X
শুক্রবার, ০৩ মে ২০২৪
২০ বৈশাখ ১৪৩১

শত্রুতাপূর্ণ নীতি ত্যাগ না করলে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা নয়: উ. কোরিয়া

বিদেশ ডেস্ক
২০ মে ২০১৭, ১২:০৩আপডেট : ২০ মে ২০১৭, ১২:০৬
image

জাতিসংঘে নিযুক্ত উত্তর কোরিয়ার উপ-রাষ্ট্রদূত কিম ইন-রিয়ং জাতিসংঘে নিযুক্ত উত্তর কোরিয়ার উপ-রাষ্ট্রদূত কিম ইন-রিয়ং বলেছেন, ‘সবাই জানেন, মার্কিন কর্তৃপক্ষ আলোচনা করতে চাইছে। কিন্তু এখানে কথাটাই যথেষ্ট নয়, কাজটাই মূল বিষয়।’ তিনি জানান, মার্কিন প্রশাসন পিয়ংইয়ংয়ের প্রতি শত্রুতাপূর্ণ নীতি ত্যাগ না করলে, তারা ওয়াশিংটনের সঙ্গে কোনও আলোচনায় বসবে না। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা এ খবর জানিয়েছে।

এর আগে উত্তর কেরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের পদস্থ কর্মকর্তা চোয়ে সুন-হুই গত সপ্তাহে বলেছিলেন, ‘পরিস্থিতি অনুকূলে থাকলে’ ওয়াশিংটনের সঙ্গে আলোচনায় বসতে রাজি আছে পিয়ংইয়ং।

কিম ইন-রিয়ং বলেন, ‘কোরিয়া উপদ্বীপে সব সমস্যা সমাধানের পূর্বশর্ত হলো উত্তর কোরিয়ার প্রতি শত্রুতাপূর্ণ নীতি ত্যাগ করা।’ তিনি এ শত্রুতাপূর্ণ নীতিকে ‘সব সমস্যার মূল কারণ’ বলেও উল্লেখ করেছেন।

এর আগে গত মাসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পিয়ংইয়ং-এর বিরুদ্ধে ‘এককভাবে’ ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারি দিয়ে বলেছিলেন, উত্তর কোরিয়ার সঙ্গে যুক্তরাষ্ট্রের ‘বড় ধরনের সংঘাত’ বেঁধে যাওয়ার আশঙ্কা রয়েছে।

পরে এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের সঙ্গে বৈঠক করতে পারলে নিজেকে ‘গর্বিত’ মনে করবেন বলেও জানিয়েছিলেন।  

উন-ট্রাম্প

উল্লেখ্য, মার্কিন বিমানবাহী রণতরী ভিনসন স্ট্রাইক গ্রুপকে কোরিয়া উপদ্বীপে পাঠানোর ঘোষণার পর শুরু হওয়া যুদ্ধাবস্থার মধ্যেই নতুন করে উত্তেজনা তৈরি করেছে দক্ষিণ কোরিয়ায় মার্কিন সাবমেরিনের উপস্থিতি।

কয়েক সপ্তাহ আগে দক্ষিণ কোরিয়ার সঙ্গে এক যৌথ সামরিক মহড়া চালায় যুক্তরাষ্ট্র। এতে মার্কিন যুদ্ধবিমান উত্তর কোরিয়ার আকাশসীমার খুব কাছ দিয়ে উড়ে গেছে বলে জানা গেছে।

পিয়ংইয়ং কোরিয়া উপদ্বীপে যে কোনও সামরিক মহড়াকে আগ্রাসন বলে মনে করে। তারা এর প্রতিক্রিয়ায় হুমকি দিয়ে বলেছিল, ‘মার্কিন আগ্রাসন রুখতে প্রয়োজনে পারমাণবিক হামলা চালানো হবে। মার্কিন রণতরী ডুবিয়ে দেওয়া হবে।’  

উত্তর কোরিয়া সম্প্রতি বেশ কয়েকটি ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়েছে এবং সতর্ক করে দিয়ে বলেছে, ওয়াশিংটন শত্রুতাপূর্ণ আচরণ বন্ধ না করা পর্যন্ত এ ধরনের পরীক্ষা চলতেই থাকবে।

গত ১৪ মে (রবিবার) উত্তর কোরিয়া একটি দূরপাল্লার ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালায়। এটি দুই হাজার কিলোমিটারেরও বেশি উচ্চতায় ওঠার পর উত্তর কোরিয়ার মূল ভূখণ্ড থেকে ৭০০ কিলোমিটার পূর্বে জাপান সাগরে পতিত হয়। ক্ষেপণাস্ত্রটি চার হাজার কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম বলে বিশেষজ্ঞরা মনে করছেন।

/এসএ/

সম্পর্কিত
‘সরকারকে যারা চাপ দেবে তারা নিজেরাই যথেষ্ট চাপে রয়েছে’
তাইওয়ান প্রণালিতে আবারও চীনা সামরিক বিমান শনাক্ত
যুক্তরাষ্ট্রের ‘নেসা সেন্টার’ প্রতিনিধি দলের ওয়াশিংটনে বাংলাদেশ দূতাবাস পরিদর্শন
সর্বশেষ খবর
সেন্ট জোসেফ স্কুলে তিন দিনব্যাপী লিট ফেস্টিভ্যাল শুরু
সেন্ট জোসেফ স্কুলে তিন দিনব্যাপী লিট ফেস্টিভ্যাল শুরু
জাকিরের বিস্ফোরক ব্যাটিংয়ে প্রাইম ব্যাংকের বড় জয়
জাকিরের বিস্ফোরক ব্যাটিংয়ে প্রাইম ব্যাংকের বড় জয়
অবশেষে মোংলায় ঝরলো কাঙ্ক্ষিত বৃষ্টি
অবশেষে মোংলায় ঝরলো কাঙ্ক্ষিত বৃষ্টি
‘দেওরা’ সফলতার পর ‘মা লো মা’ চমক
‘দেওরা’ সফলতার পর ‘মা লো মা’ চমক
সর্বাধিক পঠিত
মুক্তি পেলেন মামুনুল হক
মুক্তি পেলেন মামুনুল হক
কুমিল্লায় বজ্রাঘাতে ৪ জনের মৃত্যু
কুমিল্লায় বজ্রাঘাতে ৪ জনের মৃত্যু
যশোরে আজ সর্বোচ্চ তাপমাত্রা
যশোরে আজ সর্বোচ্চ তাপমাত্রা
ব্যর্থতার অভিযোগে শিক্ষামন্ত্রীর পদত্যাগ চেয়ে আইনি নোটিশ
ব্যর্থতার অভিযোগে শিক্ষামন্ত্রীর পদত্যাগ চেয়ে আইনি নোটিশ
২৫ জেলার সব মাধ্যমিক স্কুল-কলেজ-মাদ্রাসা শনিবার বন্ধ
২৫ জেলার সব মাধ্যমিক স্কুল-কলেজ-মাদ্রাসা শনিবার বন্ধ