X
শনিবার, ০৪ মে ২০২৪
২১ বৈশাখ ১৪৩১

কুর্দি গেরিলাদের যুক্তরাষ্ট্রের অস্ত্র দেওয়া গ্রহণযোগ্য নয়: তুরস্ক

বিদেশ ডেস্ক
১০ মে ২০১৭, ২৩:০৪আপডেট : ১০ মে ২০১৭, ২৩:৫০

বিনালি ইয়েলদ্রিম সিরিয়ার কুর্দি বিদ্রোহী গোষ্ঠী ওয়াইপিজি’কে অস্ত্র দেওয়ার মার্কিন সিদ্ধান্তকে অগ্রহণযোগ্য বলে মন্তব্য করেছে তুরস্ক। তুর্কি প্রধানমন্ত্রী বিনালি ইয়েলদ্রিম সাংবাদিকদের বলেছেন, পিকেকে গোষ্ঠীকে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে লাভবান করে এমন কোনও উদ্যোগ গ্রহণযোগ্য নয়। এই সিদ্ধান্ত যদি তুরস্কের জন্য নেতিবাচক হয়, তাহলে আমেরিকার ওপরও এর নেতিবাচক প্রভাব পড়বে। তুর্কি উপ প্রধানমন্ত্রী নুরুদ্দিন চানিক্লি বলেছেন, যুক্তরাষ্ট্রের এ নীতি কাউকেই লভবান করবে না।

তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী মেভলুত কাভুসোগলু বলেছেন, পিকেকে এবং ওয়াইপিজি উভয়েই সন্ত্রাসী সংগঠন। তাদের মধ্যে নাম ছাড়া অন্য কোনও পার্থক্য নেই। তাদের প্রতিটি অস্ত্র তুরস্কের জন্য হুমকি।

মঙ্গলবার মার্কিন প্রতিরক্ষা দফতর পেন্টাগন জানিয়েছে, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সোমবার সিরিয়ার মিলিশিয়া বাহিনী ওয়াইপিজি-কে অস্ত্র সরবরাহের অনুমোদন দিয়েছেন।

এক লিখিত বিবৃতিতে এ বিষয়ে কথা বলেছেন পেন্টাগনের মুখপাত্র ডানা হোয়াইট। এতে বলা হয়, সিরিয়ার রাক্কায় আইএস-এর বিরুদ্ধে পরিষ্কার বিজয়ের লক্ষ্যে সিরিয়ান ডেমোক্র্যাটিক ফোর্সেস (এসডিএফ)-এর কাছে সামরিক সামগ্রী সরবরাহের অনুমোদন দিয়েছেন ট্রাম্প। এতে তিনি এসডিএফ-এর মেরুদণ্ড এর কুর্দি অংশকে সমরাস্ত্রে সজ্জিত করার বিষয়ে নির্দেশনা দিয়েছেন।

সিরিয়ায় যুক্তরাষ্ট্রপন্থী বিদ্রোহীদের জোট এসডিএফ-এর প্রধান শক্তি ওয়াইপিজি। তুরস্কের কুর্দি সশস্ত্র গোষ্ঠী পিকেকে-এর সিরীয় শাখা ওয়াইপিজি। কুর্দিশ জাতীয়তাবাদের উপর প্রতিষ্ঠিত পিকেকে তুরস্ক, ইরান, ইরাক ও সিরিয়ার অংশবিশেষ নিয়ে কুর্দিস্তান নামক একটি স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠায় আগ্রহী। ২০১৬ সালের ফ্রেব্রুয়ারিতে আঙ্কারায় ভয়াবহ গাড়িবোমা হামলায় নিহত হন অন্তত ২৮ জন। ওই হামলার জন্য সিরিয়ার ওয়াইপিজি’কে দায়ী করে তুরস্ক।

হামলার পর তুরস্কের প্রধানমন্ত্রী আহমেত দাভুতোগলু বলেন, ওয়াইপিজি সন্ত্রাসীরা পিকেকে জঙ্গিদের সঙ্গে যোগসাজশে ওই বোমা হামলা চালিয়েছে।

পেন্টাগনের পক্ষ থেকে অবশ্য বলা হয়েছে, ওয়াইপিজি’কে অস্ত্র সরবরাহের ঘটনায় তুরস্কের উদ্বেগ সম্পর্কে যুক্তরাষ্ট্র সজাগ রয়েছে। তুর্কি সরকার ও জনগণকে আমরা আবারও নিশ্চিত করতে চাই যে, ন্যাটো মিত্র তুরস্কের ব্যাপারে আমরা প্রতিশ্রুতিবদ্ধ। সূত্র: আল জাজিরা।

/এমপি/

সম্পর্কিত
তাইওয়ান প্রণালিতে আবারও চীনা সামরিক বিমান শনাক্ত
চীনের দক্ষিণাঞ্চলে সড়ক ধসে নিহত ৩৬
লাইয়ের অভিষেক পরবর্তী চীনা সামরিক মহড়া নিয়ে সতর্ক অবস্থানে তাইওয়ান
সর্বশেষ খবর
৩২ ঘণ্টা পর লাইন ক্লিয়ার, ট্রেন চালুর অপেক্ষা
৩২ ঘণ্টা পর লাইন ক্লিয়ার, ট্রেন চালুর অপেক্ষা
কায়রোতে গাজায় যুদ্ধবিরতির আলোচনা জোরদার
কায়রোতে গাজায় যুদ্ধবিরতির আলোচনা জোরদার
শোইগুর সঙ্গে দূরত্ব বাড়ছে পুতিনের?
শোইগুর সঙ্গে দূরত্ব বাড়ছে পুতিনের?
বাড্ডায় নারীর মরদেহ উদ্ধার
বাড্ডায় নারীর মরদেহ উদ্ধার
সর্বাধিক পঠিত
জাল দলিলে ৫০ কোটি টাকা ব্যাংক ঋণ!
জাল দলিলে ৫০ কোটি টাকা ব্যাংক ঋণ!
মিল্টনের আশ্রয়কেন্দ্রে আশ্রিতদের এখন কী হবে
মিল্টনের আশ্রয়কেন্দ্রে আশ্রিতদের এখন কী হবে
বিসিএসে সফলতায় এগিয়ে বিজ্ঞানের শিক্ষার্থীরা
বিসিএসে সফলতায় এগিয়ে বিজ্ঞানের শিক্ষার্থীরা
চট্টগ্রামে যান চলাচলের জন্য প্রস্তুত এলিভেটেড এক্সপ্রেসওয়ে
চট্টগ্রামে যান চলাচলের জন্য প্রস্তুত এলিভেটেড এক্সপ্রেসওয়ে
লিথুয়ানিয়ার ড্রোন হামলা ব্যর্থ হয়েছে: বেলারুশ
লিথুয়ানিয়ার ড্রোন হামলা ব্যর্থ হয়েছে: বেলারুশ