X
শনিবার, ০৪ মে ২০২৪
২১ বৈশাখ ১৪৩১

ট্রাম্পকে সরাসরি ‘না’ বলেছিলেন কোমি

বিদেশ ডেস্ক
১২ মে ২০১৭, ১১:৪০আপডেট : ১২ মে ২০১৭, ১১:৪০
image

ট্রাম্পকে সরাসরি ‘না’ বলেছিলেন কোমি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বরখাস্ত হওয়া এফবিআই পরিচালক জেমস কোমিকে তার প্রতি বিশ্বস্ত থাকার প্রস্তাব দিয়েছিলেন। তবে কোমি সেই প্রস্তাব প্রত্যাখ্যান করেছিলেন। খাবারের টেবিলে সম্পন্ন হওয়া ট্রাম্প-কোমির আলোচনার কথা জানেন; নাম প্রকাশে অনিচ্ছুক এমন দু’জন ব্যক্তিকে উদ্ধৃত করে এসব কথা জানিয়েছে নিউ ইয়র্ক টাইমস। হোয়াইট হাউস এই দাবি প্রত্যাখ্যান করেছে।

নিউ ইয়র্ক টাইমস-এর প্রতিবেদনে দাবি করা হয়েছে, দায়িত্ব নেওয়ার ৭ দিনের মাথায় এফবিআই পরিচালক জেমস কোমিকে হোয়াইট হাউসে ডেকে পাঠিয়েছিলেন ট্রাম্প। প্রেসিডেন্টের সঙ্গে একান্তে রাতের খাবার খাওয়ার কথা বলে ডাকা হয়েছিল তাকে। আলোচনার ব্যাপারে জানেন, এমন দুই ব্যক্তির সূত্রে প্রতিবেদনে বলা হয়েছে, রাতের খাবার খাওয়ার সময় ট্রাম্প প্রথমে তার নির্বাচনের সময়কার কিছু অভিজ্ঞতা বিনিময় করেন কোমির সঙ্গে। একটু পরেই আলোচনার মোড় ঘুরিয়ে ট্রাম্প কোমিকে জিজ্ঞেস করেন, যে তিনি ট্রাম্পের প্রতি বিশ্বস্ত থাকবেন কিনা।

নিউ ইয়র্ক টাইমস-এর ভাষ্যমতে, ওই প্রশ্নের জবাবে কোমি জানিয়েছিলেন তিনি প্রেসিডেন্টের প্রতি সৎ থাকবেন। তবে রাজনৈতিক অর্থে তার পক্ষে প্রেসিডেন্টের প্রতি বিশ্বস্ত থাকা সম্ভব নয়।  প্রতিবেদনে বলা হয়েছে, কোমির কাছে ট্রাম্প একাধিকবার এই দাবি করলেও কোমি বারবারই ট্রাম্পের প্রস্তাব মানতে অস্বীকৃতি জানিয়ে বলেছেন, তিনি সততার সঙ্গে কাজ করবেন।

মঙ্গলবার হিলারি ক্লিনটনের ইমেইল ফাঁসের তদন্ত প্রভাবিত করার অভিযোগ তুলে কোমিকে বরখাস্ত করা হয়। তবে ডেমোক্র্যাটরা দাবি করছেন, ট্রাম্পের রুশ সংযোগ নিয়ে তদন্তের কারণেই কোমিকে বরখাস্ত করেছে প্রশাসন। হোয়াইট হাউসের এক মুখপাত্র জানান, দায়িত্ব নেওয়ার পর থেকেই এফবিআই প্রধান জেমস কোমিকে বরখাস্তের কথা বিবেচনা করছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সারাহ হাকাবি স্যান্ডার্স নামের মুখপাত্র সাংবাদিকদের বলেন, গত বছর বেশ কয়েকটি ভুল পদক্ষেপ নেওয়ায় কোমির ওপর আস্থা হারান ট্রাম্প।

বরখাস্ত হওয়ার পর  কোমি তার সহকর্মীদের উদ্দেশে একটি বিদায়ী চিঠি লেখেন।  চিঠিতে তিনি সবাইকে নিজ দায়িত্বের প্রতি সৎ থাকার আহ্বান জানান। সেই চিঠিতে সহকর্মীদের উদ্দেশে কোমি বলেন, ‘ দুর্যোগের সময় মার্কিনিরা যেন এফবিআইকে শক্তিশালী, সৎ ও স্বাধীন ভূমিকাসম্পন্ন এক সংস্থা হিসেবে চিনে নিতে পারে। ... আপনারা মার্কিন নাগরিকদের সুরক্ষার প্রশ্নে নিজেদের নীতিতে অটল থাকবেন বলেই আমার বিশ্বাস।’

/বিএ/

সম্পর্কিত
‘সরকারকে যারা চাপ দেবে তারা নিজেরাই যথেষ্ট চাপে রয়েছে’
যুক্তরাষ্ট্রের ‘নেসা সেন্টার’ প্রতিনিধি দলের ওয়াশিংটনে বাংলাদেশ দূতাবাস পরিদর্শন
বিশ্ববিদ্যালয়ে ফিলিস্তিনপন্থি বিক্ষোভ নিয়ে মুখ খুললেন বাইডেন
সর্বশেষ খবর
বৃষ্টির অপেক্ষায় নার্সারি ও গাছপ্রেমীরা
বৃষ্টির অপেক্ষায় নার্সারি ও গাছপ্রেমীরা
নিজ্জর হত্যার অভিযোগে কানাডায় তিন ভারতীয় গ্রেফতার
নিজ্জর হত্যার অভিযোগে কানাডায় তিন ভারতীয় গ্রেফতার
পিকআপের পেছনে ট্রাকের ধাক্কা, উল্টে গিয়ে ২ শ্রমিক নিহত
পিকআপের পেছনে ট্রাকের ধাক্কা, উল্টে গিয়ে ২ শ্রমিক নিহত
নবযুগ প্রকাশনীর কর্ণধার অশোক রায় নন্দী মারা গেছেন
নবযুগ প্রকাশনীর কর্ণধার অশোক রায় নন্দী মারা গেছেন
সর্বাধিক পঠিত
যশোরে আজ সর্বোচ্চ তাপমাত্রা
যশোরে আজ সর্বোচ্চ তাপমাত্রা
২৫ জেলার সব মাধ্যমিক স্কুল-কলেজ-মাদ্রাসা শনিবার বন্ধ
২৫ জেলার সব মাধ্যমিক স্কুল-কলেজ-মাদ্রাসা শনিবার বন্ধ
কেমন থাকবে আগামী কয়েকদিনের আবহাওয়া?
কেমন থাকবে আগামী কয়েকদিনের আবহাওয়া?
নবম পে-স্কেল বাস্তবায়নসহ সাত দফা দাবি সরকারি কর্মচারীদের
নবম পে-স্কেল বাস্তবায়নসহ সাত দফা দাবি সরকারি কর্মচারীদের
মিল্টনের আশ্রয়কেন্দ্রে আশ্রিতদের এখন কী হবে
মিল্টনের আশ্রয়কেন্দ্রে আশ্রিতদের এখন কী হবে