভিত্তিক মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস ওয়াচ (এইচআরডব্লিউ) মার্চে প্রকাশিত এক প্রতিবেদনে জানিয়েছে, দুয়ার্তের ওই কথিত ‘মাদকবিরোধী যুদ্ধে’ নিহত হয়েছেন প্রায় সাত হাজার মানুষ।

গত নভেম্বরে নিজ হাতে গুলি করে হত্যার কথাও স্বীকার করেন দুয়ার্তে। তখন ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি-কে তিনি জানান, দাভাও শহরের মেয়র থাকাকালে তিনি তিন সন্দেহভাজন মাদক ব্যবসায়ীকে গুলি করে হত্যা করেছিলেন। ওই শহরে দুয়ার্তে ২০ বছর ধরে নির্বাচিত মেয়র ছিলেন।

/এসএ/

সম্পর্কিত
মিসরে চলমান যুদ্ধবিরতির আলোচনা, গাজায় বোমা ফেলছে ইসরায়েল
দ্বিতীয় সপ্তাহে যুক্তরাষ্ট্রে ফিলিস্তিনপন্থি বিক্ষোভ, আটক ২ সহস্রাধিক
মন্ত্রী-এমপির স্বজনদের বিরত রাখা নীতিগত সিদ্ধান্ত, আইনি নয়: কাদের
সর্বশেষ খবর
সাতক্ষীরার আমের সুনাম ধরে রাখতে ‘আম ক্যালেন্ডার’ ঘোষণা
সাতক্ষীরার আমের সুনাম ধরে রাখতে ‘আম ক্যালেন্ডার’ ঘোষণা
ইসরায়েলে বন্ধ আল জাজিরার সম্প্রচার
ইসরায়েলে বন্ধ আল জাজিরার সম্প্রচার
আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে অধ্যক্ষসহ তিন পদে নিয়োগ
কাঁঠালবাড়ী নুরুল্লাহ ফাজিল ডিগ্রি মাদ্রাসাআদালতের নিষেধাজ্ঞা অমান্য করে অধ্যক্ষসহ তিন পদে নিয়োগ
সূর্য ডুবে যাওয়ায় সুন্দরবনের আগুন নেভানোর কাজ স্থগিত
সূর্য ডুবে যাওয়ায় সুন্দরবনের আগুন নেভানোর কাজ স্থগিত
সর্বাধিক পঠিত
মাঠ প্রশাসনে বিতর্কিত কর্মকর্তাদের লাগাম টানবে সরকার
মাঠ প্রশাসনে বিতর্কিত কর্মকর্তাদের লাগাম টানবে সরকার
‘টর্চার সেলে’ নিজ হাতে অপারেশনের নামে পৈশাচিক আনন্দ পেতো মিল্টন, জানালেন হারুন
‘টর্চার সেলে’ নিজ হাতে অপারেশনের নামে পৈশাচিক আনন্দ পেতো মিল্টন, জানালেন হারুন
চাকরিতে প্রবেশের বয়সসীমা নিয়ে যা বললেন জনপ্রশাসনমন্ত্রী
চাকরিতে প্রবেশের বয়সসীমা নিয়ে যা বললেন জনপ্রশাসনমন্ত্রী
আজকের আবহাওয়া: কোথায় কেমন বৃষ্টি হবে
আজকের আবহাওয়া: কোথায় কেমন বৃষ্টি হবে
রুশ বোমারু বিমান ভূপাতিতের দাবি ইউক্রেনের
রুশ বোমারু বিমান ভূপাতিতের দাবি ইউক্রেনের