X
সোমবার, ২০ মে ২০২৪
৫ জ্যৈষ্ঠ ১৪৩১
রয়টার্সের প্রতিবেদন

উত্তর-পূর্বাঞ্চলের বন্যায় তলিয়ে গেছে ৭ লাখ টন ধান

বিদেশ ডেস্ক
০৭ মে ২০১৭, ১৪:১৬আপডেট : ০৭ মে ২০১৭, ১৪:১৭
image

বাংলাদেশের কৃষক বাংলাদেশের উত্তর-পূর্বাঞ্চলীয় এলাকায় প্রচণ্ড বন্যার কারণে অন্যান্য ফসলের পাশাপাশি প্রায় ৭ লাখ টন ধান তলিয়ে গেছে। কৃষি মন্ত্রণালয়কে উদ্ধৃত করে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স খবরটি জানিয়েছে।
প্রতিবেদনে বলা হয়, আগাম বৃষ্টির কারণে সৃষ্ট বন্যায় ফসলী জমিগুলো তলিয়ে গেছে। ফসল না হওয়ায় ভয়ঙ্কর দুর্ভোগে পড়েছেন কৃষকরা। পাশাপাশি স্থানীয় পর্যায়ে চালের দাম এ যাবতকালের সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। এদিকে সরকারি গুদামে সংরক্ষিত চালের পরিমাণ ছয় বছরের মধ্যে সর্বনিম্ন অবস্থানে পৌঁছেছে।
কৃষি সম্প্রসারণ অধিদফতরের মহাপরিচালক মঞ্জুরুল হান্নান রয়টার্সকে বলেন, ‘এটি উত্তরপূর্বাঞ্চলের কৃষকদের জন্য বড় ধরনের ক্ষতি’। তবে দেশের সামগ্রিক উৎপাদনে এর খুব বেশি একটা প্রভাব থাকবে না বলে মনে করেন তিনি। হান্নান জানান, বন্যা দুর্গত এলাকার মানুষদের জন্য ১০ কোটি টাকা বরাদ্দ দিয়েছে সরকার। পরবর্তী মৌসুমের জন্য কৃষকদের বিনামূল্যে বীজও সরবরাহ করা হচ্ছে।  
চলতি ফসলের মৌসুমে ৩৪ মিলিয়ন টনেরও বেশি ধান উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছিল বাংলাদেশ। গত বছর এ লক্ষ্যমাত্রা ছিল ৩৩.৫ মিলিয়ন টন। বিশ্বের চতুর্থ বৃহত্তর ধান উৎপাদনকারী এ দেশটি নিজস্ব উৎপাদনের প্রায় সমস্তটুকুই নিজেরা ভোগ করে ফেলে। তবে বন্যা, খরার মতো প্রাকৃতিক দুর্যোগের কারণে তৈরি হওয়া ঘাটতি মেটাতে মাঝে মাঝে আমদানিও করতে হয়।
রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, সরকারি গুদামে সংরক্ষিত চালের পরিমাণ কমে সাড়ে তিন লাখ টনে দাঁড়িয়েছে, যা ছয় বছরের মধ্যে সবচেয়ে কম।
/এফইউ/বিএ/

সম্পর্কিত
রাইসির জন্য খামেনির প্রার্থনা
রাখাইনের বুথিডাউং শহর দখলে নিলো আরাকান আর্মি
চীন সফর: শি’র মন জয়ের চেষ্টায় ব্যস্ত ছিলেন পুতিন
সর্বশেষ খবর
হজ পালন করতে গিয়ে আরেক বাংলাদেশির মৃত্যু
হজ পালন করতে গিয়ে আরেক বাংলাদেশির মৃত্যু
রাইসির হেলিকপ্টার বিধ্বস্তে অনিশ্চয়তা ছড়াচ্ছে ইরানে
রাইসির হেলিকপ্টার বিধ্বস্তে অনিশ্চয়তা ছড়াচ্ছে ইরানে
বার্সার রানার্সআপ হওয়ার দিনে ধাক্কা খেলো রিয়াল 
বার্সার রানার্সআপ হওয়ার দিনে ধাক্কা খেলো রিয়াল 
রাইসির হেলিকপ্টার বিধ্বস্ত: মধ্যপ্রাচ্যসহ আঞ্চলিক নেতাদের প্রতিক্রিয়া
রাইসির হেলিকপ্টার বিধ্বস্ত: মধ্যপ্রাচ্যসহ আঞ্চলিক নেতাদের প্রতিক্রিয়া
সর্বাধিক পঠিত
শনিবার ক্লাস চলবে ডাবল শিফটের স্কুলে
শনিবার ক্লাস চলবে ডাবল শিফটের স্কুলে
ভারতীয় পেঁয়াজে রফতানি মূল্য নির্ধারণ, বিপাকে আমদানিকারকরা
ভারতীয় পেঁয়াজে রফতানি মূল্য নির্ধারণ, বিপাকে আমদানিকারকরা
হিমায়িত মাংস আমদানিতে নীতিমালা হচ্ছে
হিমায়িত মাংস আমদানিতে নীতিমালা হচ্ছে
এনবিআর চেয়ারম্যানকে আদালত অবমাননার নোটিশ
এনবিআর চেয়ারম্যানকে আদালত অবমাননার নোটিশ
আগামী ৩ দিন হতে পারে বৃষ্টি, কমবে তাপপ্রবাহ
আগামী ৩ দিন হতে পারে বৃষ্টি, কমবে তাপপ্রবাহ