X
শনিবার, ০৪ মে ২০২৪
২০ বৈশাখ ১৪৩১

অলিম্পিকে জঙ্গি পরিকল্পনার অভিযোগে ব্রাজিলে ৮ জনের কারাদণ্ড

বিদেশ ডেস্ক
০৫ মে ২০১৭, ১০:৩৭আপডেট : ০৫ মে ২০১৭, ১০:৩৯
image

পুলিশি তৎপরতায় অলিম্পিকে জঙ্গি পরিকল্পনা ভেস্তে যায় গত বছর ব্রাজিলে অনুষ্ঠিত অলিম্পিক গেমসে জঙ্গি হামলার পরিকল্পনা করার অভিযোগে এক বিচারক আট অভিযুক্তকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছেন। কর্তৃপক্ষ জানিয়েছে, ওই অভিযুক্তরা মধ্যপ্রাচ্যভিত্তিক জঙ্গি সংগঠন ইসলামিক স্টেট (আইএস) দ্বারা প্রভাবিত। তবে তাদের সঙ্গে আইএসের সরাসরি কোনও সংযোগ ছিল না। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে।

গত বছর জুলাইয়ে মার্কিন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা এফবিআই ব্রাজিল কর্তৃপক্ষকে ওই অভিযুক্তদের কথা জানায়। পরে আগস্টে অলিম্পিক গেমস শুরুর দুই সপ্তাহ আগে তাদের গ্রেফতার করা হয়। অভিযুক্তরা সবাই ব্রাজিলের নাগরিক।

অভিযুক্তদের দলনেতা লিওনিদ এল কাদরি ডি মেলোকে ১৫ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। ওই চক্রের বাকি সদস্যদের পাঁচ থেকে ছয় বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।

ব্রাজিলের নতুন সন্ত্রাসবিরোধী আইন অনুসারে অভিযুক্তদের বিরুদ্ধে কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে। তারা সবাই এ রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করবে বলে জানিয়েছে।

পারানা রাজ্যের ওই আদালতের রায়ে বিচারপতি মার্কোস হোসেগ্রেই দা সিলভা বলেন, অভিযুক্তরা সরাসরি আইএসের সঙ্গে জড়িত নয়। তবে তারা অনলাইনে আইএসের পক্ষে জঙ্গি প্রচারণা চালিয়েছে এবং ম্যাসেজিং অ্যাপসের মাধ্যমে আইএসের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করেছে। তারা অনলাইনে বোমা তৈরির ভিডিও প্রকাশ করেছে।

আদালতের রায়ে আরও বলা হয়, ‘সন্দেহাতীতভাবেই এল কাদরি ডি মেলো ওই চক্রের দলনেতা।’

কর্মকর্তারা জানান, গত বছর জুলাইয়ে ব্রাজিলের ফেডারেল পুলিশ ‘অপারেশন হ্যাশট্যাগ’ নামে একটি অভিযান পরিচালনা করে। তখন ১৫ জনকে আটক করা হয়। তবে পরে তদন্তের পর সাতজনকে ছেড়ে দেওয়া হয়।

/এসএ/

সম্পর্কিত
মেক্সিকোতে সড়ক দুর্ঘটনায় নিহত অন্তত ১৮
চীনে আমেরিকার কোম্পানিগুলোর প্রতি ন্যায্য আচরণের আহ্বান ব্লিঙ্কেনের
ট্রাম্পের বিচার চলাকালে আদালতের বাইরে গায়ে আগুন দেওয়া ব্যক্তির মৃত্যু
সর্বশেষ খবর
অনেক নার্ভাস ছিলেন সাইফউদ্দিন
অনেক নার্ভাস ছিলেন সাইফউদ্দিন
বকশিবাজার মোড়ে বাসের ধাক্কায় পথচারী নিহত
বকশিবাজার মোড়ে বাসের ধাক্কায় পথচারী নিহত
১২ বছর পর মুম্বাইয়ের মাঠে কলকাতার জয়
১২ বছর পর মুম্বাইয়ের মাঠে কলকাতার জয়
বেড়িবাঁধে উন্নত নিরাপত্তা ও গতিশীলতা: মেয়র আতিকের কাছে ইউল্যাবের আবেদন
বেড়িবাঁধে উন্নত নিরাপত্তা ও গতিশীলতা: মেয়র আতিকের কাছে ইউল্যাবের আবেদন
সর্বাধিক পঠিত
মুক্তি পেলেন মামুনুল হক
মুক্তি পেলেন মামুনুল হক
যশোরে আজ সর্বোচ্চ তাপমাত্রা
যশোরে আজ সর্বোচ্চ তাপমাত্রা
২৫ জেলার সব মাধ্যমিক স্কুল-কলেজ-মাদ্রাসা শনিবার বন্ধ
২৫ জেলার সব মাধ্যমিক স্কুল-কলেজ-মাদ্রাসা শনিবার বন্ধ
কেমন থাকবে আগামী কয়েকদিনের আবহাওয়া?
কেমন থাকবে আগামী কয়েকদিনের আবহাওয়া?
নদীতে ধরা পড়ছে না ইলিশ, কারণ জানালেন মৎস্য কর্মকর্তা
নদীতে ধরা পড়ছে না ইলিশ, কারণ জানালেন মৎস্য কর্মকর্তা